চট্টগ্রামে ইটভাটায় নারী শ্রমিককে গণধর্ষণ, গ্রেপ্তার ২
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় একটি ইটভাটায় নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে গুপ্তছড়া ঘাট এলাকার ‘মাম-২ ব্রিক ফিল্ডে’ এ ঘটনাটি ঘটে।
জানা যায়, সিরাজগঞ্জ থেকে মৌসুমী শ্রমিক হিসেবে ইটভাটায় কাজ করতে আসেন ভুক্তভোগী নারীসহ অভিযুক্ত চার শ্রমিক। রাতে পাওনা টাকা দেওয়ার কথা বলে শ্রমিকদের সর্দার ওই নারীকে ডেকে নেয়। পরে চারজন মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার পরপরই দুজন পালিয়ে যান, আর বাকি দুইজনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে পুলিশ।
বিজ্ঞাপন
সন্দ্বীপ থানার ওসি সফিকুল আলম চৌধুরী জানান, এ ঘটনায় ভুক্তভোগীর করা মামলার পরিপ্রেক্ষিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক অভিযুক্তদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ভুক্তভোগী নারীকে চিকিৎসা ও আইনি সহায়তার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করানো হয়েছে।
এমআর/এমএন
বিজ্ঞাপন