প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

নির্বাচিত সরকারের প্রতি মানুষের আশাবাদ বেশি

দেশের পরবর্তী নির্বাচিত সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে সফল হবে বলে মনে করেন অর্ধেকের বেশি মানুষ। নির্বাচিত সরকারের প্রতি মানুষের এই আশাবাদের বিষয়টি উঠে এসেছে প্রথম আলোর উদ্যোগে করা এক জরিপের ফলাফলে।

আজকের পত্রিকা

জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে কমিশন। এরপর জাতির উদ্দেশে দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হবে। তিনি আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করতে পারেন। সব ঠিক থাকলে ভোট অনুষ্ঠিত হতে পারে ১২ ফেব্রুয়ারি।

সমকাল

আসিফ পদত্যাগ করবেন, মাহফুজ অনিশ্চিত

নির্বাচনে অংশ নিতে আজ বা আগামীকালের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে পারেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে অপর ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করবেন কিনা– তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তিনি নির্বাচনে অংশ না নিয়ে সরকারে থাকতে পারেন। 

আজকের পত্রিকা

সাধারণের স্বাস্থ্যসেবা: মিলিয়ে যাচ্ছে ‘সূর্যের হাসি’

আর্থিক সংকট ও অব্যবস্থাপনায় ডুবতে বসেছে প্রায় তিন দশক ধরে দেশের দরিদ্র মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া ‘সূর্যের হাসি ক্লিনিক’। এই অবস্থার জন্য বহুলাংশে দায়ী করা হয় ক্লিনিকের বর্তমান কর্তৃপক্ষকে। রয়েছে আর্থিক অস্বচ্ছতা, অদক্ষতা এবং অনিয়মের অভিযোগও। এভাবে গত চার-পাঁচ বছরে ক্লিনিকের সংখ্যা ৪০০ থেকে কমে ৬০টিতে এসেছে। পড়েছে সেবার মানও।

সমকাল

দুই লাখ টাকার পর প্রতি তিন মাসে তোলা যাবে ১ লাখ

সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা ফেরতের বিশেষ স্কিমের খসড়া প্রস্তুত করেছে বাংলাদেশ ব্যাংক। আমানত বীমা তহবিল থেকে প্রথম ধাপে দুই লাখ টাকা পর্যন্ত দেওয়ার পর তিন মাস অন্তর এক লাখ টাকা তোলা যাবে। এ জন্য পাঁচ ব্যাংকের কাছে আমানতকারীর ২৭ ধরনের তথ্য চেয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই তথ্য পাওয়ার পর প্রক্রিয়া শেষে দ্রুত স্কিম ঘোষণা করা হবে।

আজকের পত্রিকা

দেড় বছরে ১০ বার থমকে গেছে মেট্রোরেল চলাচল

যানজটের নগরী ঢাকায় যাতায়াতে কিছুটা স্বস্তি আনা মেট্রোরেলের চলাচল হঠাৎ হঠাৎ থমকে যাচ্ছে। গত প্রায় দেড় বছরে ১০ বার বিঘ্ন ঘটেছে চলাচলে। বিঘ্ন ঘটার বেশির ভাগ কারণই মানবসৃষ্ট। বাকিগুলো বিয়ারিং প্যাড খুলে পড়াসহ কারিগরি বা যান্ত্রিক ত্রুটি। মানুষের অসচেতনতা আধুনিক এই গণপরিবহন সেবার নিরাপত্তায় বড় হুমকি হয়ে উঠেছে।

সমকাল

তামাকে বছরে ক্ষতি ৮৭ হাজার কোটি টাকা

দেশে তামাক খাত থেকে সরকার যে পরিমাণ রাজস্ব পায়, তামাক ব্যবহার ও উৎপাদনের ফলে সৃষ্ট আর্থিক ক্ষতির পরিমাণ তার দ্বিগুণের বেশি। 
২০২৪ সালে তামাকজনিত এই ক্ষতির পরিমাণ ছিল ৮৭ হাজার ৫০০ কোটি টাকা। অথচ ২০২৩-২৪ অর্থবছরে তামাক কোম্পানিগুলোর কাছ থেকে সরকার রাজস্ব পেয়েছে প্রায় ৪০ হাজার কোটি টাকা।

যুগান্তর

রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুত দেশের রাজনৈতিক দলগুলো। গণসংযোগের পাশাপাশি জোট বা আসন সমঝোতাও ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। ইতোমধ্যে তিনটি জোট গঠন হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বেশির ভাগ দলের প্রার্থীরা এখন নিজ এলাকায় ব্যস্ত সময় পার করছেন। তারা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সব মিলিয়ে তফসিলের আগেই ভোটের মাঠে একধরনের উৎসব বিরাজ করছে।

কালের কণ্ঠ

ভোটের ট্রেনের বাঁশি বাজছে

নির্বাচনী ট্রেন যাত্রা শুরুর জন্য প্রস্তুত। নির্বাচন কমিশন (ইসি) হুইসল বাজালেই গন্তব্যে রওনা হবে। যাত্রা শুরু হতে পারে আজ বুধবার অথবা আগামীকাল বৃহস্পতিবার। তফসিলসহ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ প্রস্তুত।

যুগান্তর

চলতি মাস থেকে এমআরপি বন্ধ হচ্ছে বিদেশি মিশনেও

চলতি ডিসেম্বর থেকেই মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে। দেশের সব জেলা এবং বেশির ভাগ বিদেশি মিশনে ই-পাসপোর্ট চালু হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি মাসের শেষ দিকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। 

