৮২% সরকারি কর্মচারী আয়কর থেকে মুক্ত
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
উপকূলে বিপর্যস্ত নারীর জীবন
ব্রাজিলের বেলেম শহরে চলছে কপ৩০ জলবায়ু সম্মেলন। জলবায়ুর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সবচেয়ে জরুরি প্রয়োজন আর্থিক ক্ষতিপূরণ। পাশাপাশি দরকার বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস নিঃসরণের লাগাম টেনে ধরা। কিন্তু এ দুটো বিষয় নিয়ে বিশ্বনেতারা এখনো একমত হতে পারেননি।
বিজ্ঞাপন
আজকের পত্রিকা
ট্রাইব্যুনালে সাজা: শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলে চিঠির প্রস্তুতি
জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সহায়তা চেয়ে ইন্টারপোলকে চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। চিঠিতে একই অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনতেও সহায়তা চাওয়া হবে।
কালের কণ্ঠ
বন্দর রক্ষায় উত্তাল হচ্ছে রাজপথ
চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল ও কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ায় সারা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তা চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে দ্রুত ছড়িয়ে পড়ে। বন্দর পরিচালনার ভার বিদেশিদের দেওয়ার প্রতিবাদে রাজপথে বিক্ষোভ-সমাবেশ চলছে। বন্দর রক্ষায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন শুরু করেছে সব শ্রমিক সংগঠনও।
আজকের পত্রিকা
ভোটের জন্য সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে দায়িত্ব দিতে সৎ, নিরপেক্ষ ও দক্ষ পুলিশ পরিদর্শক খুঁজছে পুলিশ সদর দপ্তর। এই উদ্দেশ্যে দেশের সব পুলিশ ইউনিটপ্রধানকে চিঠি পাঠিয়ে দ্রুত নাম জমা দিতে বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, ভোটের জন্য স্বচ্ছ ভাবমূর্তির কর্মকর্তাকে বাছাই করতে গিয়ে জটিলতা দেখা দিয়েছে। কারণ, আগের তিন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের এবার দায়িত্বে না রাখার সিদ্ধান্ত হয়েছে। তাই বিভিন্ন মহানগরের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার থানায় ওসি পদায়নের জন্য নতুন ও বিতর্কহীন, দক্ষ কর্মকর্তাদের মধ্য থেকে তালিকা তৈরি করা হচ্ছে।
কালের কণ্ঠ
ভোটের জোট নিয়ে জট
অন্তর্বর্তী সরকার আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে। সে অনুযায়ী আগামী মাসের (ডিসেম্বর) প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার আর অল্প সময় বাকি থাকলেও ভোটের জোট গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো জট লেগে গেছে। বর্তমানে আসন নিয়ে দলগুলোর মধ্যে চলছে শেষ মুহূর্তের দর-কষাকষি।
আজকের পত্রিকা
ভোটের মাঠে: বিএনপিতে দ্বন্দ্ব জামায়াতে স্বস্তি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পাবনার পাঁচটি আসনের সব কটিতে দলের সম্ভাব্য প্রার্থী বাছাই করেছে জামায়াতে ইসলামী। চারটিতে প্রাথমিক প্রার্থিতা চূড়ান্ত করেছে বিএনপি। তবে এর মধ্যে দুটিতে দলের সম্ভাব্য প্রার্থীকে মানতে নারাজ প্রার্থিতাবঞ্চিত নেতাদের অনুসারীরা। প্রার্থী বদল না হলে শেষ পর্যন্ত এই আসনগুলোতে বিদ্রোহীরা বিএনপির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারেন। জামায়াতে তেমন বিভেদ না থাকলেও পাবনা-৫ আসনে স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন দলের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহানের ছেলে নেছার আহমেদ নান্নু।
কালের কণ্ঠ
জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে দেশ
জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। ২০৪১ সাল থেকে পরের দশকগুলোতে বাংলাদেশের তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বেড়ে যেতে পারে। চলতি শতাব্দীর তাপমাত্রা বাড়তে পারে ৪.৫ ডিগ্রি পর্যন্ত। বাড়বে তাপপ্রবাহের তীব্রতাও।
তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধিতে বাড়বে ডেঙ্গু-ম্যালেরিয়া, শিশুর খর্বকায় হওয়াসহ নানা স্বাস্থ্যঝুঁকি।
বণিক বার্তা
সারা দেশে মোবাইল ফোন বিক্রি বন্ধ
রাজধানীসহ সারা দেশে হঠাৎ করেই মোবাইল ফোন বিক্রি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল দুপুরের পর থেকে ফোন বিক্রি বন্ধের ঘোষণা দেন তারা। ফলে নতুন হ্যান্ডসেট কেনা, পুরনো ফোন বদল ও সার্ভিসিং-সংক্রান্ত সব সেবা বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। ব্যবসায়ী সংগঠনের এক নেতাকে গভীর রাতে তুলে নেয়ার অভিযোগ এবং ১৬ ডিসেম্বর থেকে চালু হতে যাওয়া এনইআইআর নিবন্ধন ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তার কারণে বিক্রি বন্ধের এ সিদ্ধান্ত নেয় মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
সমকাল
দ্বিপক্ষীয় প্রধান ইস্যু নিয়ে আলোচনা
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে দ্বিপক্ষীয় প্রধান ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন তারা।
বুধবার বৈঠকের পর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) পর্যায়ের বৈঠকে অংশ নিতে ড. খলিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে ভারতে অবস্থান করছে।
বণিক বার্তা
অনূর্ধ্ব-৫ বছর বয়সী শিশুদের ৪১ শতাংশই জন্মনিবন্ধনের বাইরে
দেশে পাঁচ বছরের কম বয়সী ৪১ শতাংশ শিশুর জন্মনিবন্ধন নেই। এ বয়সী শিশুদের জন্মসনদ আছে ৪৭ শতাংশের। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের যৌথ জরিপের সর্বশেষ তথ্য বিশ্লেষণে দেখা গেছে, অনূর্ধ্ব-৫ বছর বয়সের শিশুদের জাতীয়ভাবে জন্মনিবন্ধনের হার বর্তমানে ৫৯ শতাংশ, যা ২০১৯ সালে ছিল ৫৬ শতাংশ। এক্ষেত্রে কিছুটা অগ্রগতি হলেও সংশ্লিষ্টরা বলছেন এ হার এখনো সর্বজনীন নিবন্ধনের লক্ষ্যের অনেক নিচে। টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে ২০৩০ সালের মধ্যে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে সরকারের।
দেশ রূপান্তর
খুশি করা আশ্রয়ণে ঝোপঝাড়
খুলনার ডুমুরিয়া উপজেলার সাজিয়ারা শেয়ারঘাটা খাল। খালটি ঘেঁষে নিচু জমিতে গড়ে তোলা হয়েছে আশ্রয়ণ প্রকল্প। নির্মিত হয়েছে ওপরে লাল ও সবুজ টিনের ছাউনি ও ইটের দেয়ালে সাদা রঙের দুই কামরার ৫৬টি ঘর। মুজিব শতবর্ষ উপলক্ষে ঘরগুলো উপহার দেওয়া হয়েছে ভূমিহীন ৫৬ পরিবারকে। কিন্তু এ আশ্রয়ণে মাত্র আটটি পরিবার ঘরের মধ্যে উঁচু মাচা তৈরি করে বসবাস করছে। বাকি ৪৮টি পরিবার ঘর ছেড়ে চলে গেছে অন্যত্র। উঁচু মাচায় বসবাস বা অন্যত্র না গিয়ে কী করবে? চলতি বছর বর্ষা মৌসুমে আশ্রয়ণের ঘরগুলো বুকসমান পানিতে ডুবে যায়। গত দুই-তিন মাসে জমে থাকা পানি কিছুটা কমেছে, কিন্তু এখনো হাঁটুসমান পানিতে নিমজ্জিত ঘরগুলো। চারদিকে পানি থইথই করছে, বসবাসের জন্য মোটেও উপযুক্ত পরিবেশ নেই।
সমকাল
শিক্ষক কর্মবিরতিতে স্থবির সাত কলেজের শিক্ষা কার্যক্রম
টানা তিন দিনের শিক্ষক কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষা কার্যক্রম। কর্মবিরতির তৃতীয় দিন আজ বৃহস্পতিবার। আগামী দুদিন সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে টানা পাঁচ দিন ক্লাস-পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম স্থবির থাকছে এ সাত কলেজে। আগামী রোববার থেকে শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণার শঙ্কা রয়েছে।
দেশ রূপান্তর
অনিশ্চয়তায় শাকসু ভোট
