নারায়ণগঞ্জে নির্মাণাধীন প্রাচীর ধসে এক ব্যক্তির মৃত্যু
নারায়ণগঞ্জের বন্দর এলাকার মায়াপুরে নির্মাণাধীন প্রাচীর ধসে আবু তালেব (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
বিজ্ঞাপন
নিহত আবু তালেব নারায়ণগঞ্জের বন্দর থানার মায়াপুরের তাহের আলীর ছেলে।
নিহতের ছেলে সানাউল্লাহ জানান, নারায়ণগঞ্জে আমাদের নিজস্ব বাড়ি। আজ বিকেলের দিকে আমার বাবা যাতায়াতের জন্য রাস্তা প্রশস্ত করে ইট-বালুর প্রাচীর তৈরির কাজ দেখভাল করছিলেন। এ সময় প্রাচীরটি হঠাৎ ধসে বাবার উপরে পড়ে। এতে বাবা গুরুতর আহত হন। পরে খবর পেয়ে বাবাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এমজে