কামরাঙ্গীরচরে ছাদে রোদ পোহাতে গিয়ে নিচে পড়ে আহত বৃদ্ধার মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচরের আলিনগর এলাকায় তৃতীয় তলার ছাদে রোদ পোহাতে গিয়ে নিচে পড়ে আহত শাহানা বেগম (৭০) নামে এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিজ্ঞাপন
শাহানা বেগমের মেয়ে শিল্পী বলেন, কামরাঙ্গীরচর আলিনগরের এলাকায় আমাদের নিজেদের বাড়ি আছে। সকালে গোসল শেষে আমার মা প্রায়ই ছাদে গায়ে রোদ পোহাতে যায়। কিন্তু আজ সকালের দিকে ছাদে রোদ পোহাতে গিয়ে অসাবধানবশত তিন তলা থেকে নিচে পড়ে যায়। প্রথমে আমরা তাকে উদ্ধার করে বাসায় চিকিৎসা সেবা দেই। কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লে দুপুর একটার দিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) বিকেল সাড়ে তিনটার দিকে তিনি মারা যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের সামনে রাখা হয়েছে। আমরা বিষয়টি কামরাঙ্গীরচর থানা পুলিশকে জানিয়েছি।
বিজ্ঞাপন
এসএএ/জেডএস