বছর ঘুরলেই বাড়ে বাড়ি ভাড়া
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
অতি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র বেশি ঢাকায়
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৮ হাজার ৭৪৬টি ভোটকেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, ২ হাজার ৬৭৫টি। আর সিলেট বিভাগে অতি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা সবচেয়ে কম। সেখানে এমন কেন্দ্র রয়েছে ৪৫৭টি।
বিজ্ঞাপন
বণিক বার্তা
বাংলাদেশের খেলাপি ঋণের হার বিশ্বে এখন সর্বোচ্চ
ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ ইউক্রেনে পুরোদস্তুর যুদ্ধ চলছে প্রায় চার বছর ধরে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে দেশটিতে সর্বাত্মক হামলা করে রাশিয়া। তবে যুদ্ধবিধ্বস্ত দেশটির ব্যাংক খাতের অবস্থাও এতটা নাজুক হয়নি, যতটা হয়েছে বাংলাদেশের ব্যাংক খাত। ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বরে দেশটির খেলাপি ঋণের হার ছিল ২৬ শতাংশ। অন্যদিকে বাংলাদেশের ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের প্রায় ৩৬ শতাংশই খেলাপি হয়ে গেছে।
সমকাল
১৬৬ ইউএনও বদলি, পরিপত্র মানা হয়নি
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বদলি ও পদায়নের ক্ষমতা পরিপত্র অনুযায়ী বিভাগীয় কমিশনারদের হাতে। কিন্তু গতকাল বুধবার এই পরিপত্র না মেনে সারাদেশে ৮ বিভাগে ১৬৬ কর্মকর্তাকে সরাসরি পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে এক দিনে এই বদলি হওয়ায় কর্মকর্তাদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। কারণ সর্বশেষ গত ১৬ নভেম্বর জয়পুরহাটের কালাইয়ের ইউএনও শামিমা আক্তার জাহানকে ময়মনসিংহে বদলির জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের অধীন ন্যস্ত করা হয়। এর ১০ দিন পরই সে নিয়ম মানা হলো না। কেন এই ব্যতিক্রম– সে বিষয়ে কিছু বলা হয়নি গতকালের প্রজ্ঞাপনে। বদলি কর্মকর্তারা এ নিয়ে চিন্তায় পড়েছেন। আগে এ বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। মাঠ প্রশাসনের হঠাৎ এই পরিবর্তনে উত্তর খুঁজছেন অনেকে।
বণিক বার্তা
দেশের প্রথম বিদ্যুচ্চালিত ট্রেন লাইনে খরচ পড়বে ৪ হাজার কোটি টাকা
উত্তরা-মতিঝিল মেট্রোরেল (এমআরটি লাইন-৬) চালুর মধ্য দিয়ে ২০২২ সালেই বিদ্যুচ্চালিত রেলের যুগে প্রবেশ করে বাংলাদেশ। এবার মূল রেলপথেও ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পরিকল্পনা অনুযায়ী নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত ৫২ কিলোমিটার রেলপথে স্থাপন করা হবে ওভারহেড ক্যাটেনারি সিস্টেম, যার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ পাবে ট্রেন। এ উদ্দেশ্যে নির্মাণ করা হবে দুটি সাবস্টেশন। একই সঙ্গে কেনা হবে ১৬ সেট ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন। ইএমইউগুলোর রক্ষণাবেক্ষণের জন্য জয়দেবপুরে নির্মাণ হবে একটি আধুনিক ওয়ার্কশপ।
সমকাল
বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হওয়ার পথে ঢাকা
রাজনীতি, রুটি-রুজি, শিক্ষা কিংবা চিকিৎসা– প্রায় সবকিছুরই কেন্দ্রবিন্দু হয়ে উঠছে রাজধানী ঢাকা। প্রতিদিন এ মহানগরীতে অন্তত দুই হাজার নতুন মুখ যুক্ত হচ্ছে। এ কারণে দিন দিন বাসযোগ্যতা হারাচ্ছে রাজধানী; নাগরিক সেবা হচ্ছে সংকুচিত। জনসংখ্যার ভারে নাগরিক সেবা এলোমেলো। যানজট, খাদ্যে ভেজাল, দূষিত বাতাস– কোনো কিছুই বাগে আসছে না। নিকট ভবিষ্যতে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠতে পারে। ইতোমধ্যে ঢাকা বিশ্বের সবচেয়ে জনবহুল নগরীতে পরিণত হয়েছে। আগামী ২৫ বছরের মধ্যে ঢাকা হবে পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর।
