প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

সরকারের দেশ চালানো নিয়ে কিছুটা সন্তুষ্ট ৪৯% মানুষ, অত্যন্ত সন্তুষ্ট ৫%

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যেভাবে দেশ চালাচ্ছে, তাতে দেশের অর্ধেকের বেশি মানুষের মধ্যে সন্তুষ্টি রয়েছে। একটি বড় অংশের মানুষ বলেছেন, তাঁরা সন্তুষ্ট নন, অসন্তুষ্টও নন। আরেকটি বড় অংশের মানুষের মধ্যে অসন্তুষ্টি রয়েছে।

প্রথম আলোর উদ্যোগে করা এক জরিপে মানুষের এই মতামত উঠে এসেছে। জরিপটি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকার্স কনসালটিং লিমিটেড।

যুগান্তর

প্রমাণ মেলেনি ৫৬% মামলার

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর ইসিবি চত্বরে হামলায় গুরুতর আহত দাবি করে ঢাকার আদালতে একটি হত্যাচেষ্টার মামলা করেন মো. আব্দুল আজিজ। মামলায় আড়াইশ ব্যক্তিকে আসামি করা হয়। তবে তদন্তে নেমে মামলার বাদীর অস্তিত্ব এবং সাক্ষীদের খুঁজে পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ মামলায় যাদের আসামি করা হয়েছে, তাদের অনেকেই কখনো ঢাকায়ই আসেননি।

কালের কণ্ঠ

চলতি সপ্তাহেই তফসিল

আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোট অনুষ্ঠানে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত। চলতি সপ্তাহের যেকোনো দিন এর তফসিল ঘোষণা হতে যাচ্ছে। গতকাল রবিবার সকালে এই তফসিল চূড়ান্ত করার জন্য নির্বাচন কমিশনের সভা হয়। পরে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন অন্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে নিজেদের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।

যুগান্তর

আটকে আছে ৪ লাখ কোটি টাকার খেলাপি ঋণ

চলতি ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ কমাতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য নীতি সহায়তা প্রয়োগ ও খেলাপি ঋণ আদায় বাড়াতে বলেছে।

কালের কণ্ঠ

ফের তেজিভাব মূল্যস্ফীতির

নিত্যপণ্যের বাজারের উত্তাপ অসহনীয়। শীতের ভরা মৌসুমে শাক-সবজির দাম হাতের নাগালে থাকার কথা থাকলেও দাম ধরাছোঁয়ার বাইরে। সাধারণ ভোক্তার নাভিশ্বাস অবস্থার যেন শেষ হচ্ছে না! এর মধ্যেই আবার খবর এলো নভেম্বর মাসে মূল্যস্ফীতি আরো বেড়েছে। খোদ সরকারি হিসাবেই পণ্যের দাম বাড়তির এ খবর জানাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

যুগান্তর

কোটিপতি আমানতকারী এক বছরে বেড়েছে ১১ হাজার

অর্থনৈতিক মন্দার মধ্যেও ব্যাংকগুলোয় কোটিপতি আমানতকারীর সংখ্যা বাড়ছে। গত এক বছরে বেড়েছে প্রায় ১১ হাজার। অপরদিকে ব্যাংকগুলোয় সার্বিকভাবে আমানত ও ঋণপ্রবাহ সামান্য বেড়েছে। তবে চলতি বছরের মধ্যে গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকেই ঋণ ও আমানতের প্রবৃদ্ধি সবচেয়ে কম হয়েছে। পাশাপাশি গ্রাহকদের চলতি হিসাবের আমানতও কমেছে। দেশের অর্থনৈতিক মন্দায় ব্যবসা-বাণিজ্যের গতি কম থাকার কারণেই ঋণ ও আমানতের ক্ষেত্রে এমন নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আজকের পত্রিকা

ভোটের আগে নেশার বাণিজ্য

দেশে ফেনসিডিলের পাশাপাশি নেশা-জাতীয় একই ধরনের নতুন তিনটি সিরাপের বিস্তার ঘটাতে চাইছে ভারতের মাদক কারবারিরা। বাংলাদেশের সীমান্তঘেঁষা ভারতের ১০ জেলার কারখানায় তৈরি এসব মাদক ঢুকছে দেশের আট সীমান্ত জেলা দিয়ে। ইতিমধ্যে ছোট কয়েকটি চালান আটকও হয়েছে। মাদক হিসেবে এখনো অপরিচিত নতুন এসব সিরাপ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

