শিল্পের দূষণে ডুবছে সাভার ও ধামরাইয়ের কৃষিজমি
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
প্রাথমিক বিদ্যালয়ে কোথাও তালা, কোথাও পরীক্ষা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ বেতন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। এর মধ্যে আজ বুধবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন তাঁরা। এর ফলে আজ তৃতীয় দিনের মতো দেশের অনেক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হয়নি। তবে ঢাকাসহ অনেক বিদ্যালয়ে সময়সূচি অনুযায়ী পরীক্ষা হয়েছে। কোথাও কোথাও প্রধান শিক্ষকেরা ‘কোনোমতো’ পরীক্ষা চালিয়ে নিচ্ছেন।
বিজ্ঞাপন
আজকের পত্রিকা
মজুতের লোভে থমকে গেল চার দশকের ব্যবসা
চট্টগ্রামের খাতুনগঞ্জ। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্য আড়ত। এখানেই চার দশক ধরে গম, ডাল, চাল, ভোজ্যতেলসহ নানা পণ্যের ব্যবসা করে নিজের অবস্থান শক্ত করেছিলেন আবুল বশর চৌধুরী। পাঁচ বস্তা জিরা, পাঁচ বান্ডেল দারুচিনি এবং এক কার্টন এলাচি দিয়ে শুরু করা তাঁর ব্যবসা পরে বাল্ক আমদানিতে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে ভোগ্যপণ্য আমদানির অন্যতম বড় খেলোয়াড় হয়ে ওঠেন তিনি। কিন্তু সেই ব্যবসাই এখন তাঁর প্রতিষ্ঠান রুবি ফুডস ও মাসুদ অ্যান্ড ব্রাদার্সের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বণিক বার্তা
রাজনৈতিক সহিংসতায় নভেম্বরে নিহত ১২, মবে ১৬
চলতি বছর নভেম্বরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক ছিল বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। এ সময়ে অন্তত ৯৬টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১২ জন নিহত ও ৮৭৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জন বিএনপির ও একজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)। এছাড়া ২০টি গণপিটুনি ও মব সহিংসতায় ১৬ জনকে হত্যা এবং ১১ জনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। গতকাল সংগঠনটির মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। দেশের ১৫টি জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ এবং সংগঠনের নিজস্ব তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
সমকাল
নির্বাচনী জোটে যাওয়া নিয়ে এনসিপিতে টানাপোড়েন
বিএনপি, নাকি জামায়াতে ইসলামী– কোন দলের নেতৃত্বাধীন জোটে যাবে এনসিপি, তা নিয়ে নবগঠিত দলটিতে টানাপোড়েন তৈরি হয়েছে। বিএনপির সঙ্গে জোট না হলে দুই ছাত্র উপদেষ্টা এনসিপিতে যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন। সে ক্ষেত্রে তারা সরাসরি বিএনপিতে যোগ দিতে পারেন। তবে এখনও তারা সিদ্ধান্ত চূড়ান্ত করেননি।
বণিক বার্তা
বিপুল আগ্রহের পরও মুখ ফিরিয়ে নিচ্ছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান
রেলপথে দেশব্যাপী পণ্য পরিবহন ব্যবসায়ী ও সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য সাশ্রয়ী ও নিরাপদ। এ কারণে বড় আকারের আমদানি-রফতানিমুখী পণ্য, জ্বালানি, অবকাঠামো নির্মাণের কাঁচামাল ও খাদ্যশস্য পরিবহনে রেলওয়ে অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু ইঞ্জিন সংকটের কারণে ও যাত্রীবাহী সার্ভিসকে বেশি গুরুত্ব দিতে গিয়ে কয়েক বছর ধরে চাহিদা অনুযায়ী সেবা দিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। তাই এতদিন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ট্রেনে পণ্য পরিবহনে আগ্রহ দেখালেও এখন তারা বিকল্প পথ খুঁজে নিচ্ছে।
সমকাল
খুনের বিচারের দাবিও ছেড়ে দিয়েছে পরিবারগুলো