বণিক বার্তা
দেশে পাঁচ বছরে কীটনাশক ব্যবহার বেড়েছে ৮১ শতাংশ
বাংলাদেশে কীটনাশকের যথেচ্ছ এবং মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে দেশের কৃষিজমির একটি বড় অংশ চরম অবক্ষয়ের শিকার হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, গত পাঁচ বছরে কীটনাশকের ব্যবহার বেড়েছে ৮১ দশমিক ৫ শতাংশ। এ পরিস্থিতিতে দেশের ৭২-৮৫ শতাংশ কৃষিজমি এখন এমন অবস্থায় আছে, যার ৫০ শতাংশ মাটি অবক্ষয়ের শিকার। ফলে বাংলাদেশে কৃষিকে ঘিরে তৈরি হওয়া একের পর এক কাঠামোগত ঝুঁকি এখন সরাসরি মাটি, মানুষ ও খাদ্য ব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
সমকাল
পুলিশে বড় রদবদল ও পদোন্নতি
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশে বড় রদবদল হয়েছে। ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) পুনর্বিন্যাস করেছে সরকার। এ ছাড়া পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে একযোগে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।
আজকের পত্রিকা
৩০৭ কমিউনিটি ক্লিনিকের বেশির ভাগই জরাজীর্ণ
নওগাঁ জেলায় প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছিল ৩০৭টি কমিউনিটি ক্লিনিক। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জেলার বেশির ভাগ ক্লিনিকই এখন জরাজীর্ণ। কোথাও কোথাও ভবন পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেখানেই চলছে চিকিৎসাসেবা। এসব প্রতিকূলতার মধ্যে স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন।
প্রথম আলো
সাব্বির এখন আর ‘বেওয়ারিশ’ নন
সাব্বির হোসেন মুন্না বাড়ি ফিরে আসবেন—এই অপেক্ষায় দিন গুনছিলেন মা মুক্তা বেগম। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান মেলেনি তাঁর। ‘ছেলে হয়তো কোথাও আছে’ এতটুকু আশা ছিল মায়ের বুকে। গত বছরের ৫ আগস্ট সকাল থেকেই এই আশায় বসে ছিলেন তিনি।
১৬ মাস পর মা মুক্তা বেগমের অপেক্ষার শেষ হয়েছে। গত সোমবার তিনি জানতে পেরেছেন, ছেলে আর ফিরবেন না কোনো দিন। তাঁকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে জুরাইন কবরস্থানে। এখন কবরের সন্ধান পেয়েছেন, এটুকুতেই সান্ত্বনা খুঁজছেন তিনি।
আজকের পত্রিকা
জাতীয় সংসদ নির্বাচন: জামায়াত জোটের আসন সমঝোতা প্রায় চূড়ান্ত
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী সমমনা দলগুলোকে নিয়ে আসন সমঝোতার আলোচনা প্রায় চূড়ান্ত করেছে। যোগ্যতা ও সম্ভাবনার বিচারে সমমনা দলগুলো থেকে প্রার্থীরা কোন কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সে হিসাবনিকাশও একেবারে শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসে না হলেও আগামী মাসের প্রথম সপ্তাহেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে।
প্রথম আলো
সারা জীবন পড়ান, অবসরে এসে নিজের টাকা পেতে ভোগান্তিতে শিক্ষকেরা
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণসুবিধার টাকা পেতে ভোগান্তি কোনোভাবেই কমছে না; বরং প্রাপ্য সুবিধা পেতে তাঁদের অপেক্ষার সময় বাড়ছেই। আগে অবসরসুবিধার টাকা পেতে দুই বছরের মতো সময় লাগত, এখন তা তিন-চার বছরে গড়াচ্ছে। অথচ হাইকোর্টের নির্দেশ আছে, শিক্ষক-কর্মচারীদের অবসরসুবিধার টাকা ছয় মাসের মধ্যে পরিশোধ করতে হবে।
আজকের পত্রিকা
বাংলাদেশ ব্যাংকের তথ্য: ব্যাংকঋণের ৩৬ শতাংশই খেলাপি
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের নতুন রেকর্ড হয়েছে। চলতি বছরের গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা, যা ব্যাংকগুলোর মোট বিতরণকৃত ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংক থেকে এসব তথ্য জানা গেছে।
কালবেলা
এয়ারবাস না কিনলে ইউরোপে বাণিজ্যে ছেদ পড়তে পারে
