চট্টগ্রাম নগরের ইপিজেড থানার সাগরপাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. হানিফ নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হানিফ লোটাস আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র। সে ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ এলাকার মো. সাগরের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া ঢাকা পোস্টকে বলেন, মো. হানিফ (১২) নামের এক শিশু বিকেলের পর সাগরপাড় এলাকায় ঘুরতে যায়। এ সময় পাথর বহনকারী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সন্ধ্যা সাতটার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

কেএম/আরএইচ