প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

নির্বাচন পর্যবেক্ষণে বড় পরিসরে অংশ নিতে যাচ্ছেন বিদেশি পর্যবেক্ষকেরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বড় পরিসরে অংশ নিতে যাচ্ছেন বিদেশি পর্যবেক্ষকেরা।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচন পর্যবেক্ষণে কয়েক শ বিদেশি পর্যবেক্ষক যুক্ত হতে পারেন। এই তথ্য জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ২০০৮ সালের পর সর্বোচ্চসংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসছেন আগামী নির্বাচন পর্যবেক্ষণে।

আজকের পত্রিকা

আইনশৃঙ্খলা পরিস্থিতি: ভোটের আগে আতঙ্ক জনমনে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশা করা হলেও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনা দৃশ্যপট বদলে দিয়েছে। ওই ঘটনায় সম্ভাব্য প্রার্থীসহ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে উৎসাহের বদলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজনৈতিক নেতারাসহ জুলাই যোদ্ধারা। সরকার নিরাপত্তার ব্যবস্থা করার আশ্বাস দিলেও এই পরিস্থিতিতে নির্বাচনী প্রচার নিয়ে শঙ্কায় রয়েছেন সম্ভাব্য প্রার্থীরা।

সমকাল

সবচেয়ে বেশি কাটছাঁট হচ্ছে স্বাস্থ্য খাতের বরাদ্দে

বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর উন্নয়ন কর্মকাণ্ডে বড় ধরনের পরিবর্তন আনা হয়। কম গুরুত্বপূর্ণ প্রকল্পের বরাদ্দ কমানো হয়। বিগত সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় নেওয়া বেশ কিছু প্রকল্প আপাতত বাদ বা স্থগিত রাখা হয়। তবে এর মধ্যেও অবকাঠামোর চেয়ে স্বাস্থ্য এবং শিক্ষার মতো মানবসম্পদ উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয় সরকারের পক্ষ থেকে। তবে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আওতায় প্রকল্প বরাদ্দ এবং বাস্তবায়ন চিত্রে সেই প্রতিফলন নেই। 

বণিক বার্তা

উচ্চশিক্ষায় অধ্যয়নরত ভোটার এবার অর্ধকোটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট। সংবিধান অনুযায়ী ১৮ বছর বয়স পূর্ণ করা প্রত্যেক নাগরিকই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। এ হিসাবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত প্রায় ৫২ লাখ শিক্ষার্থীর প্রায় সবাই এবার ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

সমকাল

ঝুঁকিতে থাকা প্রার্থী ও ব্যক্তিরা পাচ্ছেন গানম্যান-বডিগার্ড

আসন্ন সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর মধ্যে যারা নিরাপত্তা ঝুঁকিতে আছেন, তাদের গানম্যান ও বডিগার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে তাদের গানম্যান দেওয়া হবে। আর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ইউনিফর্মধারী বডিগার্ডের ব্যবস্থা করবে। প্রার্থী ছাড়াও গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি ঝুঁকিতে আছেন বলে চিহ্নিত করা হয়েছে। তারাও একই ধরনের সুবিধা পাবেন। নির্বাচন পর্যন্ত তাদের জন্য এমন নিরাপত্তার ব্যবস্থা থাকবে।

আজকের পত্রিকা

আনিস আলমগীর ও শাওনসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ

সাংবাদিক আনিস আলমগীর এবং অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। গতকাল রোববার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়। রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।

সমকাল

সংকট রেখে ঘোষণার পথে বগুড়া সিটি

বগুড়া পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হওয়ার ঘোষণা এখন সময়ের অপেক্ষা। স্থানীয় সরকার বিভাগের লোকজন শহর ঘুরে দেখে জানিয়েছেন, বিজয় দিবসের আগেই গেজেট প্রকাশ হতে পারে। এ খবরে শহরজুড়ে পোস্টার-ব্যানার ও সামাজিক মাধ্যমে অভিনন্দনের ঢল নেমেছে।

