প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

আসন সমঝোতা নিয়ে কৌশলী অবস্থান জামায়াতের

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে এখনো স্পষ্ট অবস্থান জানায়নি জামায়াতে ইসলামী। এ ক্ষেত্রে কিছুটা কৌশলী অবস্থান নিয়েছে দলটি। ইসলামী আন্দোলনসহ সমমনা সাতটি দলকে নিয়ে পাঁচ দফা দাবিতে অভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সরকারের ওপর একধরনের চাপ বজায় রেখে নির্বাচনী কৌশল সাজাচ্ছে। পাশাপাশি ‘এক আসনে এক প্রার্থী’—এই নীতিকে ভিত্তি করে দলগুলো আসনভিত্তিক জরিপ চালাচ্ছে। জরিপের ফলাফলের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হবে। সম্ভাব্য এই নির্বাচনী সমঝোতায় আরও কয়েকটি দলকে পাশে পেতে চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।

দেশ রূপান্তর

বদলিতে রাজনৈতিক ইশারা!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশ প্রশাসনে চলছে রদবদল। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই উত্তাপ বাড়ছে রাজনীতিতে। ভোটে পুলিশের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতারা বিভন্ন সময় প্রশ্নও তুলেছেন। তাদের বক্তব্যের মোদ্দা কথা ‘কে কার পক্ষে কাজ করবে’। সরকার তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবরই বলছে, সুষ্ঠু ভোটের প্রশ্নে পুলিশ থাকবে নিরপেক্ষ।

সমকাল

ভূমিকম্প হয়, আলোচনা হয়, প্রস্তুতি নেওয়া হয় না

দেশে গত শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত চারবার ভূমিকম্প হয়েছে। এতে মানুষ অনেকটাই আতঙ্কিত। ভূমিকম্প নিয়ে সবার মনে নতুন করে উৎকণ্ঠা ভর করেছে। দেশের ভেতরেই ঘন ঘন কম্পন দিচ্ছে বড় ভূমিকম্পের বার্তা। কিন্তু যতবারই ভূমিকম্পের কাঁপুনি হয়, তখন চলে আলোচনা। সপ্তাহ না ঘুরতেই থেমে যায় সবকিছু। 

ঘন বসতিপূর্ণ ঢাকা নগরীর ঝুঁকি কমাতে এর আগে বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হলেও এগুলোর বেশির ভাগই দেখেনি আলোর মুখ। যে কোনো সময় প্রাকৃতিক এ দুর্যোগটির আঘাতের শঙ্কা থাকলেও মোকাবিলায় নেই প্রস্তুতি। সরকারি তরফে ‘মোটামুটি প্রস্তুত’ বলা হলেও বাস্তবে তা খুঁজে পাওয়া যায়নি। যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তাও লেজেগোবরে।

দেশ রূপান্তর

২৩ ভবন ভাঙার তোড়জোড়

ডাউকি ফল্টের কারণে ভূমিকম্পের ডেঞ্জার জোনে (বিপজ্জনক অঞ্চল) সিলেটের অবস্থান। অতীতে সিলেটে একাধিক ভূমিকম্প হয়েছে। যেকোনো সময় আবার সিলেটে বড় ধরনের ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাদের মতে, রিখটার স্কেলে ৬ বা তার বেশিমাত্রার ভূমিকম্প হলে সিলেট নগরীতে বিপুল প্রাণ ও সম্পদহানি ঘটবে। এমন বাস্তবতায় সিলেটে আকাশচুম্বী ভবন নির্মাণ না করা, ভবন নির্মাণের ক্ষেত্রে অবশ্যই বিল্ডিং কোড মেনে চলা এবং পুরনো ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলার কথা বলছেন বিশেষজ্ঞরা।

সমকাল

এলডিসি-উত্তরণ পেছানোর ইঙ্গিত দেয়নি সরকার

২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে টেকসই উত্তরণের জন্য বাংলাদেশ সঠিক পথেই রয়েছে। এলডিসি থেকে বের হওয়ার তিনটি মানদণ্ডেই বাংলাদেশ এখনও যোগ্য। এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি নিয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট কমিটিকে পাঠানো ‘বাংলাদেশ কান্ট্রি রিপোর্ট ২০২৫’-এ সরকার এমন অবস্থানের কথা জানিয়েছে।

ব্যবসায়ীদের দাবি থাকলেও কান্ট্রি রিপোর্টে উত্তরণ পেছানোর জন্য কোনো ইঙ্গিত সরকার দেয়নি। তবে উত্তরণের পথে বিভিন্ন চ্যালেঞ্জ ও অনিশ্চয়তার কথা রিপোর্টে বলা হয়েছে। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) কাছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সম্প্রতি কান্ট্রি রিপোর্ট পাঠিয়েছে। 

প্রথম আলো

ভূমিকম্পে আতঙ্কিত শিশু বলছে, ‘মা, আমি ঢাকায় থাকতে চাই না’

