প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

দেশে দরিদ্র ৩ কোটি ৬০ লাখ

দারিদ্র্য কমানোর ক্ষেত্রে উল্টো পথে হাঁটছে বাংলাদেশ। বিশ্বব্যাংক বলছে, দেশে চার বছর ধরে দারিদ্র্যের হার বাড়ছে। সংস্থাটির অনুমিত হিসাব, ২০২৫ সালে দারিদ্র্যের হার হতে পারে ২১ শতাংশের কিছু বেশি। দেশে দরিদ্র মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লাখ।

দেশের জনসংখ্যার বড় একটি অংশ দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকে। তারা উচ্চ মূল্যস্ফীতির মতো বিভিন্ন আঘাতের কারণে দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়ার ঝুঁকিতে থাকে। বিশ্বব্যাংকের হিসাবে ২০২২ সালে সংখ্যাটি ছিল ৬ কোটি ২০ লাখ।

দেশ রূপান্তর

ভোটের সমীকরণে সরগরম মাঠ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা জেলার ছয়টি সংসদীয় আসনে আগেভাগে থেকে মাঠে ছিলেন জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা। চলতি মাসের শুরুর দিকে বিএনপি সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর দলটির নেতা-কর্মীরাও নেমে পড়েছেন ভোটের মাঠে। প্রার্থী ঘোষণা না করলেও ভোটের তৎপরতা শুরু করেছেন ছোট-বড় আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। ফলে তফসিল ঘোষণার আগেই গণসংযোগ ও সভা-সমাবেশসহ নানা প্রচারণায় সরগরম খুলনার নির্বাচনী মাঠ। আওয়ামী লীগের নির্বাচনে না থাকায় জামায়াত ও বিএনপি দুই দলই চেষ্টা করছে দলটির সমর্থক ভোটারদের কাছে টানতে। বিএনপির অভ্যন্তরীণ বিভাজন সব সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

কালবেলা

দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর ঢাকা

জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে জনবহুল রাজধানী এখন ইন্দোনেশিয়ার জাকার্তা। এ শহরে বসবাস করে প্রায় চার কোটি ২০ লাখ মানুষ। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ প্রকাশিত ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে জানানো হয়, বিশ্বের জনসংখ্যা দ্রুত শহরকেন্দ্রিক হয়ে উঠছে। বর্তমানে ৮.২ বিলিয়ন মানুষের মধ্যে ৪৫ শতাংশই শহরে বসবাস করে।

কালের কণ্ঠ

অপরাধে ক্ষতবিক্ষত মোহাম্মদপুর

রাজধানীর আটটি ক্রাইম বিভাগে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানা এলাকা যেন অপরাধের আখড়া। এখানকার চাঁদ উদ্যান, জেনেভা ক্যাম্পও ঢাকা উদ্যানসহ আরো কয়েকটি এলাকায় প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলে। ঘটছে হত্যা, ছিনতাই, ডাকাতি, ধর্ষণসহ নানা অপরাধমূলক ঘটনা।

আজকের পত্রিকা

শেখ হাসিনার লকারে মিলল ৮৩২ ভরি স্বর্ণ

অগ্রণী ব্যাংকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা লকার দুটি ভাঙা হয়। এর আগে গত ১৭ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) লকার দুটি জব্দ করে। সিআইসি ও ব্যাংকের একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের অনুমতি নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিনিধি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিআইসির সংশ্লিষ্ট কর্মকর্তা ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তার উপস্থিতিতে লকার দুটি ভাঙা হয়।

সমকাল

ভোটের আগে পুলিশে চার স্তরে রদবদল, ওসি পদায়নও লটারিতে

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের মাঠ প্রশাসনে রদবদল শুরু হয়েছে। পুলিশের চারটি স্তরে আসবে নতুন মুখ। রেঞ্জ ডিআইজি, মহানগর কমিশনার, পুলিশ সুপার (এসপি), অফিসার ইনচার্জ (ওসি) পরিবর্তন করা হবে। নির্বাচন সামনে রেখে এসপি পদায়নের জন্য এরই মধ্যে লটারি করা হয়েছে। প্রথমবারের মতো থানার ওসি পদায়নও হবে লটারির মাধ্যমে। ‘যোগ্য’ ওসি বাছাই কাজ শুরু করেছে পুলিশ সদরদপ্তর। এ জন্য ‘সৎ’, ‘নিরপেক্ষ’ পরিদর্শকের তালিকা ইউনিটপ্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। পুলিশের দায়িত্বশীল একাধিক সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে।

