সংকটে উপকূলের ২২ শহর
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
ঢাকা ও আশপাশের এলাকায় অগ্নিসংযোগের ঘটনা বেশি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকা, সাভার ও গাজীপুরে আরও অন্তত ছয়টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার মধ্যরাত থেকে গতকাল বুধবার রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। এর মধ্যে গাজীপুরে সাত ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে আগুন দেওয়া হয়।
বিজ্ঞাপন
কালের কণ্ঠ
অর্থনীতি ও নির্বাচনের ওপর জাল টাকার কালো ছায়া
সীমান্তে সীমাহীন তল্লাশি ও নজরদারির মাঝেও ঢুকে যাচ্ছে জাল টাকা। এত নিখুঁত নোট সাধারণ মানুষ থেকে ব্যাংক কর্মকর্তাকেও বিভ্রান্ত করছে। অর্থনীতির স্থিতিশীলতা এবং নির্বাচন নিরাপত্তার জন্য এটি এখন শুধু আর্থিক নয়, রাজনৈতিক হুমকি হিসেবেও দেখা হচ্ছে।
অনুসন্ধানে দেখা গেছে, চক্রের মূল হোতা হাসান ও সহযোগী রাসেল ভারতের ভেতরে জাল নোট তৈরি করে বাংলাদেশে সরবরাহ করে।
যুগান্তর
সারা দেশে হাই অ্যালার্ট
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের তারিখ ঘোষণা হবে আজ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর। বিষয়টিকে কেন্দ্র করে উত্তপ্ত রাজধানী ঢাকাসহ সারা দেশ। এরই মধ্যে বেশ কয়েকটি স্থানে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুনে মৃত্যু হয়েছে ঘুমন্ত বাসচালকের। শিক্ষাপ্রতিষ্ঠান, নির্বাচন কমিশন এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসহ যত্রতত্র বিস্ফোরণ ঘটানো হচ্ছে ককটেল-বোমার।
প্রথম আলো
সংকটে উপকূলের ২২ শহর
রাজধানী ঢাকা সবচেয়ে বেশি অভিবাসনের চাপের মুখে পড়লেও উপকূলীয় অঞ্চলের উপজেলা সদরগুলোই অভিবাসীদের নতুন জীবন ও জীবিকার প্রথম গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। এসব অভিবাসীর কারণে দেশের উপকূলীয় নগরাঞ্চলে অতিরিক্ত জনচাপ সৃষ্টি হয়েছে। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা, বিশেষ করে টেকসই নগর অর্জনের পথে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এসব শহরের জন্য বাড়তি সংকট সৃষ্টি করছে।
যুগান্তর
লুটপাটের উদ্দেশ্যেই রেললাইন নির্মাণ
প্রায় ৬০ হাজার কোটি টাকা ব্যয়ে রেলের বিশেষ দুই প্রকল্প ‘ঢাকা-যশোর’ ও ‘দোহাজারী-কক্সবাজার’ রেলপথে দিনে সাতটি ট্রেন চলছে। এ দুটি রুটে বছরে আয় ১১৪ কোটি টাকা। আর ঋণ পরিশোধ করতে হচ্ছে ১৬৫০ কোটি টাকা। ব্যয়ের তুলনায় আয় একেবারেই তলানিতে।
প্রথম আলো
চট্টগ্রামে পানগাঁও ও লালদিয়া টার্মিনালও পরিচালনার দায়িত্ব পাচ্ছে বিদেশিরা
চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব ৩৩ বছরের জন্য বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। এই দায়িত্ব পাচ্ছে ডেনমার্কের এপিএম টার্মিনালস। আগামী সপ্তাহে প্রতিষ্ঠানটির সঙ্গে কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার চুক্তি হবে।
যুগান্তর
৩১ কোটি টাকার হাসপাতাল অলস পড়ে আছে
রংপুর নগরীতে ২০১৯ সালে স্থাপিত ১০০ শয্যার পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল চার বছর আগে নির্মাণকাজ শেষ হলেও জনবল সংকটে এখনো চালু করা যায়নি। এ নিয়ে একাধিকবার চিঠি চালাচালি হলেও এর নথিপত্র লালফিতায় বন্দি রয়েছে সচিবালয়ে। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৩১ কোটি ৪৮ লাখ ৯২ হাজার ৮০৯ টাকা। অথচ এর অবকাঠামো ও আসবাবপত্রগুলো অযত্ন অবহেলায় পড়ে নষ্ট হচ্ছে আর সেবা বঞ্চিত হচ্ছে এ অঞ্চলের শিশুরা।
বণিক বার্তা
দেশে ১১ মাসে প্রবেশ করেছে ১ লাখ ৩৬ হাজার নতুন রোহিঙ্গা
দেশে গত ১১ মাসে আরো ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত তারা বাংলাদেশে প্রবেশ করে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর গতকাল মাসিক এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
আজকের পত্রিকা
সুন্দরবন ভ্রমণ: ত্রুটিপূর্ণ নৌযানে সুরক্ষার ঘাটতি, ঝুঁকিতে পর্যটক
সুন্দরবনে শুরু হয়েছে পর্যটন মৌসুম। দেশ-বিদেশের পর্যটকেরা ভিড় জমাচ্ছে সুন্দরবনের বিভিন্ন অংশে। কিন্তু সম্প্রতি বাগেরহাটের মোংলায় ট্যুরিস্ট বোট উল্টে পর্যটকের মৃত্যুর ঘটনায় নৌযানগুলোর ফিটনেস ও সুরক্ষার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বন বিভাগ এবং প্রশাসনের বিরুদ্ধেও উদাসীনতার অভিযোগ সুন্দরবনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদের।
