মন্ত্রণালয়ের বিদায়ী সংবর্ধনায় সকলকে নিষ্ঠা ও সততার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্মানে এক হৃদয়গ্রাহী বিদায়ী সংবর্ধনায় তিনি এ আহ্বান জানান। 

দায়িত্ব পালনকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মক্ষেত্রে গতিশীলতা, সেবার মানোন্নয়ন এবং প্রকল্প বাস্তবায়নে তার কর্মদক্ষতা, নেতৃত্ব ও অঙ্গীকারের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এ সংবর্ধনার আয়োজন করা হয় বলে জানিয়েছে মন্ত্রণালয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এই দুই মন্ত্রণালয়ের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর নিষ্ঠা, আন্তরিকতা এবং সহযোগিতা আমার কাজকে সহজ করেছে। দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে মন্ত্রণালয়ের সক্ষমতা বৃদ্ধির যে প্রচেষ্টা আমরা একসঙ্গে চালিয়েছি, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এটাই আমার প্রত্যাশা।

সব কর্মকর্তাকে উদ্দেশ উপদেষ্টা বলেন, আপনাদের একটি সিদ্ধান্তে অসংখ্য মানুষের ভাগ্য নির্ধারিত হয়। সবাইকে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা। তিনি সবার সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা, বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার প্রধানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

স্থানীয় সরকার বিভাগের সচিব বলেন, আজকে বিদায় অনুষ্ঠান নয়, কৃতজ্ঞতা প্রকাশের অনুষ্ঠান। স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও জনবান্ধব করতে উপদেষ্টা আসিফ মাহমুদ যে দিকনির্দেশনা দিয়েছেন, তা মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে নতুন গতি ও স্বচ্ছতা এনেছে। এছাড়া উপদেষ্টার নেতৃত্ব ও বিচক্ষণতায় স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন, প্রকল্পের গতিশীলতা এবং স্থানীয় পর্যায়ে সেবা সম্প্রসারণ উল্লেখযোগ্যভাবে অগ্রসর হয়েছে।

সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের অন্যতম মহানায়ক আসিফ মাহমুদ শুধুই একজন উপদেষ্টা নয়, একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। উপদেষ্টার ক্যারিশমাটিক লিডারশিপ এবং ফটোজেনিক মেমোরি যা কর্মক্ষেত্রে প্রতিটি কাজে পরিলক্ষিত হয়েছে। ভবিষ্যতে উপদেষ্টাকে আরো বড় কোনো পদে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার ভবিষ্যৎ জীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

এসএইচআর/এসএম