রাজধানীর সবুজবাগ থানার একটি বাসা থেকে মো. ইপু (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে দিকে থানার দক্ষিণগাঁও ৬ নং রোডের ৯ নং টিনশেডের একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত ইপুর গাইবান্ধা সদর জেলার রবিউল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন গাড়িচালক ছিলেন। বর্তমানে সবুজবাগের দক্ষিণগাঁও ৬ নং রোডের ৯ নং টিনশেড বাসায় পরিবার নিয়ে থাকতেন।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) মো. জাহাঙ্গীর আলম জালাল বলেন, আমরা খবর পেয়ে ভোর ৪টার দিকে সবুজবাগ দক্ষিণগাঁও ৬ নং রোডের মাথায় সাঈদীর টিনশেড বাড়ির ৯ নং বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ইপু নামের এক যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আশেপাশের লোকজনের মুখে জানতে পেরেছি নিহত ইপু একজন গাড়িচালক ছিলেন। গতকাল দিবাগত রাতে তার স্ত্রী কুলসুমের সঙ্গে সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্ব একপর্যায়ে তার স্ত্রীকে মারপিট করে ঘর থেকে বের করে দেয়। পরে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে তার ব্যবহারের শীতের চাদর দিয়ে গলায় ফাঁস দেয়। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল মর্গে পাঠানো হয়।

এসএএ/এমএন