যৌন হয়রানির অভিযোগ কমিটি: বাইরের সদস্য রাখার বাধ্যবাধকতা নেই
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
যৌন হয়রানির অভিযোগ কমিটি: বাইরের সদস্য রাখার বাধ্যবাধকতা নেই
কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে ২০০৯ সালে যুগান্তকারী রায় দিয়েছিলেন হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশনার মধ্যে অন্যতম বিষয় ছিল, অভিযোগ তদন্ত ও পরিচালনার জন্য প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি থাকবে। নিরপেক্ষতা রাখার জন্য ওই অভিযোগ কমিটির দুজন সদস্যকে প্রতিষ্ঠানের বাইরে থেকে নিতে হবে, যাঁরা জেন্ডার ও যৌন নিপীড়ন প্রতিরোধে কাজ করেন।
বিজ্ঞাপন
যুগান্তর
পুলিশের বদলি পদায়নে লাগবে ইসির অনুমোদন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে আজ বৃহস্পতিবার। তফসিল ঘোষণার পরপরই দেশের পুরো প্রশাসন কার্যত সরকারের হাত থেকে সরে গিয়ে সরাসরি নির্বাচন কমিশনের (ইসি) অধীনে চলে যাবে। এ সময় থেকে সরকার গঠনের আগ পর্যন্ত পুলিশসহ মাঠ প্রশাসনের বদলি, পদায়ন, দায়িত্ব পরিবর্তন- সবকিছুতেই ইসির চূড়ান্ত অনুমোদন আইনগতভাবে বাধ্যতামূলক। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের লক্ষ্যেই নির্বাচন কমিশন এই কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে থাকে। পুলিশ কর্মকর্তারা বলছেন, বদলি-পদায়ন যথাযথ নিয়মেই চলবে, শুধু ইসির অনুমোদন নিতে হবে।
বণিক বার্তা
রাষ্ট্রীয় গ্যারান্টি ছাড়াও উন্মুক্ত দরপত্রে সৌরবিদ্যুতে ব্যয় কমছে বিপিডিবির
দেশে সৌরবিদ্যুতের উৎপাদন বাড়াতে ৯১৮ মেগাওয়াট সক্ষমতার ১২টি বিদ্যুৎ কেন্দ্র ট্যারিফ অনুমোদন দেয়া হয়েছে। গত ৯ ডিসেম্বর সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে অনুমোদন পাওয়া এসব বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন খরচ বিগত সময়ের চেয়ে কমেছে। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে অনুমোদন পাওয়া এসব বিদ্যুতের প্রতি কিলোওয়াট-ঘণ্টার গড় ট্যারিফ ৭ দশমিক ৮০ সেন্ট। যা বিশেষ আইনের আওতায় অনুমোদন পাওয়া সৌরবিদ্যুতের ট্যারিফের চেয়ে আড়াই সেন্ট কম। এর আগে সৌরবিদ্যুতের অনুমোদিত গড় ট্যারিফ ছিল প্রায় সাড়ে ১০ সেন্ট। ফলে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাষ্ট্রীয় সভরিন গ্যারান্টির বাইরে উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ কিনবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।
সমকাল
আসন নিয়ে বিএনপির ওপর ক্ষুব্ধ মিত্ররা
আসন ভাগাভাগি নিয়ে মিত্র দলগুলোর সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে। এর মধ্যেই গতকাল বুধবার রাজধানীর পল্টনে নাগরিক ঐক্যের কার্যালয়ে ২৯ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। সেখানে আসন নিয়ে বিএনপির প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। বিএনপির সঙ্গে শিগগির বৈঠকে বসারও সিদ্ধান্ত হয়েছে।
কালের কণ্ঠ
মিশ্র প্রতিক্রিয়া অস্ট্রেলিয়ায়
বুধবার রাত ১২টা (স্থানীয় সময়) পার হওয়ার পর থেকে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধ হয়ে গেছে। নিষেধাজ্ঞার আওতায় এসেছে ১০টি বড় সামাজিক মাধ্যম—ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, রেডিট, কিক, টুইচ ও এক্স। এসব প্ল্যাটফর্ম জানিয়েছে, তারা নতুন করে বয়স যাচাইকরণ প্রযুক্তি ব্যবহার করবে। এরই মধ্যে ১৬ বছরের কম বয়সীদের ১০ লাখ অ্যাকাউন্ট চিহ্নিত করে সেগুলো সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে ব্লক করা হয়েছে।
