রাজধানীর মিরপুরের মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শাহ আলী থানা বলছে, দারুস সালাম থানা এলাকায় ঘটেছে এবং দারুস সালাম থানা বলছে— শাহ আলী থানা এলাকায় ঘটেছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আযম বলেন, আমাদের থানা এলাকায় কোনো ঘটনা ঘটেনি। তবে একজনকে আটক করে রাখা হয়েছে, সে বিষয়টি জানতে পেরেছি। এই ঘটনা দারুস সালাম থানা এলাকায় ঘটেছে। এখন পর্যন্ত কেউ আহতের খবর পাওয়া যায়নি।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন বলেন, এই ঘটনাটি ঘটেছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সামনে। এটি আমাদের থানা এলাকায় পড়েনি। একজন আটক আছে শুনতে পেরেছি।

এসএএ/এমজে