নতুন দুটি রাজনৈতিক দল, আমজনতার দল এবং জনতার দল, নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন পেতে যাচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দল দুটির বিরুদ্ধে কারো কোনো আপত্তি আছে কি না, তা জানতে চেয়েছে সাংবিধানিক এই সংস্থাটি। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে এই আপত্তি জানাতে বলেছে ইসি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইসি সচিব আখতার আহমেদ দাবি ও আপত্তি আহ্বান করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

এতে জানানো হয়েছে, ‘আমজনতার দল’ দলটির জন্য প্রতীক হিসেবে প্রজাপতি চেয়েছে এবং ‘জনতার দল’ চেয়েছে কলম। দল দু’টিকে নিবন্ধন দেওয়ার বিষয়ে কারো কোনো আপত্তি থাকলে, তা নির্ধারিত সময়ের মধ্যে ইসিতে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এসআর/বিআরইউ