নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে যোগ্য নার্স পদায়নের দাবি
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে নার্সদের জন্য সৃজনকৃত সকল পদে জ্যেষ্ঠ, অভিজ্ঞ ও যোগ্য নার্স কর্মকর্তা পদায়নের দাবি জানিয়েছে নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব)।
আজ (শুক্রবার) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
বক্তব্যে সংগঠনের সভাপতি জাহানারা সিদ্দিকী বলেন, সম্প্রতি অন্তবর্তী সরকার নার্সিং অধিদপ্তর একীভূত করার চিন্তাভাবনা করলেও এ বিষয়ে এখনো কোনো আদেশ বা প্রজ্ঞাপন জারি করা হয়নি। তবে এরই মধ্যে নার্সদের কিছু নামধারী আওয়ামীপন্থি নার্স নেতা, ফ্যাসিস্ট সরকারের দোসর, চাঁদাবাজ, বর্তমান আওয়ামীপন্থি প্রশাসনের মদতে আগামী ২২ নভেম্বর, প্রেসক্লাবের সামনে নার্সদের মহাসম্মেলন ডেকেছে।
এ চক্র গত বছরের অক্টোবরে সংস্কারের নামে একমাস রোগীদের কষ্ট দিয়ে রাস্তায় বিক্ষোভ-মিছিল করে জনগণের কাছে নার্সিং পেশার ভাবমূর্তি ক্ষুন্ন করে। তথাকথিত আওয়ামীপন্থি নার্স নেতা আসাদুজ্জামান জুয়েল ও শরীফুল ইসলাম গং বদলি, নিয়োগ, পদায়ন, পদোন্নতি এবং বিভিন্ন মামলা মোকাবিলা করার নামে সাধারণ নার্সদের কাছ থেকে বিভিন্ন ধাপে কোটি-কোটি টাকা হাতিয়ে নিয়েছে ও এখনো নিচ্ছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, গত বছরের অক্টোবরে নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক পদসমূহে যোগ্য নার্সদের পদায়নের জন্য ১ দফা দাবিতে চক্রটি আন্দোলন করলেও বর্তমানে সেই দাবি বাদ দিয়ে প্রশাসন ক্যাডার সার্ভিস থেকে পদায়ন প্রাপ্ত মহাপরিচালককে বহাল রাখার চেষ্টায় তৎপর এবং স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের বিরুদ্ধে সোচ্চার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।আমরা এই দ্বৈত নীতি ও বৈষম্যের পক্ষে নই।
বক্তব্যে আরও বলা হয়, আমাদের দাবি, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে নার্সদের জন্য সৃজনকৃত সকল পদে জ্যেষ্ঠ, অভিজ্ঞ ও যোগ্য নার্স কর্মকর্তা পদায়ন করা হোক। ১৯৭৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত নার্স কর্মকর্তারাই নার্সিং শিক্ষা, প্রশাসন ও নার্সিং সেবা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচলিত করেন। কিন্তু ২০১৬ সাল থেকে প্রশাসন ক্যাডার থেকে মহাপরিচালক ও পরিচালক নিয়োগ হওয়ার পর থেকে নার্সরা বদলি, পদোন্নতি, নার্স নিয়োগ ও উচ্চ শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে অবর্ণনীয় হয়রানির শিকার হয়ে আসছে।
ওএফএ/এনএফ