গোলাপ গ্রাম এখন ‘মরুভূমি’
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
৪০টির বেশি আসনে অসন্তোষ, কীভাবে সামলাবে বিএনপি
প্রার্থী ঘোষণার পর থেকেই বিএনপির মনোনয়নবঞ্চিতদের ক্ষোভ-বিক্ষোভ, কর্মীদের মধ্যে বিভাজন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। ৪০টির বেশি আসনে প্রার্থিতা নিয়ে অসন্তোষ চরমে পৌঁছেছে। এর জেরে বিক্ষোভ, মিছিল, সড়ক অবরোধের মতো কর্মসূচি চলছে। গতকাল শনিবারও অন্তত আটটি আসনে বিক্ষোভ হয়েছে।
বিজ্ঞাপন
আজকের পত্রিকা
চাঁপাইনবাবগঞ্জ: ৬০ মিটার সেতুর কারণে ১০ কিলোমিটার পাড়ি
সাড়ে ৭ কোটি টাকার প্রকল্প। নির্ধারিত সময় পার হলেও সেতু নির্মাণকাজে অগ্রগতি নেই এক ইঞ্চিও। ফলে নতুন করে বাড়ানো সময়েও কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। জমি অধিগ্রহণ জটিলতা আর এলজিইডির ঢিলেমির কারণে ভুক্তভোগী স্থানীয় লোকজন। মাত্র ৬০ সেতুর কারণে তিনটি ইউনিয়নের হাজারো মানুষকে প্রতিদিন ঘুরতে হচ্ছে বাড়তি ১০ কিলোমিটার সড়ক।
বণিক বার্তা
বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকিতে ৩৪৪ বিলিয়ন ডলারের সম্পদ
দীর্ঘদিন ধরেই দেশে বড় মাত্রার ভূমিকম্পের শঙ্কার কথা বলে আসছেন বিশেষজ্ঞরা। যদিও সে ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি নেই বললেই চলে। শুক্রবার সকালে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে তীব্র ভূমিকম্প প্রত্যক্ষ করেছে বাংলাদেশ। ৫ দশমিক ৭ মাত্রার এ ভূমিকম্পকে ‘ভবিষ্যতের বড় ভূমিকম্পের সতর্কবার্তা’ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। গতকালও তিনদফা ভূমিকম্পে কেঁপেছে দেশ। বড় মাত্রার ভূমিকম্প হলে দেশে ৩৪৪ বিলিয়ন ডলারের সমপরিমাণ সম্পদ ক্ষতির মুখে পড়তে পারে বলে আন্তর্জাতিক এক গবেষণায় উঠে এসেছে। সারা দেশে ঝুঁকির মুখে থাকা ভবন প্রতিস্থাপনে ব্যয় হতে পারে ৩৫৬ বিলিয়ন ডলার, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৭৭ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, ঝুঁকিতে থাকা ভবন খুঁজে বের করে প্রতিরোধমূলক ব্যবস্থা না নেয়া হলে বড় ধরনের মানবিক ও আর্থিক ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে পারে বাংলাদেশ।
যুগান্তর
ঢাকা ঘিরেই বিপদের শঙ্কা
শুক্রবারের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর শনিবার সকাল ও সন্ধ্যায় আরও তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে ঢাকা ও এর আশপাশের এলাকায়। প্রায় ৩২ ঘণ্টার ব্যবধানে চারবার ভূমিকম্প হয়েছে। এদিন তিনটি ভূমিকম্পের মধ্যে একটির উৎপত্তিস্থল নরসিংদী। বাকি দুটির উৎপত্তিস্থল খোদ রাজধানী ঢাকার বাড্ডায়। এসব ‘আফটার শক’ বড় ভূমিকম্পের লক্ষণ হতে পারে। যুগান্তরকে এমনটিই জানিয়েছেন কয়েকজন বিশেষজ্ঞ।
বণিক বার্তা
কৃষি শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নেই বাংলাদেশে
দেশের শ্রমশক্তির প্রায় ৪৫ শতাংশ কৃষি খাতের সঙ্গে যুক্ত। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও এ খাতের শ্রমিকদের জন্য গঠিত হয়নি ন্যূনতম মজুরি কাঠামো। প্রতিবেশী দেশ ভারত ও চীনের বিভিন্ন রাজ্যে ন্যূনতম মজুরি কাঠামো রয়েছে। আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারেও কৃষি শ্রমিকদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করা হয়েছে। এছাড়া ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, শ্রীলংকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো দেশগুলোয়ও কৃষি শ্রমিকদের জন্য রয়েছে ন্যূনতম মজুরি কাঠামো।
