বেতন-ভাতায় সরকারের খরচ বেড়েছে, উন্নয়নে কমেছে
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
লটারি করে ৬৪ জেলার এসপি চূড়ান্ত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার।
বিজ্ঞাপন
গতকাল সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এই এসপিদের নির্বাচন করা হয়। শিগগির তাঁদের পদায়ন করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।
যুগান্তর
তিন গডফাদারের আস্তানায় ককটেল বানায় ৩০ জন
ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প বহুদিন ধরেই মাদক ব্যবসায়ী ও অপরাধীদের অভয়ারণ্য হিসাবে আলোচনায়। তবে সম্প্রতি ক্যাম্পের ভেতরে যা চলছে, তা এলাকাবাসীকে আরও আতঙ্কিত করে তুলছে। এই ক্যাম্পের ভেতরে তিন মাদক গডফাদারের সাতটি গোপন আস্তানায় নিয়মিত তৈরি হচ্ছে ককটেলসহ বিভিন্ন ধরনের হাতবোমা। এই কাজে সক্রিয় রয়েছে অন্তত ৩০ জন কারিগর। যারা রাত নামলেই গোপন আস্তানায় বোমা বানানোর কাজে যোগ দেয়। এসব ককটেল ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে সংঘাতে ব্যবহার হয়। পাশাপাশি বাইরেও বিক্রি করা হয়। শুধু তাই নয়, ক্যাম্পে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হাতে রয়েছে থানা থেকে লুট করা অস্ত্রসহ বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র। যুগান্তরের নিজস্ব অনুসন্ধান ও স্থানীয় একাধিক সূত্রের বরাতে এসব তথ্য জানা গেছে।
কালের কণ্ঠ
চাঁদাবাজির ‘মহামারি’তে দেশ
‘তুই বড় ব্যবসায়ী। পাঁচ কোটি টাকা দিবি আমাদের, নইলে মাইরা ফালামু। বাঁচবে না তোর পরিবার’, দিন কয়েক আগে রাজধানীর পল্লবীর এক ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে এভাবেই প্রাণনাশের হুমকি দেয় সন্ত্রাসীরা। চাহিদামতো চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীর পায়ে গুলি করে।
বণিক বার্তা
সরকারি কেনাকাটায় সিঙ্গাপুরফিলিয়া
সিঙ্গাপুরের ফাইন্যান্সিয়াল হাব হিসেবে পরিচিত এবং নগররাষ্ট্রটির সবচেয়ে ব্যস্ত করপোরেট এলাকা র্যাফলস প্লেস। সেখানে রয়েছে সিঙ্গাপুরের প্রধান ব্যাংক, আন্তর্জাতিক ব্যাংকের আঞ্চলিক কার্যালয়, বিনিয়োগ প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্মসহ বিভিন্ন আর্থিক সেবা দপ্তর।
কালের কণ্ঠ
আইসিইউর ৪১% রোগীর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কাজ করছে না
অ্যান্টিবায়োটিকের অযাচিত ব্যবহারে মৃত্যুঝুঁকি ক্রমেই বাড়ছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পর্যবেক্ষণে দেখা গেছে, আইসিইউতে চিকিৎসাধীন ৪১ শতাংশ রোগীর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে। অন্য সব রোগীর ক্ষেত্রে এই হার ৭ শতাংশ।
গতকাল সোমবার দুপুরে ‘ন্যাশনাল অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স-এএমআর সার্ভেইলেন্স ইন বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে আইইডিসিআর।
বণিক বার্তা
গাফিলতি রাজউকের অথরাইজড অফিসার এবং পরিদর্শকদেরও, শাস্তি শুধু ভবন মালিকদের
সম্প্রতি বেশ কয়েকটি ভূমিকম্পের পর আবারো আলোচনায় এসেছে রাজধানী ঢাকার ভঙ্গুর অবকাঠামোর চিত্র। বিশেষজ্ঞরা বলছেন, দেশের অর্থনীতির কেন্দ্রবিন্দু এ শহর ভূমিকম্পের তীব্র ঝুঁকিতে রয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনিয়ম বিশেষ করে ভবনের নকশা অনুমোদন ও ইন্সপেকশন প্রক্রিয়ায় ঘুস, নিয়ম ভেঙে ভবন উঠতে দেয়া সে ঝুঁকি আরো বাড়িয়ে তুলছে বলে দাবি সংশ্লিষ্টদের। যদিও কোনো দুর্ঘটনা ঘটলে ভবন নির্মাণের অনুমোদন প্রক্রিয়ার সঙ্গে জড়িত কর্মকর্তাদের অনিয়ম ও গাফিলতির জন্য শাস্তির আওতায় না এনে শুধু ভবন মালিকদেরই শাস্তি দিচ্ছে সংস্থাটি।