আজকের পত্রিকা

অর্থছাড় পেতে তৃতীয় দফা বাড়ল ঋণচুক্তির মেয়াদ

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে চীনের এক্সিম ব্যাংকের ঋণচুক্তির মেয়াদ আবারও বাড়িয়ে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে। প্রকল্পের বেশ কিছু কাজ চলমান থাকায় এবং অর্থছাড় অব্যাহত রাখতে ঋণচুক্তির সময়সীমা তৃতীয়বারের মতো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমকাল

নীরব এলাকায় মাইকে ভোটের প্রচার করা যাবে না

দেশে ক্রমবর্ধমান শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকার নতুন বিধিমালা জারি করেছে। গতকাল মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে। ২০০৬ সালের বিধিমালা বাদ দিয়ে এবার এলাকাভিত্তিক শব্দের মানমাত্রা, হর্ন ব্যবহারের নিষেধাজ্ঞা, শিল্প ও বাণিজ্যিক স্থাপনার দায়বদ্ধতা এবং শাস্তিমূলক ব্যবস্থা আরও কঠোরভাবে নির্ধারণ করা হয়েছে।

যুগান্তর

সুষ্ঠু নির্বাচনে তিন বাধা

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। প্রায় ১৬ বছর পর দেশের মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছেন। রাজনৈতিক দলগুলোও পুরোপুরি নির্বাচনমুখী। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনও। ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে তফশিল। কিন্তু এতসব আয়োজনের মধ্যে শঙ্কার জায়গাও রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের ক্ষেত্রে অন্তত তিনটি বড় বাধা দেখছেন পর্যবেক্ষকরা। এর মধ্যে রয়েছে-অবৈধ অস্ত্র, নাশকতা ও দলীয় কোন্দল। এসব দূর করতে না পারলে একটি অবাধ, সুষ্ঠু-নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান কতটা সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

কালের কণ্ঠ

গণভোটের ব্যালট রঙিন থাকবে পোস্টাল ভোটও

কেন্দ্রে গণভোট স্থগিত থাকলেও সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রের ফলাফলের ভিত্তিতেই ফল ঘোষণা করতে পারবে নির্বাচন কমিশন (ইসি)—এমন বিধান রেখে ‘গণভোট অধ্যাদেশ-২০২৫’ খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গতকাল মঙ্গলবার রাতে এ অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ হয়েছে। গতকালই প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এটি অনুমোদিত হয়।

যুগান্তর

লাল ক্যাটাগরিতে ৮৭৪৬ কেন্দ্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নিচ্ছে পুলিশবাহিনী। ঝুঁকি বিবেচনায় ভোটকেন্দ্রগুলোকে লাল, হলুদ, সবুজ-তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো লাল ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই ক্যাটাগরিতে রয়েছে ৮৭৪৬টি কেন্দ্র। এসব কেন্দ্রের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কেন্দ্রগুলোয় কমপক্ষে তিনজন, হলুদ কেন্দ্রে দুইজন এবং সবুজ কেন্দ্রগুলোয় একজন করে পুলিশ সদস্য থাকবেন। এছাড়া র‌্যাব, বিজিবি এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর পাশাপাশি আইনপ্রয়োগকারী সংস্থার অন্যান্য ইউনিটের সদস্যরাও থাকবেন।

বণিক বার্তা

বাপেক্সের গ্যাস সরবরাহ গত দেড় বছরে কমেছে ৩৩ শতাংশের বেশি

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) গত বছর আগস্টের শুরুতে গ্রিডে গ্যাস সরবরাহ করেছিল ১২১ মিলিয়ন ঘনফুট। গতকাল তা ৮১ মিলিয়ন ঘনফুটে নেমে আসে। এ হিসাব বিবেচনায় নিলে ১৬ মাসের ব্যবধানে গ্রিডে সংস্থাটির গ্যাস সরবরাহ কমেছে ৩৩ শতাংশের বেশি। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর স্থানীয় গ্যাস সরবরাহ বৃদ্ধিতে বাপেক্সকে সর্বাত্মক ব্যবহারসহ অর্থায়ন, কূপ খননে যন্ত্রাংশ ক্রয়ের মতো বিভিন্ন সুবিধা দেয়ার কথা বলা হলেও গ্রিডে সংস্থাটির গ্যাসের সরবরাহ ক্রমবর্ধমান হারে কমছে।