এয়ারবাস উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি থেকে সরে এলে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর বাণিজ্য সম্পর্কে নেতিবাচক প্রভাব এবং জিএসপি-প্লাসসহ ভবিষ্যৎ শুল্কছাড় আলোচনার পরিবেশ বদলে যেতে পারে বলে সতর্ক করেছেন ঢাকায় জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। গতকাল বুধবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন গণমাধ্যমের কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক আলোচনায় এমন আশঙ্কার কথা জানান জার্মান রাষ্ট্রদূত। আর এটি হলে তা হবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ। কারণ, ইউরোপই বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার।
আজকের পত্রিকা
ঢাকার সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প: ঘর আছে, বাসিন্দা নেই
গাজীপুরের শ্রীপুরে গড়ে উঠেছে ঢাকা বিভাগের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প। তবে এই আশ্রয়ণ প্রকল্প এলাকায় কোনো কাজ নেই। শিশুদের পড়াশোনার জন্য বিদ্যালয়ের কার্যক্রমও বন্ধ। এ ছাড়া বরাদ্দ পাওয়া অনেক ঘরের মালিক প্রভাবশালী হওয়ায় তাঁরা এই আবাসিক এলাকায় থাকেন না। তাই আবাসন প্রকল্প উদ্বোধনের কিছুদিন পর থেকে বেশির ভাগ বসতঘরে তালা ঝুলছে।
কালবেলা
বছর ঘুরলেই বাড়ে বাড়ি ভাড়া
বেসরকারি চাকরিজীবী সিদ্দিকুর রহমানের অফিস রাজধানীর মতিঝিলে। কিন্তু স্ত্রী-সন্তান নিয়ে থাকেন বাড্ডার একটি ভাড়া বাসায়। প্রতিদিন অফিসে আসা-যাওয়ার পথে বাদুড়ঝোলা হয়ে গণপরিবহনে যাতায়াত করতে হয় তাকে।
অফিস থেকে এত দূরত্বে বাসা নেওয়ার কারণ জানতে চাইলে সিদ্দিকুর রহমান বলেন, ‘বাড়তি বাসা ভাড়ার কারণেই দূরে থাকা। মতিঝিলের দিকে বাসা ভাড়া অনেক বেশি, সে তুলনায় এদিকে এসে থাকতে কিছুটা কম টাকা লাগে। তবু এখানে যে বাসা ভাড়া পরিশোধ করি তাতেই বেতনের সিংহভাগ চলে যায়। তারপরও গত বছরে ১ হাজার টাকা বাসা ভাড়া বাড়িয়েছেন বাড়ির মালিক।’
কালের কণ্ঠ
মব-সন্ত্রাসে ১০ মাসে নিহত ১৪০
দেশে মব সহিংসতা ও গণপিটুনিতে মৃত্যুর ঘটনা আগের চেয়ে বেড়েছে। চলতি বছরের প্রথম ১০ মাসে এ ধরনের ঘটনায় ১৪০ জন নিহত হয়েছে, যা অন্যান্য বছরের তুলনায় সর্বোচ্চ। পরিসংখ্যানে দেখা গেছে, গত এক যুগে এ ধরনের ঘটনায় সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে।
দেশ রূপান্তর
ভোটের মাঠে লটারি প্রশাসন
একদিকে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন আয়োজনে দক্ষতা ও নিরপেক্ষায় কোনো ছাড় দেবে না তারা। অন্যদিকে শুরুতেই সরকারের লটারির মাধ্যমে এসপি পদায়ন ‘হালকা আলোচনার’ সুযোগ করে দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ বলেই লটারি করতে হয়েছে, যা প্রশাসনিক প্রক্রিয়ায় হয়নি।
যুগান্তর
লুটপাটে বিধ্বস্ত ব্যাংক খাত
আওয়ামী লীগ সরকারের সময়কার নজিরবিহীন ব্যাংক লুটপাটের ক্ষত ক্রমেই প্রকট আকার ধারণ করছে। বেশির ভাগ ঋণ ধীরে ধীরে খেলাপি হচ্ছে। যে কারণে খেলাপি ঋণ বেড়ে যাচ্ছে বেপরোয়া গতিতে। বাড়ছে প্রভিশন ও মূলধন ঘাটতি। কমে যাচ্ছে আয়যোগ্য সম্পদ। ফলে সার্বিকভাবে আয়ের প্রবণতাও হ্রাস পাচ্ছে। খেলাপি ঋণের লাগামহীন ঊর্ধ্বগতির কারণেই সব সূচকে আগ্রাসী আঘাত আসছে। যে কারণে বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে দেশের ব্যাংক খাত।
কালের কণ্ঠ
ব্যবসা মন্দা আয় নেই করে ভাটা
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই অস্থির দেশ। একের পর এক আন্দোলন, দাবিদাওয়া, অন্তহীন বিক্ষোভ বিভিন্ন স্টেকহোল্ডারের। রাজনৈতিক অনিশ্চয়তা, আইন-শৃঙ্খলার অবনতি, আস্থাহীনতা চরমে। সবকিছুর প্রভাব পড়েছে অর্থনীতিতে, ব্যবসা-বাণিজ্যে।