চট্টগ্রামের গাছের সঙ্গে হাত–গলা বাঁধা কিশোরের মরদেহ উদ্ধার
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সঙ্গে হাত ও গলা বাঁধা অবস্থায় মো. সোহেল মিয়া (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে নাজিরহাট পৌরসভার উদালিয়া চা–বাগানের মদিনা টিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত সোহেল লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের মো. আলীর ছেলে। অল্প বয়সেই জীবিকার তাগিদে সোহেল ফটিকছড়িতে অটোরিকশা চালাতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আরও পড়ুন
উদালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জৌতিষ চন্দ্র দেব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোহেলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ভুক্তভোগীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
বিজ্ঞাপন
এমআর/এনএফ