মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬
রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের মোট ১৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় ৩৫টি ককটেল এবং ৩২টি টিনের কৌটা উদ্ধার করা হয়।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ।
বিজ্ঞাপন
তিনি জানান, মোহাম্মদপুর থানার বিভিন্ন স্থানে অভিযানে প্রতারণা, চুরি, দস্যুতা, নাশকতা এবং বিভিন্ন পরোয়ানাভুক্ত আসামিদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে ডিএমপি অধ্যাদেশসহ সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- সুমন (২৩), নাঈম (২০), আনোয়ার (৫৭), মাসুদ মোল্লা (৩৩), রাসেল (৩০), রবিউল (১৯), সাগর (২৭), ইমন (২৪), লালচান বাদশা (২৪), আরাফাত হোসেন তুহিন (২১), জোবায়ের (২০), আনোয়ারুল ইসলাম (৪৪), একেএম সাঈদ (৪৮), রবিন (২৫), ইমরান (৩২) ও হাসান (২৮)।
বিজ্ঞাপন
ওসি জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরে অভিযান পরিচালনা করা হয়। সেখানে ৩৫টি ককটেল ও ৩২টি টিনের জোরদার কৌটা উদ্ধার করা হয়েছে। পরে ককটেলগুলো সিটিটিসির মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়।
এসএএ/জেডএস