প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

১৩৫ বছরের অন্নদা গোবিন্দ লাইব্রেরি: ৩৮ হাজার বই, কিন্তু পাঠক কই?

রাজশেখর বসুর প্রবন্ধের বই ‘চলচ্চিন্তা’ কলকাতা থেকে প্রথম প্রকাশ হয় ১৯ শতকে। দাম ছিল তিন টাকা। বইয়ের মুখবন্ধে তিনি লিখেছিলেন—বাঙালি পাঠক আজকাল গল্প-কবিতা ছাড়া অন্য বিষয়ও পড়ছেন। সেই ‘চলচ্চিন্তা’র একটি কপি সযত্নে রাখা আছে পাবনা শহরের অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিতে।

সমকাল

ডিবি হেফাজতে কিবরিয়া হত্যা মামলায় সন্দেহভাজনের মৃত্যু

রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় আটক মোক্তার হোসেন (৪০) ডিবি হেফাজতে মারা গেছেন। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, সকাল ১০টার দিকে খাবার খাওয়ার জন্য মোক্তারকে ডাকাডাকি করা হয়। কোনো সাড়াশব্দ না পাওয়ায় পুলিশ সদস্যরা দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

বণিক বার্তা

ঝুঁকিতে ঢাকার মেগা প্রকল্পসহ নদীতীরের শিল্প-কারখানা ও সুউচ্চ আবাসিক ভবন

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ভূমিকম্প অনুভূত হচ্ছে। দোহার, মানিকগঞ্জ ও নরসিংদীতে ভূমিকম্পের উৎপত্তিস্থল শনাক্ত হওয়ায় বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন—বড় ধরনের ভূকম্পনের মুখোমুখি হতে পারে এ অঞ্চল। তাদের মতে, শীতলক্ষ্যা বেসিন বা অববাহিকায় থাকা শিল্পাঞ্চল, আবাসন ও অবকাঠামো মূলত জলাভূমি ভরাট করে গড়ে উঠেছে। এ ধরনের ভূমি ধসের উচ্চঝুঁকিতে থাকে। ভূমিকম্প হলে শুধু ঢাকার ভেতরের মেগা প্রকল্পই নয়, শীতলক্ষ্যার তীরে থাকা বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা, বেসরকারি শিল্প-কারখানা ও ঘনবসতিপূর্ণ আবাসনগুলো তুলনামূলকভাবে বেশি ক্ষতির মুখে পড়বে। একটি মাঝারি মাত্রার ভূকম্পনও এ অঞ্চলে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

সমকাল

কেন্দ্রস্থল হয়ে উঠছে ঢাকার চারপাশ

যেসব এলাকায় গভীর ভূচ্যুতি থাকে, সেখানে দুইশ-আড়াইশ বছর পরপর মাঝারি বা বড় ভূমিকম্প আসতে পারে। সেই সময়চক্রের ভেতর ঢুকে গেছে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র গত ৪৮৫ বছরের ভূমিকম্প তালিকাভুক্ত করে দেখিয়েছে– ঢাকা ও আশপাশে ঐতিহাসিকভাবে মাত্র ছয়টি ভূমিকম্প হলেও গত ১২ বছরে সংখ্যাটা দশে দাঁড়িয়েছে। কেন্দ্রস্থলও বদলে গেছে। আগে সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজারে বেশি ছিল। এখন মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, দোহার ও নরসিংদীর দিকে সরে এসেছে।

বণিক বার্তা

ঢাকার ৯০ শতাংশ পুরনো ভবনই বিল্ডিং কোড মানেনি —পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘রাজধানীর পুরনো ভবনগুলোর প্রায় ৯০ শতাংশই ইমারত নির্মাণ বিধিমালা বা বিল্ডিং কোড না মেনে তৈরি করা হয়েছে। এ অনিয়মের কারণে ঢাকা, বিশেষ করে পুরান ঢাকা ভূমিকম্পে ভয়াবহ ঝুঁকির মুখে রয়েছে।’