দেশ রূপান্তর
কলকাতা ছাড়তে বাধা আ.লীগ নেতাদের
ফেনী জেলা আওয়ামী লীগের নিষিদ্ধঘোষিত নেতা হারুন (ছদ্মনাম) প্রভাবশালী লোক ছিলেন। তার কথায় প্রশাসন উঠত-বসত। ৫ আগস্টের পর তিনি পালিয়ে কলকাতায় চলে যান; পাঁচ মাসের মাথায় স্ত্রী ও সন্তানদেরও সেখানে নিয়ে যান। কলকাতার নিউটাউনে বাস করছেন তিনি। মাসখানেক আগে তিনি সপরিবারে লন্ডনে যাওয়ার চেষ্টা করেন; নেতাজি সুভাষ বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি না থাকায় যেতে পারেননি। একই ঘটনা ঘটেছে পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির বেলায়ও। বাধ্য হয়ে ফিরতে হয়েছে তাদের।
প্রথম আলো
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আজ
আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে। সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
গতকাল বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে বিকেল চারটার দিকে সিইসির ভাষণ রেকর্ড করে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার।
দেশ রূপান্তর
আশ্বাসে স্থগিত হলো বিকডার ধর্মঘট
স্থগিত হলো ২১ অফডকের অনির্দিষ্টকালের ধর্মঘট। বর্ধিত ট্যারিফ কার্যকর করতে না পারায় আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছিল বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বিকডা। তবে গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম কাস্টমস ও বিকডার ত্রিপক্ষীয় সভায় ধর্মঘট কর্মসূচি এক মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। আর এর মধ্য দিয়ে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল, তা কেটে গেল।
কালের কণ্ঠ
কনটেইনার ডিপো বন্ধের হুমকি রপ্তানিতে অচলাবস্থার শঙ্কা
আদালতের নির্দেশনা উপেক্ষা করে এবার চট্টগ্রাম বন্দরের বর্ধিতাংশ হিসেবে পরিচিত বেসরকারি কনটেইনার ডিপো বা অফডকগুলোর কার্যক্রম বন্ধ রাখার এক অঘোষিত সিদ্ধান্ত নিয়েছেন ডিপো মালিকরা। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে তাঁদের দাবি আদায় না হলে অফডকের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রথম আলো
অনুমোদন ছাড়া মুঠোফোনে আড়ি পাততে পারবে না কোনো সংস্থা
রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলার প্রয়োজনে বৈধভাবে মুঠোফোনে আড়ি পাততে নতুন একটি কারিগরি প্ল্যাটফর্ম গঠনের কথা বলা হয়েছে প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫-এ।
প্রস্তাব অনুযায়ী, আড়ি পাততে হলে আগে থেকে অনুমোদন পাওয়া সংস্থাকে এই প্ল্যাটফর্মে অনুরোধ জানাতে হবে। আদালত বা আধা বিচারিক কাউন্সিলের অনুমোদন পেলে তবেই সংশ্লিষ্ট সংস্থা আড়ি পাততে পারবে। আড়ি পাতা (ইন্টারসেপশন) কেবল তখনই অনুমোদিত হবে, যখন অন্য কোনো তথ্যসংগ্রহের পদ্ধতি দিয়ে উদ্দেশ্য পূরণ করা সম্ভব নয়।
কালের কণ্ঠ
সোশ্যাল মিডিয়া আসক্তিতে শিশুর ক্ষতি
ঢাকার খিলগাঁওয়ে থাকে তেরো বছরের কিশোর মাহি (ছদ্মনাম)। সকালে ঘুম থেকে উঠেই তার ট্যাবটা ধরা চাই। ডে শিফটের স্কুল বলে যাওয়ার আগে খানিকটা সময় সে পায়। এই সময়ে সে ফাঁক পেলেই ঘুরে বেড়ায় নেট দুনিয়ার যোগাযোগ মাধ্যমে।
বণিক বার্তা
প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশে বাস্তুচ্যুত প্রায় অর্ধকোটি মানুষ, বেশি চট্টগ্রাম বিভাগে
বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দেশে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। বর্তমানে এ সংখ্যা প্রায় অর্ধকোটি। তাদের বেশির ভাগেরই বসবাস গ্রামীণ এলাকায়। সবচেয়ে বেশি বাস্তুচ্যুত মানুষ রয়েছে চট্টগ্রাম বিভাগে।
সমকাল
দেশে ১% ধনীর হাতে ২৪% সম্পদ
বাংলাদেশের ১ শতাংশ মানুষের কাছে রয়েছে দেশের মোট সম্পদের ২৪ শতাংশ। আর মোট জাতীয় আয়ের ১৬ শতাংশ রয়েছে তাদের হাতে। কোন দেশে বৈষম্যের মাত্রা কেমন, তার ওপর বৈশ্বিক প্রতিবেদন ‘ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট-২০২৬’ বাংলাদেশ সম্পর্কে এমন তথ্য দিয়েছে। এতে দেখা যায়, বাংলাদেশে মানুষের আয়ের চেয়ে সম্পদের বৈষম্য অনেক বেশি।
আজকের পত্রিকা
ল্যানসেটের গবেষণা: শৈশবে ১০০ কোটি মানুষ যৌন সহিংসতার শিকার
বিশ্বজুড়ে এক শ কোটির বেশি মানুষ যাদের বয়স ১৫ বছর কিংবা এর বেশি; তারা শৈশবে কোনো না কোনোভাবে যৌন সহিংসতার শিকার হয়েছে। এ ছাড়া ৬০ কোটির বেশি নারী তাঁর সঙ্গীর দ্বারা সহিসংতার শিকার হয়েছেন ২০২৩ সালে। দক্ষিণ এশিয়া ও আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে এমন নির্যাতনের হার সবচেয়ে বেশি। বিখ্যাত চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেটে প্রকাশিত গবেষণায় এ চিত্র উঠে এসেছে।
বণিক বার্তা
সাবের হোসেন চৌধুরীর প্রভাব এখনো অটুট
পণ্যভর্তি কনটেইনার পরিবহন করা হয় কনটেইনারবাহী জাহাজে। ২০২০ সাল থেকে কনটেইনারবাহী জাহাজে সাবের হোসেন চৌধুরীর কর্ণফুলী গ্রুপ বিনিয়োগ করে আসছে। সে বছরের জুনে কর্ণফুলী গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এইচআর লাইনস কনটেইনার জাহাজ পরিচালনার ব্যবসা শুরু করে। জাতীয় পতাকাবাহী এইচআর লাইনস এখন আটটি ফিডার জাহাজ পরিচালনা করছে, যার মাধ্যমে প্রায় ১১ হাজার টিইইউ কনটেইনার পরিবহন করা যায়।
যুগান্তর
ইসির সুপারিশে বদলাবে মাঠ প্রশাসন
তফসিল ঘোষণার পর থেকে প্রশাসনের রদবদল, প্রত্যাহার, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ যাবতীয় বিষয়ে সুপারিশ করবে নির্বাচন কমিশন। তবে এডিসি ও ইউএনও পর্যায়ে রদবদলের আলোচনা বুধবারেও ছিল। এদিকে, তফসিল ঘোষণার পর পর প্রশাসনে বড় ধরনের রদবদলের আভাস পাওয়া গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একাধিক বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে রদবদল হতে পারে শিগগিরই। বিশেষ করে গত নভেম্বর মাসে যে ৫২ জেলায় ডিসি নিয়োগ দেওয়া হয়েছে, তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং ফ্যাসিবাদের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। নিয়োগের পর পরই বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে ৬ জেলার ডিসি প্রত্যাহারও করা হয়েছে। ওইসব কর্মকর্তার বিরুদ্ধে প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর তরফ থেকে প্রধান উপদেষ্টার দপ্তর, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনে নির্দিষ্ট তথ্য-প্রমাণসহ অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিবিসি বাংলা
সংসদ নির্বাচন নিয়ে ইসির সামনে যে ছয় চ্যালেঞ্জ
বাংলাদেশের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে, যার ফলে ২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের প্রায় ১৬ মাস পরে এসে আনুষ্ঠানিক চূড়ান্ত নির্বাচনী রোডম্যাপ পেতে যাচ্ছে বাংলাদেশ।
জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি আজ নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দেবেন। সরকারের আগের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এ নির্বাচন হওয়ার কথা।