চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি ও বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নগরের ষোলশহর ও রুবি গেট এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, বেকারিগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পণ্য তৈরি করা হচ্ছে। উৎপাদন ও বিক্রির জন্য প্রয়োজনীয় বিএসটিআই অনুমতি ছিল না। পাশাপাশি বিভিন্ন রাসায়নিকের ব্যবহার, মেয়াদবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ এবং ন্যূনতম স্বাস্থ্যবিধি না মানাসহ একাধিক অনিয়ম পাওয়া যায়।

এ কারণে রুবি গেট এলাকার একতা বেকারিকে ৩৫ হাজার টাকা এবং ষোলশহর টি অ্যান্ড টি কলোনি রোডের আইডিয়াল লাইফ বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি রোধে খাদ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোকে নিয়মনীতি মেনে চলতে হবে। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এমআর/এমজে