কালের কণ্ঠ

ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন কোটিপতিরা

ধারাবাহিকভাবে দেশের ব্যাংক খাতে কোটিপতি গ্রাহকের সংখ্যা বাড়লেও আমানতের পরিমাণ কমছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের ব্যাংকিং খাত থেকে বড় অঙ্কের আমানতকারীদের সরে যাওয়ার প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে। চলতি বছরের মার্চ প্রান্তিকের তুলনায় জুন প্রান্তিকে ব্যাংক খাতে কোটিপতি গ্রাহকের সংখ্যা বেড়েছিল পাঁচ হাজার ৯৭৪টি। আর জুন প্রান্তিকের তুলনায় সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংক খাতে কোটিপতি গ্রাহকের সংখ্যা বেড়েছে ৭৩৪টি।

আজকের পত্রিকা

নিউজ ফিডের রাজনীতি

ভোটের সময় প্রার্থী আর তাঁর কর্মীদের নাওয়া-খাওয়ার সময় থাকে না। ছুটতে থাকেন ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে। যে করেই হোক প্রার্থীর কথা পৌঁছে দিতে হবে প্রতিটি ভোটারের কানে। কিন্তু প্রচলিত পদ্ধতির সভা-সমাবেশ, লিফলেট-পোস্টারে হয়তো আর সেটা শতভাগ সম্ভব হতো না।

বণিক বার্তা

লোকসান কমেনি, বেড়েছে সিস্টেম লস, নবায়নযোগ্য বিদ্যুতেও নেই অগ্রগতি

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ২০০৭-০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তিনি বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন। ওই সময়ে দেশে রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা শুরু। পরবর্তী সময়ে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকার ক্ষমতায় আসার পর বিশেষ আইন প্রণয়ন করে কুইক রেন্টাল ও ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারের (আইপিপি) মাধ্যমে অস্বচ্ছ প্রক্রিয়ায় দেশে চাহিদার বিপরীতে সামঞ্জস্যহীনভাবে বাড়ানো হয় বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা।

প্রথম আলো

আয় বেড়েছে ১২% মানুষের, খরচ বেড়েছে ৭৯ শতাংশের

জুলাই গণ-অভ্যুত্থানের পরের এক বছরে অল্পসংখ্যক মানুষের আয় বেড়েছে। খরচ বেড়েছে বেশির ভাগের। সাধারণ মানুষের আয়রোজগারের ব্যবস্থা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার যে কাজ করেছে, তাতে বেশির ভাগ মানুষ সন্তুষ্ট নন।

বণিক বার্তা

পেঁয়াজ ও সবজির দামের চাপে মূল্যস্ফীতি ফের ঊর্ধ্বমুখী

আমদানি নিয়ে সিদ্ধান্তহীনতার পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় দুর্বলতার জেরে নভেম্বরে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ হয়। একই সঙ্গে শীতকালীন সবজির ভরা মৌসুমেও কিনতে হয়েছে উচ্চমূল্যে। এর বিরূপ প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, মূল্যস্ফীতি আবারো বেড়েছে নভেম্বরে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে গত বছরের একই মাসের তুলনায় ৮ দশমিক ২৯ শতাংশ, যা অক্টোবরে ৮ দশমিক ১৭ শতাংশ ছিল।

প্রথম আলো

নিলামে উঠছে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম, সেবার মান কতটা বাড়বে

দেশের মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবার মান নিয়ে গ্রাহকদের অভিযোগের শেষ নেই। গত মাসে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) গণশুনানিতে গ্রাহকদের কাছ থেকে দেড় হাজারের বেশি অভিযোগ জমা পড়েছিল। গ্রাহকেরা অপারেটরদের নানা অনিয়ম, অতিরিক্ত চার্জ ও নেটওয়ার্ক সমস্যাসহ বিভিন্ন ভোগান্তির কথা সেখানে তুলে ধরেন।