গত ২ নভেম্বর রাতে ওয়াজ মাহফিলের অনুদান সংগ্রহের জন্য স্থানীয় মুসল্লিদের সঙ্গে ইউপি সদস্য মামুন শেখের কার্যালয়ে যান এমদাদুল হক। ওই রাতেই আড়ংঘাটা থানার খানাবাড়িতে অবস্থিত কার্যালয়টিতে গুলি ও বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। মামুন শেখকে লক্ষ্য করে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এমদাদুল হকের শরীরে বিদ্ধ হলে তিনি নিহত হন। হত্যার পর আতঙ্কিত নিহতের পরিবার কোনো মামলা করেনি। হত্যাকাণ্ডের মাস পার হলেও জড়িত একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বণিক বার্তা
পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে সিঙ্গাপুরফিলিয়া, ভোক্তারা ঠকছেন কি
সিঙ্গাপুরের নিজস্ব জ্বালানি তেল উৎপাদন নেই। তবে দেশটি ক্রুড অয়েল সংগ্রহ করে পরিশোধিত তেল বিভিন্ন দেশে রফতানি করে। তাদের এ পরিশোধিত জ্বালানি তেলের দাম তুলনামূলক বেশি। বাংলাদেশ প্রতি বছর বিপুল পরিমাণ পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে সিঙ্গাপুরের বিভিন্ন কোম্পানির কাছ থেকে। এতে খরচ পড়ছে বেশি। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম, জাহাজের প্রিমিয়াম কমলেও তার কোনো সুফল পাচ্ছে না দেশের ভোক্তারা।
সমকাল
সরকার কঠোর, শিক্ষকরা অনড়
চলমান শিক্ষক আন্দোলন নিয়ে সরকার অনেকটা হঠাৎ কঠোর অবস্থান নিয়েছে। সরকারের শিক্ষাসংশ্লিষ্ট দুই মন্ত্রণালয় চাকরিবিধি স্মরণ করিয়ে দিয়ে সরকারি শিক্ষকদের তা লঙ্ঘন না করতে গতকাল বুধবার চূড়ান্ত নির্দেশ দিয়েছে। চাকরিবিধি লঙ্ঘন করা শিক্ষক নেতাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
দেশ রূপান্তর
স্বাস্থ্যসেবায় অশনিসংকেত
ছয় দাবিতে আন্দোলনে নেমেছেন স্বাস্থ্য সহকারীরা। পাঁচ দিন ধরে কর্মবিরতি পালন করে এখন ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দশম গ্রেডের দাবিতে আন্দোলন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। আজ তাদের অর্ধদিবস কর্মবিরতি পালনের কর্মসূচি রয়েছে। এ ছাড়া চার দাবিতে গত ২ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন। তারাও দশম গ্রেড চায়। নাসিং খাতেও অস্থিরতা বিরাজ করছে। তারা আট দাবিতে আন্দোলন করছেন। এসব আন্দোলনে দুর্ভোগে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। স্বাস্থ্য খাতে বিপদের শঙ্কা দেখা দিয়েছে।
প্রথম আলো
শিল্পের দূষণে ডুবছে সাভার ও ধামরাইয়ের কৃষিজমি
মো. আলাউদ্দিনের কৃষক পরিচয় কত দিন থাকবে, তা অনিশ্চিত। ২০২৩ সালেও নিজের ৩১ শতক জমি থেকে তিনি ২৫ মণের মতো ধান পেয়েছিলেন। গত বছর ফলন ১৮ মণে নেমেছে। এ বছর চাষই করতে পারেননি।
ঢাকার ধামরাই উপজেলার ডাউটিয়া গ্রামের আলাউদ্দিন গত সেপ্টেম্বরের গোড়ায় বলেছিলেন, জমি থেকে পানি সরছে না। ধান ফলানো দূরের কথা, পচা পানির কারণে জমিতে নামাই যায়নি। নভেম্বরেও গিয়ে দেখা যায়, তাঁর জমির ওপর কালো পানিতে কচুরিপানা ভাসছে। অথচ এ জমি কিছুটা উঁচু জায়গায়।
দেশ রূপান্তর
পলির দাপটে কমল গভীরতা
দেশের প্রথম গভীর সমুদ্রবন্দরখ্যাত মাতারবাড়ীতে পলির দাপট বাড়ছে। আগে যেখানে ১২ দশমিক ৫ মিটার ড্রাফটের (চ্যানেলে পানির নিচে জাহাজের গভীরতা) জাহাজ ভিড়তে পারত, এখন তা এক মিটার কমিয়ে আনা হয়েছে। অর্থাৎ, চ্যানেলে (জাহাজ চলাচলের পথ) এক মিটার পুরুত্বের পলি জমেছে।
যুগান্তর
ধস নামবে টেক্সটাইল অ্যাকসেসরিজ শিল্পে
ঋণের উচ্চ সুদ, জ্বালানি স্বল্পতা ও সীমান্ত পথে অবাধে ভারতীয় সুতা প্রবেশের কারণে টেক্সটাইল ও অ্যাকসেসরিজ শিল্প খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। উপরন্তু তৈরি পোশাকশিল্পের ফ্রি অব কস্টের (বিনামূল্যে কাপড় ও অ্যাকসেসরিজ আমদানির সুযোগ) সীমা বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, যা এই দুই শিল্পকে আরও বিপদের মুখে ফেলবে। খাতসংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ছাড়া এ ধরনের সিদ্ধান্ত শিল্পের কফিনে শেষ পেরেক ঠুকবে। যুগান্তরের কাছে এমন আশঙ্কার কথা ব্যক্ত করেন ভুক্তভোগী মহল।