কালের কণ্ঠ
ঢাকার ছেলে পথশিশুদের ৩৩% যৌন শোষণের শিকার : গবেষণার তথ্য
আন্তর্জাতিক সংস্থা ‘দ্য ফ্রিডম ফান্ড’ পরিচালিত গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের ভাসমান শিশুরা গুরুতর শোষণ ও ঝুঁকির মুখে রয়েছে। ঢাকার রাস্তায় বসবাসকারী প্রায় ৩৩ শতাংশ ছেলেশিশু (পথশিশু) যৌন শোষণের শিকার। তাদের ওপর চলমান যৌন শোষণ থেকে সুরক্ষার যথাযথ পদক্ষেপ গ্রহণে ঘাটতি রয়েছে। এই অবস্থায় শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ (সিএসইসি) থেকে রক্ষায় বিশেষ পদক্ষেপ নিতে হবে।
যুগান্তর
স্পষ্ট হচ্ছে একাধিক নির্বাচনি জোট
ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার কথা রয়েছে। এর আগেই নির্বাচনি জোটের রাজনৈতিক মেরুকরণ স্পষ্ট হচ্ছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর বাইরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টিসহ (এবি পার্টি) সাতটি দল নতুন জোট গঠন করতে যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হতে পারে আরও কয়েকটি দল। সবকিছু মিলিয়ে তফশিলের আগেই নতুন জোট দৃশ্যমান হচ্ছে।
প্রথম আলো
লালদিয়ার চুক্তিতে আছে কী; কার লাভ, কার ক্ষতি
আলোচনায় এখন লালদিয়া কনটেইনার টার্মিনাল। ১৭ নভেম্বর ঢাকার একটি হোটেলে ডেনমার্কের মায়ের্সক গ্রুপের এপিএম টার্মিনালসের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি সইয়ের পর এই আলোচনা রাজপথে বিক্ষোভেও গড়িয়েছে। চুক্তি অনুযায়ী, পতেঙ্গায় লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবে বিদেশি কোম্পানিটি। ৩৩ বছর মেয়াদি এ চুক্তির নানা তথ্য কেন প্রকাশ করছে না অন্তর্বর্তী সরকার, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
প্রথম আলো
বেতন-ভাতায় সরকারের খরচ বেড়েছে, উন্নয়নে কমেছে
সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন–ভাতাসহ পরিচালন খরচ আগের বছরের চেয়ে বেড়েছে। অন্যদিকে উন্নয়ন প্রকল্পে খরচ কমেছে।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই–সেপ্টেম্বর) সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন–ভাতা, দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধসহ বিভিন্ন খাতের সরকারের পরিচালন খরচ বেড়েছে আগের বছরের একই সময়ের চেয়ে ১০ হাজার কোটি টাকা। তিন মাসের হিসাবে সরকারের পরিচালন খরচ প্রথমবারের মতো এক লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
কালবেলা
‘আইএমএফের চাপে’ করের বোঝা বাড়ছে ৫৫ হাজার কোটি টাকা
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে দেশে রাজস্ব ঘাটতির পরিমাণ ১৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এরই মধ্যে রাজস্ব লক্ষ্যমাত্রা সংশোধনের নামে নতুন করে জনগণের কাঁধে আরও ৫৫ হাজার কোটি টাকা করের বোঝা চাপাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থ বিভাগের বাজেট শাখা থেকে রাজস্ব লক্ষ্যমাত্রা সংশোধন করে ৪ হাজার কোটি টাকা বাড়ানোর নির্দেশনা দেওয়া হলেও এনবিআর নিজ থেকে আরও ৫১ হাজার কোটি টাকা বাড়িয়ে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপেই রাজস্ব আহরণের নতুন এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।