বণিক বার্তা
এবারো সঠিক সময়ে মাধ্যমিকের বই সরবরাহ নিয়ে অনিশ্চয়তা
বিগত কয়েক বছর ধরেই শিক্ষার্থীদের হাতে সঠিক সময়ে বই তুলে দিতে পারছে না সরকার। ২০২৫ শিক্ষাবর্ষের সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে কয়েকটি জেলায় এপ্রিল পর্যন্ত সময় লেগেছিল। ২০২৬ সালে যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে এবার অপেক্ষাকৃত আগেই পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য দরপত্র আহ্বান করা হয়। তবে এর পরও দরপত্র পরিবর্তনসহ বিভিন্ন জটিলতায় মাধ্যমিকের বই যথাসময়ে সরবরাহ নিয়ে সংশয় দেখা দিয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তথ্য অনুযায়ী কয়েকটি প্রেস ষষ্ঠ ও নবম শ্রেণীর বই ছাপানো শুরু করলেও সপ্তম ও অষ্টম শ্রেণীর বই ছাপানোর কাজ এখনো শুরুই হয়নি।
কালের কণ্ঠ
তরুণ ভোটারের ৩০% সিদ্ধান্তহীন
বাংলাদেশের ৩০ শতাংশ তরুণ এখনো সিদ্ধান্ত নিতে পারেননি, আসন্ন জাতীয় নির্বাচনে তাঁরা কোন রাজনৈতিক দলকে ভোট দেবেন। তবে ৯৭.২ শতাংশ তরুণ ভোট দিতে চান। আর ১৭.৭ শতাংশ তরুণ জানিয়েছেন, তাঁরা তাঁদের পছন্দের দলের নাম প্রকাশে অনিচ্ছুক। বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) পরিচালিত ‘ইয়ুথ ম্যাটারস সার্ভে ২০২৫’-এ এই তথ্য উঠে এসেছে।
সমকাল
কাজে আসছে বড় পরিবর্তন যুক্ত হচ্ছে তিন অধিদপ্তর
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগে ব্যাপক পরিবর্তন আসছে। এ বিভাগের অধীনে তিনটি অধিদপ্তর থাকবে। দপ্তরগুলোর মাধ্যমে সারাদেশের স্থানীয় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। এতদিন কাজটি বিচ্ছিন্নভাবে করে আসছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সড়ক ও জনপথ অধিদপ্তর, নগর উন্নয়ন অধিদপ্তরসহ কয়েকটি প্রতিষ্ঠান। কিন্তু তাদের জনবল কাঠামোয় কোনো প্রয়োজনীয় পরিকল্পনাবিদ না থাকায় পরিকল্পনা প্রণয়নের কাজ সঠিকভাবে করা যায়নি।
দেশ রূপান্তর
ব্রাশফায়ারের বার্তা ফাঁসে অস্বস্তিতে সিএমপি
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. হাসিব আজিজের ওয়্যারলেস বার্তা বারবার ফাঁস হওয়ায় বিপাকে পড়েছে নগর পুলিশ কর্র্তৃপক্ষ। সর্বশেষ গত মঙ্গলবার দুপুরে অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র এসএমজি দিয়ে ‘ব্রাশফায়ারে’ হত্যার নির্দেশ দেন কমিশনার। সিএমপির চার জোন, থানা ও টহল টিমের উদ্দেশ্যে প্রেরিত এ বার্তাটি কয়েক ঘণ্টার মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে। এর আগে আগস্ট মাসেও এমন একটি বার্তা ফাঁস হয়। একই ঘটনার পুনরাবৃত্তিতে পুলিশ বাহিনীর অভ্যন্তরে দেখা দিয়েছে গভীর অবিশ্বাস। অনেক সদস্য এখন সহকর্মীদের প্রতিই সন্দেহ করছেন।
কালবেলা
ভয় বাড়াচ্ছে ২২ কারিগর
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পকেন্দ্রিক আধিপত্য বিস্তার ও মাদক কারবার নিয়ন্ত্রণের সংঘাতে এক সময় ‘খই-মুড়ির’ মতো হাতবোমা বা ককটেলের বিস্ফোরণ ঘটাত দুপক্ষ। তবে ক্যাম্পের সেই হাতবোমা সাম্প্রতিক সময়ের রাজনৈতিক সহিংসতায় ব্যবহার হওয়ারও তথ্য মিলেছে। কালবেলার অনুসন্ধান ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো থেকে পাওয়া তথ্য বলছে, হাতবোমা তৈরিতে সক্রিয় ক্যাম্পকেন্দ্রিক অন্তত ২২ কারিগর। তারা ক্যাম্প ছাড়াও চাহিদা অনুযায়ী অস্থায়ী আস্তানায় গিয়ে ককটেল তৈরি করে সরবরাহ করছে। চলমান সহিংসতার মধ্যে এই কারিগরদের কদর আগের চেয়ে বেড়েছে। পাশাপাশি ক্যাম্পের বাইরে চাহিদা থাকায় এসব হাতবোমার দামও চড়েছে বেশ।
দেশ রূপান্তর
বিদেশি প্রতিষ্ঠান পাচ্ছে ৩০ বছরের ছাড়
চট্টগ্রাম বন্দরের আধুনিক লালদিয়া কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য ডেনমার্কভিত্তিক মায়ের্সক গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস বি ভির সঙ্গে ৩০ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্র্তৃপক্ষ। এই চুক্তির বিষয়টি গতকাল বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।