অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে আগামী ২২ থেকে ২৪ নভেম্বর বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করবেন। প্রধানমন্ত্রী টোবগের এই সফর বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে আরও সুসংহত করবে বলে মনে করছে ভুটান।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশটির প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে এমন অভিমত ব্যক্ত করেছে।

ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করবেন। সফরকালে প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধান উপদেষ্টা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ ছাড়া, প্রধানমন্ত্রী বাংলাদেশে বসবাসকারী ভুটানি সম্প্রদায়ের সঙ্গেও মতবিনিময় করবেন। 

এ সফর ভুটান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে আরও সুসংহত করবে এবং দুই দেশের পারস্পরিক স্বার্থে অংশীদারিত্ব ও সহযোগিতার নতুন দ্বার তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

এনআই/এমজে