সমকাল

গ্রামাঞ্চলে বাড়ছে ডায়াবেটিস, অপুষ্টি, কোমর ব্যথার রোগী

দেশের গ্রামাঞ্চলে ডায়াবেটিস, অপুষ্টিজনিত দুর্বলতা ও কোমর ব্যথার রোগী বাড়ছে। গ্রামীণ স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে এই তিন ধরনের জটিলতা নিয়ে রোগী বেশি আসে। বেসরকারি সংস্থা হিউম্যান সেফটি ফাউন্ডেশনের (এইচএসএফ) জরিপে উঠে এসেছে এ চিত্র।

২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত পাঁচ জেলায় এইচএসএফের মাধ্যমে চিকিৎসা নেওয়া ৬৮ হাজার ১৫৭ রোগীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে এই জরিপে। ১২টি রোগের তালিকা বিশ্লেষণে দেখা যায়– শারীরিক দুর্বলতা, কোমর ব্যথা ও ডায়াবেটিসে আক্রান্ত ৫৯ শতাংশ।

দেশ রূপান্তর

চাঁদাবাজি রুখতে তাৎক্ষণিক সাজা

পটপরিবর্তনের পরই ঢাকাসহ সারা দেশে চাঁদাবাজির ঘটনা ঘটেছে দেদার; এখনো তা অব্যাহত আছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তারা অস্বস্তিতে পড়েছেন। সরকার চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে। নির্দেশনা পেয়ে পুলিশ কঠোর হয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে পুলিশ সদর দপ্তর সব ইউনিটের প্রধানদের বার্তা দিয়েছে, চাঁদা আদায়কালে ধরা পড়লে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক সাজা দিতে পারবে।

কালের কণ্ঠ

লবণাক্ততা বাড়ছে উপকূলের জমিতে

বাংলাদেশের দক্ষিণ উপকূলের মাটিতে ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে অদৃশ্য শত্রু ‘লবণাক্ততা’। ২০১০ সালের জরিপে দেখা গিয়েছিল, উপকূলীয় এলাকার প্রায় ১০ লাখ ৫৬ হাজার হেক্টর জমি লবণের কারণে ক্ষতিগ্রস্ত। কিন্তু ১৫ বছর পর পরিস্থিতি আরো ভয়ংকর রূপ নিয়েছে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট জানিয়েছে, এখন ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৬০ হাজার হেক্টরে—আগের তুলনায় এক লাখ হেক্টরেরও বেশি।

আজকের পত্রিকা

যমুনা অয়েল: তেলের ট্যাংক ভরে রেখে হিসাবের খাতায় কম

নারায়ণগঞ্জের ফতুল্লার সরকারি ডিপো (যমুনা অয়েল) থেকে পৌনে চার লাখ লিটার ডিজেল গায়েবের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ওই ডিপোর ২২ ও ২৩ নম্বর ট্যাংক রি-ক্যালিব্রেশন (পুনঃপরিমাপ) প্রতিবেদনে। সংশ্লিষ্টদের দেওয়া তথ্যমতে, বছরের পর বছর ধরে ডিজেল চুরির অন্যতম প্রধান হাতিয়ার ছিল ভুল, অসম্পূর্ণ ও ইচ্ছাকৃতভাবে কমানো ক্যালিব্রেশন শিট। ট্যাংকে যত পরিমাণ তেল ঢালা হতো, হিসাবের খাতায় তার চেয়ে কম দেখানোই ছিল চক্রের নিয়মিত কৌশল।

কালের কণ্ঠ

রোহিঙ্গা ক্যাম্পে ৮ বছরে ২৯১ খুন, ৪ হাজার মামলা

রোহিঙ্গা ক্যাম্পে খুনাখুনি, ডাকাতি, অপহরণ, মাদক পাচারসহ নানা অপরাধ চলছেই। রাত-দিন হানাহানি লেগেই রয়েছে। এমনকি ক্যাম্প ছাড়িয়ে সীমান্তবর্তী কক্সবাজারের উখিয়া-টেকনাফেও ছড়িয়ে পড়েছে রোহিঙ্গাদের অপরাধমূলক কর্মকাণ্ড।

