সাশ্রয়ী মূল্যে আনসার ভিডিপির জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৭০৫০টি ১২ বোর শটগান কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, আনসার ভিডিপির জন্য প্রায় ১৭ হাজার ৫০টি ১২ বোর শটগান কিনতে হবে। এটা অনেক পুরোনো হয়ে গিয়েছিল। যেই দরে আমরা পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে। এটা আমরা অ্যাপ্রুভ করেছি।

আনসারদের শটগানের জন্য কত টাকা ব্যয় হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে আমি বলব যে এটা অত্যন্ত সাশ্রয়ী, আপনারা হয়তো নিজেরাই খুঁজে বের করতে পারবেন। আগের যে ক্রয় করেছে তার থেকে অত্যন্ত কম্পিটিটিভ।

নির্বাচনের আগেই নির্বাচনটাকে প্রায়োরিটি দিয়ে এটা করতে যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,  আনসার নির্বাচনের ব্যাপার না, শর্টগানের ব্যাপারটা আনসার শর্টগান ছিল না। মানে এটা করা হচ্ছে তাদের অনেক দিন শটগান দেওয়া হয়নি। আর যেই দামে কিনছে এই দামে আগেও অনেক ডিফিকাল্ট ছিল। এটা আজকে ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটিতে আসছে প্রিন্সিপাল অনুমোদন দেওয়া হয়েছে। পারচেজ কমিটিতে আসলে ডিটেলস জানা যাবে।

এদিকে বৈঠক সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে ১৭০৫০ পিস ১২ বোর শটগান সরাসরি পদ্ধতিতে ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার। প্রস্তাবক মন্ত্রণালয় সব বিধিবিধান অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএম/জেডএস