রাজধানীর সূত্রাপুরে শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুন হত্যাকাণ্ডের পাঁচ দিন পর মামলা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) ডিএমপির সূত্রাপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহত মামুনের স্ত্রী বিলকিস আক্তার রীপা।

থানা পুলিশ জানায়, মামলায় অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, তারিক সাঈদ মামুন হত্যার ঘটনায় শনিবার তার স্ত্রী রীপা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত পরিচয়ের ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

এ হত্যার ঘটনায় ডিবি পাঁচজনকে গ্রেপ্তার করলেও মামলায় আসামি অজ্ঞাত কেন– জানতে চাইলে তিনি বলেন, আসামি ধরা পড়েছে অস্ত্র মামলায়। হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কে কি করেছে তা বের করবেন।

এর আগে গত সোমবার (১০ নভেম্বর) মামুন হত্যার পর দ্রুত সময়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হন পাঁচজন। তারা হলেন– মূল শুটার ফারুক ও রবিন, রুবেল, শামীম আহম্মেদ ও মো. ইউসুফ ওরফে জীবন। তাদের কাছ থেকে দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্র আইনে মোহাম্মদপুর থানায় হওয়া মামলায় গ্রেপ্তাররা ডিবি পুলিশের কাছে চার দিনের রিমান্ডে রয়েছেন।

এমএসি/এসএসএইচ