চট্টগ্রামে ৮০ শিশুরোগ চিকিৎসকের অংশগ্রহণে ক্রিটিক্যাল কেয়ার কর্মশালা
চট্টগ্রামে প্রথমবারের মতো শিশু ক্রিটিক্যাল কেয়ার বিষয়ক দুই দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) ও শনিবার অনুষ্ঠিত কর্মশালায় সরকারি ও বেসরকারি হাসপাতালের ৮০ জন শিশুরোগ চিকিৎসক অংশ নেন।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগ এবং বাংলাদেশ অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক অ্যান্ড নিওনেটাল ক্রিটিক্যাল কেয়ার (বিএপিএনসিসি) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের লেকচার গ্যালারিতে শিশু ও নবজাতক ক্রিটিক্যাল কেয়ার বিষয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে এ ধরনের কর্মশালা এই প্রথম চট্টগ্রামে আয়োজন করা হলো।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের পেডিয়াট্রিক একাডেমিক প্রধান অধ্যাপক ডা. মনির হোসেন, একই প্রতিষ্ঠানের নিওনেটালজির ডেপুটি একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. মাহফুজা শিরিন, পেডিয়াট্রিক কার্ডিওলজি একাডেমির সেক্রেটারি অধ্যাপক ডা. মো. আবদুল্লাহ আল মামুন, হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পেডিয়াট্রিক কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ারের বিশেষজ্ঞ ডা. এম নুরুল আখতার হাসান, সহকারী অধ্যাপক ডা. আকতার হোসেন মাসুদ, সহকারী অধ্যাপক ডা. আবু তালহা, ঢাকা এভারকেয়ার হাসপাতালের পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের কনসালটেন্ট ডা. নুরুন নাহার এবং চট্টগ্রাম এপোলো ইম্পেরিয়াল হাসপাতালের পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডা. সাদিয়া আফরিন।
বিজ্ঞাপন
কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশুস্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. দিদারুল আলম। অনুষ্ঠানে বক্তব্য দেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, সহসভাপতি আবদুল মান্নান রানা, সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম আজাদ, কোষাধ্যক্ষ অধ্যক্ষ ডা. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র) অধ্যাপক ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, ইনস্টিটিউট অব চাইল্ড হেলথের পরিচালক অধ্যাপক ডা. ওয়াজির আহমেদ, পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিমসহ সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, শিশু ও নবজাতক ক্রিটিক্যাল কেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ ধরনের কর্মশালার মাধ্যমে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি পায় এবং চিকিৎসা বিজ্ঞানের নতুন জ্ঞান অর্জনের সুযোগ তৈরি হয়। তারা ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণমূলক কর্মশালা আয়োজনের ওপর গুরুত্ব দেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী চিকিৎসকদের মাঝে সনদ বিতরণ করা হয়। কর্মশালার সমন্বয়কের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউর সহকারী অধ্যাপক ডা. মিশু তালুকদার এবং সঞ্চালনা করেন শিশুস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা।
এমআর/এমএসএ