কালের কণ্ঠ

বৈশ্বিক মঞ্চে টাঙ্গাইলের শাড়ি

টাঙ্গাইল শাড়ি বুননশিল্পকে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে ইউনেসকো। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভারতের নয়াদিল্লিতে ইউনেসকো ২০০৩ কনভেনশনের চলমান ২০তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। চলমান এই সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের দলনেতা এবং ইউনেসকো সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘এই স্বীকৃতি বাংলাদেশের জন্য একটি অসামান্য গৌরবের বিষয়। দীর্ঘ দুই শতকের বেশি সময় ধরে টাঙ্গাইলের তাঁতিদের অনবদ্য শিল্পকর্মের বৈশ্বিক স্বীকৃতি এটি।

প্রথম আলো

অভ্যুত্থানের পর ৬ সাংবাদিক নিহত, ক্ষতিগ্রস্ত আরো ১০৭৩

চব্বিশের গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের গণমাধ্যমকর্মীদের ওপর হামলা, মামলা, হুমকি, হয়রানি থেকে শুরু করে হত্যা ও চাকরিচ্যুতির মতো নানামুখী দমন-পীড়নের ঘটনায় ছয়জন সাংবাদিক নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত এক হাজার ৭৩ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গণমাধ্যমে প্রকাশিত খবর বিশ্লেষণ করে সংস্থাটি এসব তথ্য তুলে ধরেছে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে ১২ দফা সুপারিশ করেছে।

বণিক বার্তা

সবল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দুর্বল ব্যাংকে আমানত রেখে বিপাকে

জ্বালানি ও বিদ্যুৎসহ কয়েকটি খাতের ১৭টি রাষ্ট্রায়ত্ত কোম্পানি দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত। কোম্পানিগুলো তাদের ব্যবসা থেকে আহরিত আয় ও মুনাফার একটি অংশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মেয়াদি ও চলতি হিসাবে জমা রাখে। এ বছরের জুন শেষে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর গচ্ছিত আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ৫৬৭ কোটি টাকা। যার বড় অংশই জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর। এ আমানতের একটি অংশ রয়েছে কয়েকটি দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে। এসব দুর্বল প্রতিষ্ঠানে গচ্ছিত আমানত ফেরত পাওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

প্রথম আলো

দেশে মানবাধিকার কমিশন এখনো অকার্যকর

বিশ্ব মানবাধিকার দিবস আজ বুধবার। এ বছর দিবসের প্রতিপাদ্য ‘মানবাধিকার আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়’। অথচ বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন এক বছরের বেশি সময় ধরে অকার্যকর।

কালবেলা

দুর্নীতি ঢাকতে গোপন বৈঠক রসিদ দিয়ে ঘুষের ফান্ড

নারী ও কিশোরী পাচারে ৫৩টি রিক্রুটিং এজেন্সির সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ তুলে ধরে গত ১৩ জুলাই প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালবেলা। সেই প্রতিবেদনের সূত্র ধরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে গঠন করা হয় তদন্ত কমিটি। এরপর তদন্তের স্বার্থে উল্লেখিত এজেন্সিগুলোকে চিঠি দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। তবে গত ছয় মাসেও এসব এজেন্সির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদনও। উল্টো গুরুতর এসব অপরাধ ধামাচাপা দেওয়ার কথা বলে এসব রিক্রুটিং এজেন্সি মালিককে ডেকে ডেকে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা। যার তথ্যপ্রমাণ কালবেলার হাতে এসেছে।

বণিক বার্তা

নিজের বাড়ির সামনে পার্ক লাইব্রেরি ও রাস্তা করছেন প্রশাসক এজাজ

রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটের পেছনে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) একটি খোলা জায়গা এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে পার্ক হিসেবে ব্যবহার হয়ে আসছিল দীর্ঘদিন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আনিসুল হক পার্কটির সৌন্দর্যবর্ধনের কার্যক্রম নেয়ার বিষয়েও স্থপতিদের সঙ্গে কথা বলেছিলেন। সাবেক মেয়র আতিকুল ইসলামের সময়েও পার্কটি ডিএনসিসির অধীনেই ছিল। গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর মাঠটি আবার জাগৃকের অধীনে নিয়ে নেয়া হয়। এলাকাবাসী ও পরিবেশকর্মীদের সব দাবি উপেক্ষা করে ৪১ কাঠার জায়গাটিতে এখন আবাসিক কাম বাণিজ্যিক ভবন নির্মাণের প্রকল্প নেয়া হয়েছে।

বিবিসি বাংলা

অজ্ঞাতনামা লাশ, হেফাজতে মৃত্যু আর মব- এখন মানবাধিকারের তিন সংকট

বাংলাদেশে গত দেড় বছরে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে গুম খুনের অভিযোগ খুব একটা শোনা না গেলেও মানবাধিকার সংগঠক ও সংস্থাগুলোর কাছে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে অজ্ঞাতনামা লাশের সংখ্যা বেড়ে যাওয়া, কারা ও নিরাপত্তা হেফাজতে মৃত্যু আর মব সন্ত্রাস।

তাদের অভিযোগ, এই সময়ে মব সন্ত্রাসের মাধ্যমে দেশজুড়ে মাজার, দরগা ও বাউলদের ওপর অব্যাহত হামলা ও নিপীড়নের মতো ঘটনা ক্রমাগত বাড়লেও এর বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ খুব একটা চোখে পড়েনি।