দায়িত্বের জ্ঞানে দুর্নীতির রুট
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
এবার পদ্মা ও মেঘনা কোম্পানিতে ডিজেল ‘গায়েব’, দেড় লাখ লিটার গেল কোথায়
যমুনার পর এবার পদ্মা ও মেঘনা তেল কোম্পানিতে ডিজেলের ঘাটতি পাওয়া গেছে। এই দুই কোম্পানিতে ‘গায়েব’ হয়ে গেছে প্রায় দেড় লাখ লিটার ডিজেল।
বিজ্ঞাপন
চট্টগ্রাম থেকে পাইপলাইনে সরবরাহ করার পর এই দুই কোম্পানির নারায়ণগঞ্জের গোদনাইল ডিপোতে এসে কমে গেছে ডিজেল। এখন তেল মজুতের ট্যাংক ও পাইপলাইনে যুক্ত থাকা মিটারে ত্রুটি আছে কি না, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
দেশ রূপান্তর
বিডিআর হত্যায় জড়িত আ.লীগ
দেশ-বিদেশে আলোচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয় তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গতকাল রবিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান ও অন্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন জমা দেন। কমিশন তাদের প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করেছে। এতে বলা হয়েছে, ভবিষ্যতে বাহিনীগুলোতে যেন এই ধরনের ঘটনা এড়ানো যায় এবং এই ঘটনার ভিকটিমরা ন্যায়বিচার পায়। বিগত সরকারের আমলে ২০০৯ সাল থেকে ৪ আগস্ট ২০২৪ পর্যন্ত সময়কালে সেনা, নৌ এবং বিমান বাহিনীর চাকরিতে বৈষম্য, বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হওয়া অবসরপ্রাপ্ত ও বরখাস্ত হওয়া অফিসারদের আবেদন পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
যুগান্তর
ফোনে আড়ি পেতে মাদক ব্যবসা
দায়িত্ব দেওয়া হয়েছে ফোনে আড়ি পেতে মাদক কারবারি চিহ্নিত করতে। অথচ আড়িপাতার তথ্য কাজে লাগিয়ে উলটো মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছেন খোদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (নারকোটিক্স) একশ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারী। বিশেষ করে সিপাই এবং ওয়্যারলেস অপারেটর পদমর্যাদার কতিপয় কর্মচারী অপকর্মে জড়িত। তবে উচ্চপদস্থ কর্মকর্তারাও সন্দেহের বাইরে নন।
দেশ রূপান্তর
মাসে শনাক্ত ১৮০ এইচআইভি রোগী
বাংলাদেশে চলতি বছরের ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) হিউম্যান ইমিউনোডেফিশিয়েন্সি ভাইরাসে (এইচআইভি ভাইরাস) আক্রান্ত এক হাজার ৮০০ জনকে শনাক্ত করা হয়েছে। সেই হিসাবে প্রতি মাসে ১৮০ জন এইচআইভি ভাইরাস বহনকারী শনাক্ত হয়েছে। দেশের ২৪টি রোগ নির্ণয় ও চিকিৎসাকেন্দ্রের মাধ্যমে এসব রোগী শনাক্ত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ সংখ্যা খুবই উদ্বেগজনক। এইডস নিয়ে সচেতনতামূলক প্রচার ও সতর্ক না হলে এ সংখ্যা আরও বাড়তে থাকবে।
যুগান্তর
দেশে হাজারে অসুস্থ ৩৩২ জন
দেশে প্রতি এক হাজার মানুষের মধ্যে অসুস্থ রয়েছেন ৩৩২ দশমিক ১৯ জন (জরিপ পূর্ববর্তী ৯০ দিনে)। শহর ও পল্লি অঞ্চলের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। পল্লি অঞ্চলে এ হার প্রতি হাজারে ৩৩৩ দশমিক ৩০ জন ও শহরাঞ্চলে ৩৩১ দশমিক ০৪ জন। নারীদের অসুস্থতার হার পুরুষদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। নারীদের ক্ষেত্রে প্রতি হাজারে ৩৫৪ দশমিক ৬ জন অসুস্থ এবং পুরুষদের ক্ষেত্রে তা ৩০৯ দশমিক ২ জন। এছাড়া অসুস্থ জনসংখ্যার অর্ধেকই কোনো চিকিৎসকের কাছে যান না। সেই সঙ্গে চিকিৎসার পেছনে একটি পরিবারের মোট আয়ের বড় অংশই খরচ হয়ে যায়। রোববার ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫ এর ফলাফলে এমন চিত্র উঠে এসেছে। জরিপের প্রতিবেদনটি প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিবিএস সম্মেলন কক্ষে এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমকাল
দেশের ৩৩ শতাংশ মানুষ রোগাক্রান্ত