যুগান্তর
বাস্তব অভিজ্ঞতা নিতে ‘মক ভোটিং’ করবে ইসি
জাতীয় সংসদ নির্বাচনে মাঠের বাস্তব অভিজ্ঞতা নিতে ‘মক ভোটিং’-এর আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সত্যিকারের নির্বাচনের মতোই ভোটগ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট ও ভোটার সবই থাকবে এই মক ভোটিংয়ে। নিয়ম অনুযায়ী ভোটাররা লাইন ধরে ভোটও দেবেন। শুধু থাকবে না রাজনৈতিক দল বা প্রার্থীর নাম ও প্রতীক। আগামী সপ্তাহে এই মক ভোটিং আয়োজনের কথা রয়েছে। রাজধানী ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ের কাছাকাছি কোনো এক শিক্ষাপ্রতিষ্ঠানে এটি অনুষ্ঠিত হবে। নির্বাচনের নিয়ম অনুযায়ী, ভোটগ্রহণ থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত সব আনুষ্ঠানিকতা থাকবে মক ভোটিংয়ে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সমকাল
ছাত্র উপদেষ্টারা চান বিএনপির সঙ্গে যেতে, দোটানায় এনসিপি
ছাত্র উপদেষ্টারা চান এনসিপি আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে জোট করুক। তবে এনসিপির শীর্ষ নেতৃত্বসহ অধিকাংশ নেতা এর জন্য অন্তত ২০টি আসন, নির্বাচনের মাঠে সাংগঠনিক সহায়তা এবং দলের বিদ্রোহী প্রার্থী না থাকার নিশ্চয়তা চান। এই নিশ্চয়তা না পেলে তারা বিএনপির সঙ্গে জোট করতে রাজি নন। বিকল্প হিসেবে তারা জামায়াতের সঙ্গে বিএনপিবিরোধী বৃহত্তর নির্বাচনী সমঝোতায় যেতে চান। ফলে দোটানায় পড়েছে জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতাদের গঠিত এনসিপি।
কালের কণ্ঠ
মৃত্যুকূপে বসবাস পুরান ঢাকার বাসিন্দাদের
‘আমরা আতঙ্ক নিয়ে পুরান ঢাকায় বাস করি। যখন কোনো ঘটনা ঘটে, তখন সরকারের কাছ থেকে আশ্বাস পাওয়া যায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বাস্তবে কার্যকর পদক্ষেপ বা পরিবর্তন আজও দেখা যায়নি।’
শুক্রবার প্রচণ্ড ঝাঁকুনি দেওয়া ভূমিকম্পের ঘটনায় কালের কণ্ঠের কাছে এমন মন্তব্য করেন পুরান ঢাকার আরমানিটোলার বাসিন্দা আবদুর রহিম।
প্রথম আলো
বিটিআরসি কি ফরমাশ তামিলের কমিশন হবে
ধরা যাক, জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ লাইসেন্সের আবেদন এসেছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) কাছে। এই আবেদন মন্ত্রণালয়ের মাধ্যমে পাঁচ মন্ত্রী নিয়ে গঠিত কমিটির কাছে পাঠাবে বিটিআরসি। মন্ত্রীরা সিদ্ধান্ত নেবেন, এই লাইসেন্স কে পাবে, কতটি পাবে। বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় আগে হয়তো এক মন্ত্রীর প্রভাব প্রাধান্য পেত। নতুন আইন বাস্তবায়ন হলে সেখানে আরও চার মন্ত্রীর প্রভাব খাটানোর সুযোগ তৈরি হবে। বিটিআরসির কাজ হবে, সেই কমিটির ফরমাশ কার্যকর করা।
সমকাল
৩১ ঘণ্টায় চারবার ভূমিকম্প, বড় বিপর্যয়ের শঙ্কা
গত শুক্রবারের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের বড় ঝাঁকুনির ভীতি এখনও গেঁথে আছে মানুষের মনে। ওই দুলুনির রেশ না কাটতেই গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরও তিনবার কেঁপেছে দেশের বিভিন্ন এলাকা। আগের দিন ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। আর শনিবার সকালের কম্পনের উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ; সন্ধ্যায় দুবারের একটি রাজধানীর বাড্ডা, আরেকটি নরসিংদীতেই। সব মিলিয়ে সাড়ে ৩১ ঘণ্টার ব্যবধানে দেশে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে।
