বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, দেশজুড়ে আবহাওয়া থাকবে শুষ্ক
আগামী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগরের দক্ষিণ–পূর্ব অংশে লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনার রয়েছে। তবে এর মধ্যে সারাদেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে, যার বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পরে ঘনীভূতও হতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস সম্পর্কে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশের সঙ্গে দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা প্রথম তিন দিনে সামান্য কমবে এবং পরবর্তী দুই দিনে প্রায় অপরিবর্তিত থাকবে।
বিজ্ঞাপন
পূর্বাভাস অনুযায়ী, ২২, ২৩, ২৪ ও ২৫ নভেম্বরও সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময়ে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমবে। ২৪ ও ২৫ নভেম্বর শুষ্ক আবহাওয়ার পাশাপাশি তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আরএইচটি/এমজে