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে যে উৎসাহ-উদ্দীপনা ও রাজনৈতিক উত্তাপ থাকার কথা, তার বদলে এখন ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে আছে এক অস্বস্তিকর নীরবতা ও উদ্বেগ। ভোটের তারিখ পরিবর্তনকে কেন্দ্র করে সৃষ্ট জটিল পরিস্থিতি ছাত্র রাজনীতির গভীর সমীকরণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তফসিল ঘোষণার পরও শিক্ষার্থীদের মধ্যে ভোটের কোনো আমেজ নেই; বরং অনিশ্চয়তা ও অস্থিরতার দীর্ঘ ছায়া পড়েছে পুরো ক্যাম্পাসে।
সমকাল
এক দিনে সংসদ ও গণভোটের কর্মপরিকল্পনা চায় দলগুলো
একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে নির্বাচন কমিশনের (ইসি) কাছে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চায় বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো। পাশাপাশি একসঙ্গে দুই ভোট আয়োজন ও নির্বাচনী আচরণবিধির প্রয়োগে সাংবিধানিক সংস্থাটির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে দলগুলো।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ ও গণভোট এক দিনে অনুষ্ঠিত হবে বলে ইতোমধ্যে ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চলছে।
দেশ রূপান্তর
সাদা পোশাকে অভিযান চলছেই
অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সেক্রেটারি ও দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান মিজানুর রহমান সোহেলকে গত মঙ্গলবার গভীর রাতে নিজ বাসা থেকে আটক করে ডিএমপির সাদা পোশাকের একটি টিম। ওই সময় পুলিশ অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাতে পারেনি। পরিবারের লোকজন চ্যালেঞ্জ করলে পুলিশ ডিবির জ্যাকেট পরে তাকে মিন্টো রোডে নিয়ে যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে প্রায় ১০ ঘণ্টা পর ডিবির হেফাজত থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। একই ঘটনা ঘটেছে গত ৭ নভেম্বরেও।
যুগান্তর
৮২% সরকারি কর্মচারী আয়কর থেকে মুক্ত
শুধু মূল বেতন করযোগ্য হওয়ায় সরকারের ৮২ শতাংশ কর্মকর্তা-কর্মচারী আয়করের বাইরে রয়ে গেছেন। এমনকি একই কারণে বিসিএস ক্যাডারে নিয়োগের ৪ বছর পর্যন্ত আয়কর দিতে হয় না। পক্ষান্তরে বেসরকারি চাকরিজীবীদের কর্মজীবনের শুরু থেকে মোট বেতনের ওপর হিসাব কষে আয়কর দিতে হয়। সরকারের এই দ্বৈতনীতিকে বৈষম্য হিসাবে অভিহিত করছেন অর্থনীতিবিদরা।
সমকাল
দেশে ৭০ সালের মধ্যে হারিয়ে যাবে শীত
গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো না গেলে আগামী কয়েক দশকে বাংলাদেশের জলবায়ু নাটকীয়ভাবে পরিবর্তিত হতে পারে। ২০৪১ থেকে ২০৭০ সালের মধ্যে দেশের গড় তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
একটি গবেষণায় এমনটাই জানা গেছে। এই শতাব্দীর শেষে তাপমাত্রা দেড় থেকে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে বলে আশঙ্কা করা হয়েছে। এতে দেশের অর্থনীতি, কৃষি এবং মানুষের জীবনযাত্রায় বড় চাপ পড়তে পারে।
যুগান্তর
অগ্রগতিহীন প্রকল্পে ব্যয় বেড়েই যাচ্ছে
ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পটির ব্যয় বেড়েই যাচ্ছে। ১৭ হাজার কোটি টাকার এই প্রকল্প এখন স্থবির হয়ে আছে। কাজের অগ্রগতি নেই। সাড়ে ৪৫ কিলোমিটার জমি অধিগ্রহণে ৪ বছরে অগ্রগতি মাত্র ২১ শতাংশ। এ কারণে প্রকল্পের মেয়াদ আবারও বাড়বে। চলমান এই মহাসড়কে ২০৯ কিলোমিটার সংস্কারহীন খানাখন্দে মানুষের দুর্ভোগের শেষ নেই।
বিবিসি বাংলা
ঢাকার আদালতে ভারতের সখিনা বেগম, জামিন হয়নি শুনে অঝোরে কাঁদলেন মেয়ে
পুরান ঢাকার নিম্ন আদালত সংলগ্ন হাজতখানার সামনে তখন বেশ কিছু মানুষের ভিড়। সকলেই হাজতে থাকা আসামিদের স্বজন। অনেকে গেটের ফাঁক দিয়ে উকিঝুঁকি মেরে ভেতরে দেখার চেষ্টা করছিলেন।
গত ১০ই নভেম্বর সোমবার দুপুরে ঢাকার সিএমএম আদালতের হাজতখানার সামনে এমন চিত্রই দেখা যায়।