সমকাল

আসন সমীকরণ মিলছে না, ৫ জোটে বিভক্ত দলগুলো

দেশের নির্বাচনমুখী দলগুলো এ মুহূর্তে পাঁচটি জোটে বিভক্ত। তবে নির্বাচনী আসন বণ্টন জটিলতায় জোটগুলো অটুট থাকবে কিনা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিএনপির সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন চলছে ক্ষুব্ধ মিত্র দলগুলোর। বিএনপির কাছ থেকে প্রত্যাশিত আসন না পাওয়া কয়েকটি দল জামায়াতে ইসলামীর ‘নির্বাচনী সমঝোতা’র বলয়ে ঝুঁকছে। কিন্তু সেখানেও আসন নিয়ে টানাপোড়েন আছে।

কালবেলা

দেশের ৬০ ভাগ মানুষ নিরাপদ পানি বঞ্চিত

দেশে ৬০ দশমিক ৭ শতাংশ মানুষ নিরাপদ পানি থেকে বঞ্চিত, মাত্র ৩৯ দশমিক ৩ শতাংশ মানুষের নিরাপদ ব্যবস্থাপনার আওতায় পানি পাওয়ার সুযোগ রয়েছে। আরও উদ্বেগজনক বিষয় হলো, পানির সব ধরনের উৎসের প্রায় অর্ধেক (৪৭ দশমিক ২ শতাংশ) এবং প্রতি ১০টির মধ্যে ৮টি পরিবারে ব্যবহৃত পানির নমুনায় (৮৪ দশমিক ৯ শতাংশ) ভয়ংকর ই. কোলাই ব্যাকটেরিয়া দূষণ রয়েছে। যা লাখ লাখ শিশুর জন্য ডায়রিয়া, টাইফয়েড ইত্যাদি রোগে আক্রান্তের ঝুঁকি সৃষ্টি করে। তারা প্রতিদিন এ ঝুঁকির মুখোমুখি হয় এবং সাধারণ এক গ্লাস পানিই তাদের জন্য ভয়ানক বিপদ বয়ে আনতে পারে। ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) করা সর্বশেষ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভেতে (এমআইসিএস) এ তথ্য উঠে এসেছে।

সমকাল

নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু অধিকার: ৭ সংস্থার জাতীয় জোট গঠন

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে নারী ও শিশুদের অধিকার, সুরক্ষা এবং কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে গঠিত হয়েছে নতুন একটি জাতীয় প্ল্যাটফর্ম– ‘অ্যাডভান্সিং ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস কোয়ালিশন’। দেশের শীর্ষস্থানীয় সাতটি জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একত্রিত হয়ে এই জোট গঠন করেছে।

কালবেলা

ক্ষমতার জাদুতে সরকারি জমি নিজের করে বিক্রি সাগুফতার

হাজার কোটি টাকার মালিক, তবে তা শ্রমে-ঘামে উপার্জিত বা উত্তরাধিকার সূত্রে নয়। সবই এসেছে ‘উত্তরাধিকার ক্ষমতায়’। প্রথমে এসব তথ্য শুনে কিছুটা অস্বাভাবিক মনে হলেও এমনটিই ঘটেছে ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. ইলিয়াস উদ্দিন মোল্লার চাচাতো ভাই জুয়েল মোল্লার ক্ষেত্রে। সরকারি ১২ একর জমির পাশাপাশি সমাজে ক্ষমতাশালী হিসেবে পরিচিত নন—এমন ‘দুর্বল’ সাধারণ মানুষের জমি দখলে নিয়ে গড়েন সাগুফতা হাউজিং সাম্রাজ্য। আর সেসব জমি এশিউর, সানভিউ, হ্যাভেলি প্রোপার্টিজ, সিটি লাইফ, আরকে টাওয়ার প্রোপার্টিজসহ বিভিন্ন হাউজিং কোম্পানি এবং প্রায় আড়াইশ ব্যক্তির কাছে বিক্রি করে হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা।

বিবিসি বাংলা

আফ্রিকার দেশ বেনিনে অভ্যুত্থান চেষ্টা ঠেকিয়ে দিয়েছে সরকার অনুগত সৈন্যরা

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে একটি সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার পর সেটি ঠেকিয়ে দিয়েছে প্রেসিডেন্টের অনুগত আরেক দল সৈন্য। এরপর রাষ্ট্রীয় টেলিভিশনে এসে 'পরিস্থিতি নিয়ন্ত্রণে' আছে জানিয়ে প্রেসিডেন্ট প্যাট্টিস টালন দেশের নাগরিকদের আশ্বস্ত করেছেন।