রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় গলায় ফাঁস দিয়ে শিলা খাতুন (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুড়িল ঘাটপাড় আমান হাউজিংয়ের একটি বাসায় এই ঘটনা ঘটে।

তিনি ওই হাউজিংয়ের একটি ফ্ল্যাটের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাড়িয়া এলাকায়। তিনি ওই এলাকার আনোয়ারের মেয়ে (মৃত)। তার স্বামীর নাম মিজানুর রহমান।

শিলার বোন সুমা জানান, পারিবারিক কলহের কারণে শিলা খাতুন মানসিকভাবে চাপে ছিলেন। সকালে পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত থাকায় শিলা নিজ কক্ষে গিয়ে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস নেন।

'আমরা দরজা বন্ধ দেখে অনেক ডাকাডাকি করি। কিন্তু কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঢুকে দেখি সে ফাঁস নিয়ে ফ‍্যানের সঙ্গে ঝুলছে। দ্রুত তাকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। পরে চিকিৎসক জানান আমার বোন আর বেঁচে নেই', বলেন সুমা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পেইন ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

এসএএ/জেডএস