যমুনা ফিউচার পার্কের সামনে সড়ক অবরোধ মোবাইল দোকানিদের
অনিবন্ধিত মোবাইল ফোন আমদানিতে ৫৭ শতাংশ ট্যাক্স প্রত্যাহার ও এনইআইআর ব্যবস্থা সংস্কারের দাবিতে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করেছেন মোবাইল দোকানিরা। এতে প্রগতি সরণি সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে যমুনা ফিউচার পার্কের সামনে মোবাইল দোকানিরা সড়ক অবরোধ করেন। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য মোবাইল মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
ব্যবসায়ীরা জানান, অতিরিক্ত ট্যাক্স আরোপের কারণে বাজারে মোবাইল ফোনের স্বাভাবিক কেনাবেচা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ৫৭ শতাংশ ট্যাক্সের ফলে আমদানি করা মোবাইল ফোনের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীরা উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ছাড়া এনইআইআর প্রক্রিয়ার বিভিন্ন জটিলতা, ফোন রেজিস্ট্রেশনে বিলম্ব, ভুল আইএমইআইর কারণে ডিভাইস ব্লক হওয়া– এসব সমস্যায় ব্যবসায়ীদের দীর্ঘদিনের ক্ষোভ চরমে পৌঁছেছে।
বিজ্ঞাপন
তারা আরও বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাজার বন্ধ থাকবে। ন্যায্য সমাধান না এলে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, বাজার বন্ধ থাকায় ক্রেতা ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। অনেকেই হঠাৎ দোকানপাট বন্ধ দেখে প্রয়োজনীয় সেবা নিতে ব্যর্থ হয়ে ফিরে গেছেন। এ ছাড়া সড়ক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ব্যবসায়ীরা আশা করছেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি পর্যালোচনা করে কার্যকর পদক্ষেপ নেবে, যাতে বাজার আবার স্বাভাবিকভাবে চালু করা যায়।
সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, মোবাইল ব্যবসায়ীরা দুপুর ১২টা ৪০ মিনিটে সড়ক অবরোধ করেন। দুপুর ২টা পর্যন্ত যমুনা ফিউচার পার্কের সামনে উভয় পাশের সড়কে যান চলাচল বন্ধ ছিল।
এমএসি/এসএসএইচ