ঔষধ প্রশাসন অধিদপ্তরে জনবল নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি, ঘুষ বাণিজ্য এবং পরীক্ষার কেন্দ্রের ব্যয় দেখিয়ে ভুয়া বিল-ভাউচার তৈরি করে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১২ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এমন অভিযান পরিচালনা করা হয়েছে।

এ বিষয়ে দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো আকতারুল ইসলাম বলেন, দুদকের  এনফোর্সমেন্ট ইউনিট ঘুষ বাণিজ্য, অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করে। এরমধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরে নিয়োগ সংশ্লিষ্ট একটি অভিযোগ রয়েছে

দুদক জানায়,  ঔষধ প্রশাসন অধিদপ্তরে জনবল নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি, ঘুষ বাণিজ্য এবং পরীক্ষার কেন্দ্রের ব্যয় দেখিয়ে ভুয়া বিল-ভাউচার তৈরি করে অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত অভিযানকালে নিয়োগসংক্রান্ত কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগের বিষয়ে তথ্য ও নথি সংগ্রহ করা হয়। পাশাপাশি নিয়োগ পরীক্ষার খরচ সংক্রান্ত বরাদ্দ, প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার বিল-ভাউচারসহ অন্যান্য দলিল সংগ্রহ করা হয়। সংগৃহীত তথ্য বিশ্লেষণ শেষে এনফোর্সমেন্ট টিম বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করবে বলে জানা গেছে।

আরএম/এমটিআই