দেশের অন্তত ৩৩ শতাংশ মানুষ রোগাক্রান্ত। পুরুষের তুলনায় নারীদের মধ্যে অসুস্থতার হার বেশি। বিভিন্ন রোগের মধ্যে প্রকোপ বেশি উচ্চরক্ত চাপের। প্রতি হাজারে ৭৮ দশমিক ২৮ জন উচ্চ রক্তচাপে আক্রান্ত। রোগে আক্রান্ত হলেও চিকিৎসা নেন না সবাই। চিকিৎসা নেওয়া রোগীদের বড় অংশই সাধারণ ওষুধের দোকান থেকে চিকিৎসা নিয়ে থাকেন। এ হার ৫১ শতাংশ। অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে যান মাত্র ১১ শতাংশ রোগী।
যুগান্তর
মেট্রোরেলে কমলাপুর যেতে অপেক্ষা বাড়ছে ৩ বছর
এ মাসে (ডিসেম্বর) শেষ হচ্ছে না মেট্রোরেল লাইন-৬ এর কাজ। ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হচ্ছে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (লাইন-৬) প্রকল্পের। ফলে সরাসরি কমলাপুর যেতে অপেক্ষা বাড়ল আরও তিন বছরের। তবে এ পর্যায়ে প্রকল্পের ব্যয় কমানো হচ্ছে ৭৫৪ কোটি ২৭ লাখ টাকা। বিদেশি ঋণ পরিশোধের জন্য ২৭০ কোটি টাকা বৃদ্ধিসহ ১১ কারণে সংশোধনের প্রস্তাব করা হয়েছে প্রকল্পটি। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপন করা হবে এই প্রস্তাব। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। খবর সংশ্লিষ্ট সূত্রের।
আজকের পত্রিকা
লবণাক্ত সুন্দরবনে মাটির গভীরে আছে দুটি বিশাল মিঠাপানির ভান্ডার: গবেষণা
বিশ্বের যেকোনো প্রান্তে উপকূলীয় অঞ্চলে ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলন আর লবণাক্ত পানির অনুপ্রবেশ মিঠাপানির উৎসকে ক্রমেই ঝুঁকির মুখে ফেলছে। বাংলাদেশের ক্ষেত্রে অগভীর মিঠাপানির প্রাপ্যতা আরও কমিয়ে দিয়েছে আর্সেনিক দূষণ। তবে আশার বিষয় হলো, উপকূলীয় অঞ্চলে মাটির আরও গভীরে মিঠা পানির বিশাল ভান্ডারের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।
সমকাল
সাগরে মাছের নতুন ৬৫ প্রজাতি মিললেও মজুত দ্রুত কমছে
বঙ্গোপসাগর নিয়ে নতুন এক জরিপ একসঙ্গে সম্ভাবনা আর সতর্কতা– দুই তথ্যই দিয়েছে। দেশের সমুদ্রসীমায় নতুন ৬৫ প্রজাতির মাছ পাওয়া গেছে, যার মধ্যে পাঁচটি আগে কখনও বিশ্বের কোনো জলসীমায় পাওয়া যায়নি। প্রথমবারের মতো টুনা মাছ ও টুনার লার্ভাও ধরা পড়েছে। এতদিন সাগরে ৪৭৫ প্রজাতির মাছ পাওয়া যেত। আগের প্রজাতির সঙ্গে এখন নতুন করে এসব মাছের প্রজাতি যুক্ত হবে।
আজকের পত্রিকা
চট্টগ্রামে নতুন রোগী ৭৫: স্থানীয় ও প্রবাসীদের মধ্যে এইডস ছড়িয়েছে বেশি
চট্টগ্রামে এইচআইভি ভাইরাস সংক্রমণ কমেছে। তবে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর তুলনায় স্থানীয় এবং প্রবাস থেকে আসা মানুষের মধ্যে বেড়েছে সংক্রমণ। চমেক সূত্রে জানা গেছে, গত অক্টোবর থেকে পূর্ববর্তী এক বছরে আক্রান্ত হয়েছে ৭৫ জন। তাদের মধ্যে স্থানীয় ২৬ জন, প্রবাস থেকে ২০ জন।
কালবেলা
দায়িত্বের জ্ঞানে দুর্নীতির রুট
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছেড়ে ব্যবসার ‘মঞ্চে’ নামতেই পাল্টে যায় ভাগ্যরেখা। এক সময় কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও বিনিময় বিভাগে কর্মরত ছিলেন যুগ্ম পরিচালক পদে। সেই নওশেরুল ইসলাম আজ বিশাল এক ব্যবসায়িক সাম্রাজ্যের নিয়ন্ত্রক। স্বল্প সময়ের ব্যবধানে গড়েছেন অগাধ সম্পদ। দেশের বিভিন্ন জেলায় ১০৬টি সম্পত্তি, ২১টি কোম্পানিতে শেয়ার, ব্যাংকে অগণিত এফডিআর ও ডিপিএস।
প্রথম আলো
বিশ্ব এইডস দিবস আজ: এ বছর শনাক্ত ১ হাজার ৮৯১ জনের
বাংলাদেশে এখন পর্যন্ত ১ হাজার ৮৯১ জন এইডসে আক্রান্ত হয়েছেন। একই সময়ে দেশে এইডসে মারা গেছেন ২১৯ জন।
আজ ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল অডিটরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।
বিবিসি বাংলা
শেখ হাসিনার পাঁচ বছর, শেখ রেহানার সাত বছর ও টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড
বাংলাদেশে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচলে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া তার বোন শেখ রেহানার সাত বছরের সশ্রম কারাদণ্ড, তার মেয়ে টিউলিপ সিদ্দিক দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।