সুমাইয়া আফরিন রান্না করছিলেন। ভার্টিগো নামক অসুস্থতা থাকায় ভেবেছিলেন, তাঁর মাথা ঘোরাচ্ছে। কিন্তু চুলায় থাকা ভাতের দিকে তাকিয়ে তিনি বুঝলেন, কিছু একটা ঘটছে।

গোসলে থাকা মেয়ের চিৎকার কানে আসে সুমাইয়ার। তিনি কিছুদূর দৌড়ে গিয়ে আবার ফিরে এসে গ্যাসের চুলা বন্ধ করেন।

বণিক বার্তা

সারা দেশে সদস্য মাত্র ২০০, রাজধানীতে ৬০

ভূমিকম্প ও ভবনধসের মতো দুর্যোগে উদ্ধার অভিযানের জন্য ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রয়েছে স্পেশাল রেসকিউ টিম (এসআরটি)। এ টিমের সদস্যদের রয়েছে দুর্যোগ-পরবর্তী উদ্ধার কার্যক্রম পরিচালনার বিশেষ প্রশিক্ষণ ও সক্ষমতা। পাশাপাশি রয়েছে অত্যাধুনিক সরঞ্জামও। তবে রাজধানী ঢাকার প্রতি তিন লাখ মানুষের বিপরীতে এমন এসআরটি সদস্য রয়েছেন মাত্র একজন। এ সংখ্যাকে জনসংখ্যার অনুপাতে খুবই নগণ্য বলে মনে করেন সংশ্লিষ্টরা। ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় এসআরটির সদস্য বৃদ্ধির পাশাপাশি ঝুঁকিপ্রবণ অঞ্চলে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী দল তৈরির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

প্রথম আলো

ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী: মাটিতে ফাটল নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই

ভূমিকম্পের কারণে নরসিংদী জেলার বিভিন্ন এলাকার মাটিতে যে ফাটল দেখা দিয়েছে, তা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বা কেন্দ্রস্থলের ফল্টলাইনের (ফাটলরেখা) কারণে ওই সব ফাটল সৃষ্টি হয়নি। অগভীর এসব ফাটল নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বণিক বার্তা

নির্মাণের পর ঘন ঘন নকশা পরিবর্তন ও অস্বাভাবিক বাঁক বাড়িয়েছে দুর্ঘটনার ঝুঁকি

যানজট কমিয়ে দ্রুতগতির যোগাযোগ সুবিধা দিতে গত এক দশকে চট্টগ্রাম নগরে নির্মিত হয়েছে একাধিক ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়ে। কিন্তু নির্মাণের পর বারবার নকশা পরিবর্তন, অনাকাঙ্ক্ষিত বাঁক, সিগন্যালবিহীন সংযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা এবং ত্রুটিপূর্ণ নির্মাণকাজের কারণে এগুলো এখন দুর্ঘটনাপ্রবণ ঝুঁকিপূর্ণ অবকাঠামোয় পরিণত হয়েছে। শহরের আউটার রিং রোডের অংশে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাকলিয়া-কর্ণফুলী ফ্লাইওভার, দেওয়ানহাট-বহদ্দারহাট ফ্লাইওভারসহ বেশ কয়েকটি সড়কে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, নকশায় সমন্বয়হীনতা এবং স্থায়ী ট্রাফিক পরিকল্পনা না থাকা এসব দুর্ঘটনার মূল কারণ।

আজকের পত্রিকা

স্মার্ট ড্রাইভিং লাইসেন্স: ঠিকাদার পাচ্ছে না বিআরটিএ, অপেক্ষায় ১০ লাখ মানুষ

চার মাস ধরে স্মার্ট কার্ড প্রিন্ট বন্ধ থাকায় সব প্রক্রিয়া সম্পন্ন করেও স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না প্রায় ১০ লাখ আবেদনকারী। ভারতীয় ঠিকাদারের সঙ্গে স্মার্ট কার্ড প্রিন্টের চুক্তি গত জুলাইয়ে শেষ হওয়ার পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নতুন ঠিকাদার নিয়োগ করতে না পারায় এ অবস্থা তৈরি হয়েছে। কবে স্মার্ট কার্ড পাবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন ড্রাইভিং লাইসেন্সপ্রত্যাশীরা।

কালের কণ্ঠ

মানিকগঞ্জে বাউলদের ওপর হামলা

বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে মানিকগঞ্জ শহরে অবস্থানরত বাউলদের ওপর গতকাল রবিবার হামলা চালিয়েছে কথিত ‘তৌহিদী জনতা’। সকাল ১০টার দিকে শহরের শহীদ মিনারের পাশে বাউলরা অবস্থান নিলে এই হামলা চালানো হয়। হামলায় চারজন আহত হয়েছেন। তাঁদের তিনজনই বাউলশিল্পী।