প্রথম আলো
ভূমিকম্পে ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে
ভূমিকম্পে রাজধানী শহর ঢাকার বড় বিপদের ঝুঁকি আরও স্পষ্ট হচ্ছে। ভূমিকম্পের উৎপত্তিস্থলের নৈকট্য, অপরিকল্পিত নগরায়ণ ও প্রাণহানির ঝুঁকিকে বিবেচনায় নিয়ে এমন মত দিয়েছেন ভূমিকম্পবিশেষজ্ঞরা।
গত শুক্র ও গতকাল শনিবার প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে চারটি ভূমিকম্পের ঘটনা এমন ঝুঁকির বিষয়টি সামনে এনেছে। এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
কালের কণ্ঠ
চট্টগ্রাম বিভাগে ১৪ মাসে ৭৮৫ হত্যা মামলা
মাদক বিক্রি, আধিপত্য বিস্তার, গোষ্ঠীদ্বন্দ্ব, পূর্বশত্রুতার জের, রাজনৈতিক ঘটনা, জায়গাজমি নিয়ে বিরোধসহ পারিবারিক কলহে চট্টগ্রাম বিভাগে একের পর এক হত্যার ঘটনা ঘটে চলেছে। চট্টগ্রাম মহানগরীসহ চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় গত বছর সেপ্টেম্বর থেকে চলতি বছর অক্টোবর পর্যন্ত ১৪ মাসে ৭৮৫টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম নগরীতেই হয়েছে ৮২টি হত্যা মামলা। একই সময়ে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন থানায় ৭০৩টি হত্যা মামলা হয়েছে।
দেশ রূপান্তর
সন্দেহে ১৭ কর্মকর্তা-কর্মচারী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউজ ফের মেরামতের তোড়জোড় শুরু হয়েছে। ভবনটি না ভেঙে শুধু শেড দিয়ে তৈরির পরিকল্পনা নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষ (বেবিচক)। অগ্নিকাণ্ডের সময় আগ্নেয়াস্ত্রসহ নানা সরঞ্জাম লুটের অভিযোগে এখনো তোলপাড় চলছে। আগুন লাগার সময় দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থার ১৭ জন কর্মকর্তা-কর্মচারীকে সন্দেহের তালিকায় রেখেছেন গোয়েন্দারা। তাদের পূর্ণাঙ্গ প্রোফাইলও সংগ্রহ করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই তদন্ত সংস্থাগুলো তাদের জিজ্ঞাসাবাদ করবে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
আজকের পত্রিকা
শিক্ষাপ্রতিষ্ঠানের অতি ঝুঁকিপূর্ণ ৪৪ ভবন: ঝুঁকিতে হাজারো শিক্ষার্থীর জীবন
রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৪টি ‘অতি ঝুঁকিপূর্ণ’ ভবন ৭ দিনের মধ্যে খালি করে সিলগালা কিংবা ভেঙে ফেলতে দেড় বছর আগে নির্দেশ দিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। রাজউকের সুপারিশের ভিত্তিতে জারি করা নির্দেশনাটি এখনো শুধু কাগজেই রয়ে গেছে। এতে হাজারো শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীর জীবন ঝুঁকিতে পড়েছে—বলছেন বিশেষজ্ঞরা।
কালবেলা
গোলাপ গ্রাম এখন ‘মরুভূমি’
ঢাকার অদূরে সাভারের ফুলের রাজ্য হিসেবে পরিচিত গোলাপ গ্রাম এখন তার খ্যাতি হারানোর পথে। গ্রামটির নানা রঙের গোলাপের সুবাস বিলীন হচ্ছে এক আবাসন কোম্পানির আগ্রাসনে। ‘লেক আইল্যান্ড ঢাকা’ নামে আবাসন কোম্পানি ধীরে ধীরে গ্রাস করছে গোলাপ গ্রামের বাগান, সরকারি খাসজমি, এমনকি নদী-জলাশয়ও।
একের পর এক গোলাপের বাগান কেটে সেখানে তৈরি হচ্ছে প্লট, উঠছে সাইনবোর্ড, চলছে হরিণ পালনের মতো বেআইনি কার্যক্রম। নলকূপ উপড়ে ফেলায় পানির অভাবে শুকিয়ে মরছে ফুলের চারা, বন্ধ হচ্ছে জীবিকা। এতে গোলাপ চাষের সঙ্গে জড়িত প্রায় দুই হাজার চাষি পেশা বদলে অন্য পথে পা বাড়াতে বাধ্য হচ্ছেন।
আজকের পত্রিকা
হাসিনা ও ১৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৩ ও ৭ ডিসেম্বর
আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম, খুনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া দুটি পৃথক মামলায় শেখ হাসিনা ও সেনাবাহিনীর ১৩ কর্মকর্তাসহ অন্য অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৩ ও ৭ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
দেশ রূপান্তর
সন্দেহে ১৭ কর্মকর্তা-কর্মচারী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউজ ফের মেরামতের তোড়জোড় শুরু হয়েছে। ভবনটি না ভেঙে শুধু শেড দিয়ে তৈরির পরিকল্পনা নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষ (বেবিচক)। অগ্নিকাণ্ডের সময় আগ্নেয়াস্ত্রসহ নানা সরঞ্জাম লুটের অভিযোগে এখনো তোলপাড় চলছে। আগুন লাগার সময় দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থার ১৭ জন কর্মকর্তা-কর্মচারীকে সন্দেহের তালিকায় রেখেছেন গোয়েন্দারা। তাদের পূর্ণাঙ্গ প্রোফাইলও সংগ্রহ করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই তদন্ত সংস্থাগুলো তাদের জিজ্ঞাসাবাদ করবে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
আজকের পত্রিকা
খুলনায় দেড় বছরে ৯৫ খুন
আবারও অশান্ত জনপদে পরিণত হয়েছে খুলনা। ১৯৯৯-২০০৬ সাল পর্যন্ত এ অঞ্চলে চরমপন্থী সংগঠনগুলো বহু ভাগে বিভক্ত হয়ে একে অপরের ওপর খুনোখুনিতে লিপ্ত হয়। খুলনার শীর্ষ সন্ত্রাসী এরশাদ শিকদারের সাম্রাজ্যের পতনের পর পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল) ভেঙে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল জনযুদ্ধ) বিপ্লবী কমিউনিস্ট পার্টি ভেঙে নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টিসহ একাধিক চরমপন্থী সংগঠন আত্মপ্রকাশ করে। ওই সময় দলীয় আধিপত্য ও চাঁদাবাজির ঘটনা নিয়ে প্রতিদিন একাধিক হত্যাকাণ্ড সংঘটিত হতো। সন্ত্রাসীদের গুলি, বোমা হামলায় রাজনৈতিক নেতা, সাংবাদিক, ব্যবসায়ীরা হত্যাকাণ্ডের শিকার হয়। পরে র্যাব, পুলিশ, যৌথ বাহিনীর তৎপরতার কারণে ১৫ বছর অধিক সময় ধরে এ অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়। কিন্তু গত দেড় বছরে এ অঞ্চলের সন্ত্রাসীরা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে।
কালবেলা
সংকেত ও টেলিকমের কাজেই ৫০ কোটি টাকা নয়ছয়
বাংলাদেশ রেলওয়ের হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন অন্যতম আলোচিত মেগা প্রকল্প হলো দোহাজারী-কক্সবাজার রেলওয়ে প্রকল্প। গত আওয়ামী লীগ সরকারের সময়ে নেওয়া এ প্রকল্পটির আনুষ্ঠানিক মেয়াদ শেষ হওয়ার পথে। এরই মধ্যে প্রকল্প ঘিরে শুরু হয়েছে নানা অনিয়ম, দুর্নীতি ও নিম্নমানের কাজ নিয়ে আলোচনা-সমালোচনা। অভিযোগের তীর যাচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকে।
বিবিসি বাংলা
আওয়ামী 'ভোটব্যাংক' দখলে জামায়াত, এনসিপি ও বিএনপির তৎপরতা
বাংলাদেশে ২০২৬ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের 'ভোটব্যাংক' একটা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন মাঠ পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের অনেকেই। দল হিসাবে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকার সম্ভাবনায় নৌকার সমর্থক ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন দলের মাঠপর্যায়ে জোর তৎপরতাও দৃশ্যমান হচ্ছে।
এজন্য স্থানীয় পর্যায়ে নৌকা সমর্থকদের নিরাপত্তার আশ্বাস, মামলা, হামলা বা হয়রানি থেকে রক্ষারও নানারকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।