সম্প্রতি রাখাইনের একটি হাসপাতালে বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়ে নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ।

শনিবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে এ নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বৈষম্য ছাড়াই বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনাকে সুরক্ষার গুরুত্বের ওপর জোর দেয় এবং রোহিঙ্গা ও রাখাইনসহ সব সম্প্রদায়কে সহিংসতা থেকে রক্ষা করার ওপর জোর দেয়।

এ ছাড়া, সাম্প্রতিক সময়ে রাখাইন রাজ্যে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন ও সহিংসতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।

এনআই/জেডএস