মঈনুদ্দীন মণ্ডলের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক
মঈনুদ্দীন মণ্ডল
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মঈনুদ্দীন মণ্ডলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরয়িার আলম।
শুক্রবার (২৫ জুন) এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শের ধারক ও বাহক মঈনুদ্দীন মণ্ডলের মৃত্যুতে জাতি একজন প্রগতিশীল চেতনার অধিকারী শ্রেষ্ঠ সন্তানকে হারাল। দেশের রাজনীতিতে প্রবীণ এই রাজনীতিবিদের অবদান বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে।
বিজ্ঞাপন
শাহরয়িার আলম বলেন, মঈনুদ্দীন মণ্ডল ওয়ান ইলেভেনের সময় চাঁপাইনবাবগঞ্জে প্রথম আওয়ামী লীগের বর্ধিত সভার আয়োজন করেন। তখন তৎকালীন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান আমাকে চাঁপাইনবাবগঞ্জের বর্ধিত সভায় অংশ গ্রহণের জন্য পাঠিয়েছিলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মরহুমের শোক সন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিজ্ঞাপন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মণ্ডলের শুক্রবার (২৫ জুন) সকাল সাড়ে ৭টায় ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
এনআই/এমএইচএস