রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় অবস্থিত গোলাপ শাহ্ (রহ.) মাজারের দান বাক্সে ৫৬ লাখ ৬৪ হাজার ৫৫০ টাকা দান হিসেবে পাওয়া গেছে।

বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র রাসেল রহমান জানান গতকাল সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত গোলাপ শাহ্ (রহ.) মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে মোট ৫৬ জন অনুমোদিত গণণাকারী দান গণনায় অংশ নেন। সর্বশেষ চলতি বছরের ২৯ জানুয়ারি অর্থাৎ প্রায় ১০ মাস পূর্বে মাজারের দান গণনা করা হয়েছিল।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে সভাপতি ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে সদস্য-সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট গোলাপ শাহ্ (রহ.) মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটি রয়েছে। এছাড়া, মাজারের দানের টাকা গণনা ও ব্যাংকে জমাদান নিশ্চিতকরণের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিবকে আহ্বায়ক এবং প্রধান সম্পত্তি কর্মকর্তাকে সদস্য-সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট একটি উপকমিটি রয়েছে। এছাড়া, টাকা গণনাকারী সদস্যদের নাম ও সংখ্যা পূর্ব থেকেই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ও অনুমোদিত হয়ে থাকে। 

রাসেল রহমান জানান, মাজার থেকে প্রাপ্ত দান সরাসরি জনতা ব্যাংক, নগর ভবন শাখায় মাজারের পৃথক ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়। এ দানপ্রাপ্ত অর্থ কেবল গোলাপ শাহ্ (রহ.) মাজার ও মসজিদের উন্নয়ন ও ব্যবস্থাপনায় ব্যয় করা হয়। দানকারী ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে পক্ষ হতে গোলাপ শাহ্ (রহ.) মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

এএসএস/এসএম