গত বৃহস্পতিবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নুরুল ইসলামের বাড়িতে হামলা চালায় প্রায় ৩০ সদস্যের একদল রোহিঙ্গা সন্ত্রাসী।

আজকের পত্রিকা

জাতীয় সংসদ নির্বাচন: প্রতীকে তালা, ডিগবাজির পথ খোলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) যে সংশোধনী এনেছে, তাতে জোট করলে রাজনৈতিক দলগুলোকে নিজ নিজ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এতে জোটভুক্ত অন্য দলের প্রতীকে ভোট করার সুযোগে ‘তালা’ পড়েছে। ডিগবাজি দিয়ে এক দল থেকে অন্য দলে গিয়ে ভোট করার পথ আগের মতোই খোলা রেখেছে ইসি।

কালবেলা

স্বপ্ন ৩৯ হাজারের, বাস্তবে চলে ৮ হাজার গাড়ি

বন্দরনগরী চট্টগ্রামের যানজট নিরসনে ২০১৭ সালে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প হাতে নেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত সাড়ে ১৫ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের নির্মাণ ব্যয় তখন ধরা হয় তিন হাজার ২৫০ কোটি টাকা। বাস্তবায়নের মেয়াদ নির্ধারণ হয় ৩ বছর। প্রকল্পের কাজ শুরু হওয়ার আগে সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ২০২৫ সালে প্রতিদিন গড়ে চলাচল করবে ৩৯ হাজার ৩৮৮টি গাড়ি। সেই ১৭ সাল পেরিয়ে ২৫ সাল এসেছে ঠিকই, তবে প্রকল্প এগোয়নি ঠিকঠাক। প্রতিদিন ‘প্রত্যাশিত’ ৩৯ হাজার গাড়ির বদলে গড়ে চলছে মাত্র ৮ হাজারের একটু বেশি, যা সম্ভাব্যতা যাছাইয়ের তুলনায় মাত্র ২০ দশমিক ৬১ শতাংশ। এর মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে ৯০ শতাংশ। কিন্তু ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩১৫ কোটি টাকা। আর প্রকল্পের মেয়াদ তিন দফায় বাড়িয়ে করা হয়েছে ২০২৬ সালের জুন পর্যন্ত।

প্রথম আলো

বিদেশ সফর সরকার বলছে কমাতে, আইসিটি বিভাগ চলছে উল্টোপথে

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের হিসাবরক্ষণ কর্মকর্তা রেজওয়ান আলী সরকারি সফরে গেলেন মালয়েশিয়ায়। এই সফরের সঙ্গে তাঁর বর্তমান দায়িত্বের কোনো সম্পর্ক নেই, এটা তিনি নিজেও মানেন। তবে পূর্ব অভিজ্ঞতা দেখিয়ে কর্তৃপক্ষ প্রকল্পের খরচে তাঁকে বিদেশ সফরের এই দলে রাখে বলে জানান তিনি।

যুগান্তর

করোনা প্রকল্পের ঋণের বোঝা জনগণের ঘাড়ে

করোনা থেকে দেশের মানুষের জীবন রক্ষায় ২০২০ সালে নেওয়া প্রকল্পের বড় অঙ্কের ঋণের বোঝা এখন জনগণের ঘাড়ে। প্রকল্পটি শেষ হলেও লক্ষ্য পূরণে আসেনি সফলতা। এটি ছিল বিশ্বব্যাংক ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেসমেন্ট ব্যাংকের (এআইআইবি) ঋণের অর্থে। এই প্রকল্পের অধীনে দেশের ৫০ জেলার সরকারি হাসপাতালে আইসিইউ স্থাপনের কথা ছিল। বাস্তবে মাত্র ১৩ জেলায় নামমাত্র আইসিইউ বসানো হয়। যেখানে নেই দক্ষ জনবল।

বিবিসি বাংলা

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যত এবং আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বোচ্চ সাজাপ্রাপ্ত হওয়ার পর তিনি এখন আর বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবেন কি-না, সেই প্রশ্নও উঠতে দেখা যাচ্ছে।