ভারতের আইটেকে কর্মসূচিতে ৫ হাজার বাংলাদেশি পেশাজীবীর প্রশিক্ষণ
ভারতের প্রধান উন্নয়ন সহযোগিতা কর্মসূচি আইটেকে এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি বাংলাদেশি পেশাজীবী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) ঢাকায় ‘আইটেক ডে ২০২৫’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
বিজ্ঞাপন
প্রণয় ভার্মা বলেন, আইটেক ভারতের উন্নয়ন সহযোগিতার মূল ভিত্তিগুলোর একটি। এটি পারস্পরিক উন্নয়ন ও যৌথ অগ্রগতির ধারণায় প্রতিষ্ঠিত।
দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার ‘সেতুবন্ধ’ এবং অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের ‘বিশ্বস্ত মাধ্যম’ হিসেবে কাজ করার জন্য বাংলাদেশি আইটেক অ্যালামনাইদের ধন্যবাদ জানান হাইকমিশনার।
বিজ্ঞাপন
হাইকমিশনার বলেন, আইটেক কর্মসূচি দক্ষিণ-দক্ষিণ সহযোগিতায় ভারতের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। এটি অংশীদার দেশগুলোকে প্রয়োজনভিত্তিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা দিয়ে আসছে।
হাইকমিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে প্রায় ১৫০ বাংলাদেশি আইটেক অ্যালামনাই যোগ দেন।
উল্লেখ্য, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত আইটেক বর্তমানে ভারতের প্রধান উন্নয়ন সহযোগিতা কর্মসূচি। ১৬০টিরও বেশি দেশ এ কর্মসূচির আওতায় প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পেয়ে থাকে।
প্রতি বছর কৃষি, প্রশাসন, জনস্বাস্থ্য, বিচারব্যবস্থা, নির্বাচন ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি, রিমোট সেন্সিং, নবায়নযোগ্য জ্বালানি ও উন্নত কম্পিউটিংসহ বিভিন্ন ক্ষেত্রে ৩০০-এর বেশি বিশেষায়িত কোর্সে ১২ হাজারেরও বেশি কর্মকর্তা-প্রশিক্ষণার্থী অংশ নেন।
এনআই/জেডএস