সাভারে ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নে অভিযান
বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও ঘোষিত ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নে সাভার উপজেলাজুড়ে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় অবস্থিত মেসার্স এবিএম অ্যান্ড কোং ইটভাটা চালু অবস্থায় পাওয়া গেলে চিমনি ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট গুড়িয়ে ফেলা হয়। একইসঙ্গে ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মালিককে ৬ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
বিজ্ঞাপন
এছাড়া, সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসি এলাকার এ বি এন ব্রিকস এবং চাপড়া এলাকার এইচ এম বি স্টার ব্রিকস নামক দুটি ইটভাটার চিমনি সম্পূর্ণরূপে ভেঙে কার্যক্রম বন্ধ করা হয় এবং প্রতিটিকে ৬ লক্ষ টাকা করে জরিমানা আদায় করা হয়। একই এলাকায় অবস্থিত মেসার্স এম এইচ এস ব্রিকস নামক ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অন্যদিকে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে আজ পঞ্চগড় জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে দুটি মামলায় চার হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় এবং ২১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। একইসঙ্গে বাজার ও দোকান মালিকদের সতর্কতামূলক বার্তা প্রদান এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া, যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন রোধে আজ ঢাকার লালবাগ এলাকায় পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।
বিজ্ঞাপন
শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুসারে আজ ঢাকার শ্যামলী এলাকা ও পঞ্চগড় জেলায় দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে চারটি মামলায় ১১ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয় এবং চারটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী ঢাকা মহানগরের আফতাবনগর, বসিলা, নারায়ণগঞ্জ, পঞ্চগড়, মুন্সীগঞ্জ ও সিরাজগঞ্জ জেলায় ৬টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১০টি মামলায় ২২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয় এবং নির্মাণ সামগ্রী তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।
এসএইচআর/এমজে