চকবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪ পুলিশ ক্লোজড
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি দল চট্টগ্রামের চট্টেশ্বরী রোডে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশের চার সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদেরকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১ ডিসেম্বর) রাতে তাদের ক্লোজড করা হয়। ক্লোজড করা সদস্যদের মধ্যে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তিনজন কনস্টেবল রয়েছেন, যারা চকবাজার থানায় দায়িত্ব পালন করছিলেন। পুলিশ তাদের নাম প্রকাশ করেনি।
বিজ্ঞাপন
নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চারজন টহলদার মিছিলের খবর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানায়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।
এর আগে শনিবার চট্টশ্বরী এলাকায় ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল কর্মী। যদিও ঘটনার পর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম তার থানা এলাকায় এ রকম কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন।
বিজ্ঞাপন
আরএমএন/এমজে