কালের কণ্ঠ

ঋণে নাজেহাল কৃষক

দেশের চালিকাশক্তি কৃষি খাতেও আঘাত হেনেছে খেলাপি ঋণ। শিল্প খাতের পাশাপাশি এখন কৃষি খাতও ডুবতে বসেছে কু-ঋণের কারণে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, দেশের কৃষি, মৎস্য ও বনায়ন খাতে খেলাপি ঋণ উদ্বেগজনক হারে বাড়ছে। ২০২৫ সালের অক্টোবর শেষে কৃষি খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯ হাজার ৮৮১ কোটি টাকা।

বণিক বার্তা

দেশের ৭০৮ সরকারি কলেজকে ভাগ করা হলো চার ক্যাটাগরিতে

সরকারি কলেজের মান উন্নয়ন ও শ্রেণীবিন্যাস নিশ্চিত করতে সেগুলোকে চারটি ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন জারি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৫ শাখা থেকে সোমবার এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, প্রশাসনিক প্রয়োজনে উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস ও সাবসিডিয়ারি), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের সরকারি কলেজগুলোকে চার ক্যাটাগরিতে বিভাজন করা হয়েছে।

দেশ রূপান্তর

জাল কাগজে ভিসা নাকচ

জাল কাগজপত্র দিয়ে ও প্রতারণার মাধ্যমে ভিসা পাওয়ার চেষ্টার পাশাপাশি ভিসার শর্ত লঙ্ঘন করে অতিরিক্ত অবস্থানের মাধ্যমে অভিবাসনের সুবিধা নেওয়ার বিরুদ্ধে সতর্ক করছে যুক্তরাজ্য, যুক্তরাজ্য, জার্মানিসহ বিভিন্ন দেশ। ঢাকায় এসব দেশের দূতাবাস বলছে, প্রতারণার মাধ্যমে ভিসা পাওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

প্রথম আলো

‘আমার বেটাকে বাঁচান’, চিকিৎসা খরচ মেটাতে হাত পাতছেন তাঁরা

রাজধানীর কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের একটি প্রবেশ পথের সামনে দাঁড়িয়ে সাহায্যের জন্য হাত পাতছিলেন মরিয়ম বেগম (ছদ্মনাম)। আর্তনাদের সুরে বলছিলেন, ‘আমার বেটাকে বাঁচান, সাহায্য করেন। আমি অসহায় হয়ে রাস্তায় নামছি। বেটাকে হারালে আমার আর কেউ থাকবে না।’

এই দৃশ্য চোখে পড়ে গত ২৭ সেপ্টেম্বর। মরিয়ম সাহায্য চেয়েই যাচ্ছিলেন। কিন্তু সাড়া খুব একটা পাচ্ছিলেন না। কাছে গিয়ে কথা বললাম তাঁর সঙ্গে। তিনি বললেন, তাঁর এক ছেলে, এক মেয়ে। ছেলে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ছাত্র। মেয়েটি সরকারি একটি কলেজে পড়ে। ছেলের ক্যানসার ধরা পড়ে আট মাস আগে। তাঁর চিকিৎসার ব্যয় মেটাতেই মানুষের সহায়তা চাইছেন।

কালবেলা

নকশা পরিবর্তন, ব্যয় বাড়ছে ১০ হাজার কোটি টাকা

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ বাস্তবায়নে প্রকল্পের ব্যয় ১০ হাজার কোটি টাকা বাড়তে যাচ্ছে। এরই মধ্যে ব্যয় বাড়ার প্রস্তাব তৈরি করেছে এক্সপ্রেসওয়ের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এর মধ্য দিয়ে সাড়ে ১৭ হাজার কোটি টাকার প্রকল্পটি প্রায় ২৮ হাজার কোটি টাকায় পৌঁছাবে। মূলত নকশায় পরিবর্তন, টাকার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধি, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, নতুন করে কর ও শুল্ক যুক্ত হওয়ার কারণে প্রকল্পের খরচ বাড়ানো হচ্ছে। কয়েকটি ভাগে এই ব্যয় বাড়ছে। এর মধ্যে শুল্ক ও করসহ অন্যান্য খাতে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা বাড়বে। আর নির্মাণ-সংক্রান্ত খাতে খরচ বাড়বে ৩ হাজার কোটি টাকার কিছু বেশি।

বিবিসি বাংলা

একই দিনে দুই ভোট আয়োজনে নির্বাচন কমিশনের সামনে যে চ্যালেঞ্জ

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনে 'গণভোট অধ্যাদেশ-২০২৫' এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। অধ্যাদেশে গণভোট কোন প্রক্রিয়ায় নেওয়া হবে, গণনা বা প্রস্তুতি কেমন হবে সে বিষয়েও সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার।

বাংলাদেশে এর আগে তিনটি গণভোট হলেও জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের কোন নজির নেই।