লিবিয়ান রেড ক্রিসেন্টের সেক্রেটারি জেনারেলের সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ
লিবিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জেনারেল মারায়ী আল-দারসির সঙ্গে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার সৌজন্য সাক্ষাৎ করেছেন।
স্থানীয় সময় সোমবার (১৭ নভেম্বর) সোসাইটির বেনগাজী এলাকায় সদর দপ্তরে এই সাক্ষাৎ হয়।
বিজ্ঞাপন
রাষ্ট্রদূত লিবিয়ায় বাংলাদেশি নাগরিকদের জন্য সোসাইটির দীর্ঘদিনের মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি অভিবাসীদের প্রাথমিক চিকিৎসা, সেবা ও মৌলিক প্রয়োজনীয়তা নিশ্চিতকরণে সোসাইটির দ্রুত ও কার্যকর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষত সম্প্রতি আল-খুমস ও জাওইয়া উপকূলে বাংলাদেশি ভিক্টিমদের উদ্ধার ও সহায়তার জন্য তিনি সোসাইটিকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত ভবিষ্যতেও বাংলাদেশি নাগরিকদের সহায়তায় সোসাইটির মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশিদের আইনগত সহায়তা, জরুরি উদ্ধার, চিকিৎসা সহায়তা এবং সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করার বিষয়ে সম্মত হন।
এনআই/এমজে