কালবেলা

এসপি সিন্ডিকেটে আদম ব্যবসা

নকল ট্রেড লাইসেন্স, ভুয়া ব্যাংক সলভেন্সি, জাল আইডি—সবই যেন জাদুর কাঠির ছোঁয়ায় ‘বৈধ’ হয়ে যায় ইমিগ্রেশন কাউন্টারে। বোর্ডিং পাসে কলমের খোঁচায় লেখা থাকে রহস্যময় কোড—এসএল, এসএস-ওকে, অপস স্যার। সঙ্গে থাকে স্বাক্ষর। আর ঠিক সেই চিহ্নকে পাসপোর্ট-ভিসার ওপরে স্থান দেয় একটি শক্তিশালী সিন্ডিকেট। গ্রামগঞ্জের সহজ-সরল মানুষদের স্বপ্ন দেখানো হয় মালয়েশিয়ায় চাকরির, দেওয়া হয় স্থায়ী আয় ও উজ্জ্বল ভবিষ্যতের আশ্বাস। তবে বাস্তবে সেই ভবিষ্যৎ ঘিরে থাকে জালিয়াতি আর দুঃস্বপ্নের অন্ধকার।

কালের কণ্ঠ

সারের চড়া দামের ভীতি

কৃষক বাড়তি খরচে ফসল ফলিয়ে ন্যায্য দাম পান না। আবার ভোক্তাও সুলভ মূল্যে কিনতে পারেন না পণ্য। লাভের সুফল যায় মধ্যস্বত্বভোগীর পকেটে। উচ্চ মূল্যস্ফীতির পাগলা ঘোড়া যখন লাগামহীন, তখন নতুন করে সার উৎপাদনে ৮৩ শতাংশ গ্যাসের দাম বাড়িয়ে কৃষিপণ্য উৎপাদনকে আরো চ্যালেঞ্জের মুখে ফেলা হলো।

যুগান্তর

পুলিশের মনোবল ভাঙতে এবার পরিবারকে হুমকি

‘আপনি থানার মধ্যে ত্রাস সৃষ্টি করছেন। ছাত্রলীগের ভাইব্রাদারকে মিথ্যা মামলায় গ্রেফতার করছেন। মিথ্যা মামলায় ঢুকাচ্ছেন। শীর্ষ সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছেন। আপনাকে চাকরি কিন্তু ৩০ বছর করতে হবে। বাংলাদেশের মধ্যেই আপনাকে থাকতে হবে। পরিবার নিয়ে কিন্তু বের হতে পারবেন না। এটা মনে রাইখেন।’ সম্প্রতি এভাবেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হাসানকে ফোন করে হুমকি দেন এক ব্যক্তি। একই ধরনের হুমকি দেওয়া হয়েছে রাজধানীর গুলশান থানার ওসিকে। 

কালের কণ্ঠ

ফকির, বাউলসহ সব ভিন্নমতাবলম্বীর ওপর জুলুম বন্ধ হোক : তথ্য উপদেষ্টা

বাউলসহ সব ভিন্নমতাবলম্বীর ওপর জুলুম বন্ধের আহবান জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি এও বলেছেন, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে। গতকাল রবিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে তথ্য উপদেষ্টা প্রতিক্রিয়া জানিয়ে লেখেন : ‘মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে। পুরা পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার।

বিবিসি বাংলা

কোন অঞ্চল ঝুঁকিতে, পূর্বাভাস কি পাওয়া সম্ভব - ভূমিকম্প নিয়ে গুগলে যত প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ

বাংলাদেশে অল্প সময়ের ব্যবধানে তিনবার ভূমিকম্প অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে এক ধরনের উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে, শুক্রবারের ভূমিকম্পে ১০ জনের মৃত্যু এবং বিভিন্ন এলাকায় ভবন হেলে পড়া ও ফাটলের ঘটনায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন।

এ অবস্থায় নিজেদের নিরাপদ রাখতে ভূমিকম্প সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য জানার চেষ্টা করছেন সাধারণ মানুষ। এক্ষেত্রে তথ্য জানার সহজ মাধ্যম হিসেবে অনেকেই আশ্রয় নিচ্ছেন সার্চ ইঞ্জিন গুগলের।

যুগান্তর

নির্বাচন সামনে রেখে বাড়ছে টার্গেট কিলিং

নির্বাচন সামনে রেখে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করেই বেড়ে গেছে টার্গেট কিলিং। প্রকাশ্যে ফিল্মি কায়দায় গুলি করে হত্যার মতো নৃশংস ঘটনা ঘটছে। এসব অপরাধে ব্যবহৃত হচ্ছে ভাড়াটে খুনি। অপরাধ বিশেষজ্ঞ, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র বলছে, আধিপত্য বিস্তার, আন্ডারওয়ার্ল্ডের দখল, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, ব্যক্তিগত শত্রুতা এবং ঢালাও জামিনে বের হওয়া কুখ্যাত অপরাধীদের কারণে টার্গেট কিলিং দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এসব ঘটনা একদিকে জনমনে উদ্বেগ বাড়াচ্ছে, অন্যদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকেও করছে প্রশ্নবিদ্ধ।