আজকের পত্রিকা
বিএনপির মনোনয়ন: অসন্তোষ অন্তত ৭০ আসনে, বদলের চিন্তা ৩০টিতে
জাতীয় সংসদ নির্বাচনে এখনো চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেনি বিএনপি। তবে মনোনয়নের জন্য ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অন্তত ৭০ আসনে দেখা দিয়েছে অসন্তোষ। মনোনয়নপ্রত্যাশী দলের অন্য নেতাদের সমর্থকেরা ক্ষোভ-বিক্ষোভ করছেন, সংঘর্ষে জড়াচ্ছেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও অনেকে লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে জানা গেছে।
কালের কণ্ঠ
সীমান্তপথে ঢোকে, ছড়ায় ট্রেনে
মধ্যবয়সী আক্তার হোসেনের হাতে চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ একটি ফাইল। যাত্রীবেশে চড়েছেন ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে। ট্রেনে তাঁর চলাফেরায় সন্দেহ হলো রেলওয়ে গোয়েন্দা পুলিশের। ট্রেন থেকে তাঁকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো।
কালবেলা
চার হাজারে ভাসানচর ছাড়ার ‘টিকিট’ পাচ্ছে রোহিঙ্গারা
হত্যা-নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একটি অংশকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। যদিও নানা সীমাবদ্ধতার মুখোমুখি হয়ে তারা সেখান থেকে পালিয়ে ছড়িয়ে পড়ছে দেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে, জড়াচ্ছে নানা অপরাধে। আর এতে করে দেশের মানুষের সার্বিক নিরাপত্তা বিঘ্নিতের শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ার শঙ্কায় রয়েছে। রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। ভাসানচর থেকে পালানো রোহিঙ্গাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কঠিন হলেও তারা দালাল চক্রের সহায়তা নিচ্ছে। দালালরা জনপ্রতি ৩-৪ হাজার টাকা নিয়ে কাঠের নৌকায় চট্টগ্রাম কিংবা নোয়াখালী পৌঁছে দেয় রোহিঙ্গাদের। রোহিঙ্গাদের এমন পলায়ন বন্ধ করে সমস্যার স্থায়ী সমাধান না হলে দেশ অদূর ভবিষ্যতে বড় বিপর্যয়ের মুখে পড়বে বলে ধারণা করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।
বিবিসি বাংলা
পুতিন দিল্লি পৌঁছার আগেই ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন রাশিয়ার
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুদিনের সফরে ভারতে আসছেন। তার আগেই রাশিয়ার পার্লামেন্ট ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ এক সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে।
এই চুক্তি অনুযায়ী দুই দেশের সামরিক বাহিনী একে অপরকে লজিস্টিক্যাল সাপোর্ট দেবে, অর্থাৎ এক দেশের বাহিনী অপর দেশে গিয়ে সামরিক পরিকাঠামো ব্যবহার করতে পারবে।
কালের কণ্ঠ
কৃষি কর্মকর্তা ও সরবরাহকারীর লুটপাটে কৃষকের ভর্তুকি বন্ধ
দেশের কৃষি খাত আধুনিকায়নে নেওয়া হয়েছিল ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ’ প্রকল্প। সরকারের পরিকল্পনা ছিল, অনুদান ও ভর্তুকির সহায়তায় কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে ৫১ হাজারের বেশি অত্যাধুনিক কৃষিযন্ত্র। কিন্তু প্রকল্পের পাঁচ বছরে এসে সেই পরিকল্পনা পরিণত হয়েছে দেশের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ভর্তুকি লুটপাটের ঘটনা। আর এই লুটপাটের কারণে বরাদ্দের যন্ত্র দিতে কৃষকের ভর্তুকি বন্ধ করে দেওয়া হয়েছে।