দায়িত্ব পালনে গাফিলতি
শরীয়তপুর-কিশোরগঞ্জের শিক্ষা কর্মকর্তাকে সতর্ক, দুই প্রতিষ্ঠানকে অব্যাহতি
শরীয়তপুর ও কিশোরগঞ্জের দুই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে সতর্ক করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতার ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের কারণে প্রতিযোগিতার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
একই ঘটনায় সংশ্লিষ্ট দুটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী এক বছরের জন্য জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৭ নভেম্বর) অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ থেকে এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকা মহানগরে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের সাঁতার প্রতিযোগিতায় অংশ নেওয়া শরিয়তপুরের পালং উচ্চ বিদ্যালয় ও কিশোরগঞ্জের নিকলি জি.সি. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী খেলোয়াড়রা প্রতিযোগিতার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করেন। এ কারণে গঠনতন্ত্র অনুযায়ী দুই বিদ্যালয়কে ২০২৬ সালের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা থেকে অব্যাহতি দেওয়া হয়।
বিজ্ঞাপন
এ ছাড়া, শিক্ষার্থীদের তদারকিতে যথাযথ দায়িত্ব পালন না করায় সংশ্লিষ্ট দুই উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকেও সতর্ক করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষকদেরও সতর্কতামূলক চিঠি দেওয়া হয়েছে।
আরএইচটি/এমজে