মেট্রোর ছাদে যাত্রী, ট্রেন চলাচল বন্ধ
বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রো ট্রেনের ছাদে যাত্রী উঠে পড়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে।
রোববার (৩০ নভেম্বর) রাত আটটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি জানিয়েছেন এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী।
বিজ্ঞাপন
তিনি জানান, বাংলাদেশ সচিবালয় স্টেশন এ মেট্রো ট্রেনের ছাদের উপর দুই জন ব্যক্তি উঠে পড়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
তবে কয়টা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে সেটি এই মুহূর্তে তিনি জানাতে পারেননি।
বিজ্ঞাপন
রাত ৯টা ১৯ মিনিটে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে উল্লেখ করা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেলের দুই কারের মধ্যবর্তী স্থানে এক ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল ৮টা ৫ মিনিট থেকে বন্ধ করা হয়।
এ অবস্থায় আজকের অবশিষ্ট সময়ের জন্য ট্রেন আর চলাচল করবে না। পোস্টে যাত্রীদের অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে।
এমএইচএন/জেডএস