বণিক বার্তা

চট্টগ্রাম বন্দরের কনটেইনার পরিবহনের ৯৬ শতাংশই হয় সড়কপথে

চট্টগ্রাম বন্দর ২০২৪-২৫ অর্থবছরে ৩২ লাখ ৯৬ হাজার টোয়েন্টি ফুট ইকুইভ্যালেন্ট কনটেইনার (টিইইউ) হ্যান্ডলিং করছে। এ কনটেইনারের ৯৬ শতাংশ পরিবহন হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে। রেলপথ দিয়ে ৩ শতাংশ আর নৌপথ দিয়ে মাত্র ১ শতাংশ কনটেইনার পরিবহন হয়েছে। দেশের কনটেইনার পরিবহনের প্রধান পথ হলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যথাযথ মানে নেই। চার লেন হলেও সড়কটিতে বর্তমানে সক্ষমতার চেয়ে বেশি যানবাহন চলছে। বিভিন্ন স্থানে রয়েছে খানাখন্দ। ধীরগতির ও অযান্ত্রিক যানবাহনের জন্য নেই আলাদা লেন। সড়কের পাশে রয়েছে অসংখ্য হাটবাজার ও বাড়িঘর। যানবাহনের বাড়তি চাপ, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং অব্যবস্থাপনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্য পরিবহনে সময় লাগছে বেশি। এর প্রভাবে বাড়ছে পণ্যের পরিবহন খরচ।

ইত্তেফাক

হাদিকে গুলি করা সন্ত্রাসী কি দেশ ছেড়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী সন্ত্রাসী দুই জন কি দেশ ছেড়ে পালিয়ে গেছে? ঘুরেফিরে এই আলোচনা সামনে এসেছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে হাদির ওপর হামলাকারীরা ভারতে ঢুকে পড়লে তাদের গ্রেফতার করে ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পুলিশও বলছে, বৈধ পথে তারা দেশের বাইরে যেতে পারেনি। তবে অবৈধপথে গেছে কি না সেটা নিশ্চিত হতে শেরপুরের নালিতাবাড়ী এলাকার সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপারের সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের জিজ্ঞাসাবাদ করে হাদির ওপর হামলায় জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এন নজরুল ইসলাম।

কালের কণ্ঠ

সন্ত্রাস দমনে কড়া নজর

দেশজুড়ে আইন-শৃঙ্খলার চরম অবনতি। খুন, মব সন্ত্রাস, চোরাগোপ্তা হামলা, আগুন, ভাঙচুর, চাঁদাবাজি লাগামহীন। অপরাধীরা বেপরোয়া। এক পক্ষ আরেক পক্ষের প্রতি অসহিষ্ণু, মারমুখী।

কেউ কাউকে মানছে না, ছাড় দিচ্ছে না। তিন দিন আগে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার মধ্য দিয়ে আইন-শৃঙ্খলার অবনতির চিত্রটি আরো স্পষ্ট হয়েছে। এতে সব মহলেই আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা বেড়েছে। এরই মধ্যে অর্ধশতাধিক ব্যক্তির ওপর সম্ভাব্য হামলার আশঙ্কা নিয়ে সামাজিক মাধ্যমে প্রচার ঘিরে আরো ভীতি ছড়াচ্ছে।

কালবেলা

দেশের ভোগ্যপণ্যের নিয়ন্ত্রণ কি হাতছাড়া হচ্ছে চট্টগ্রামের!

চট্টগ্রামের খাতুনগঞ্জ। নাম শুনলেই চোখে ভাসে শ্রমিকদের হাঁকডাক, দরদামের উত্তেজনা, কিংবা ভোরের আলো ফোটার আগেই পণ্য নিয়ে ট্রাক ঢোকা ও বের হওয়ার চাপ। দীর্ঘদিন ধরে এ খাতুনগঞ্জকে দেশের ভোগ্যপণ্যের ‘নিয়ন্ত্রণকেন্দ্র’ বলা হতো। কিন্তু দিন দিন তার জৌলুস হারাচ্ছে। আগের মতো দিনভর সেই কর্মব্যস্ততা নেই। বাজারেই কেমন এক অস্বাভাবিক নীরবতা বিরাজ করছে। বাজার সংশ্লিষ্টদের মতে, এ নীরবতা ভালো লক্ষণ নয়; ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়া এক বাণিজ্যকেন্দ্রের স্পষ্ট ইঙ্গিত।

যুগান্তর

৭০ ভাগই জামিনে মুক্ত

গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বহু নেতাকর্মী গ্রেফতার হন, জেলে যান। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর নিষ্ঠুর হামলা, নির্যাতন ও হত্যার অভিযোগে বেশির ভাগ মামলা হয় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে। এছাড়া রাষ্ট্রের বিরুদ্ধে উসকানি, ষড়যন্ত্র, নাশকতাসহ অন্যান্য ফৌজদারি অপরাধেও তাদের বিরুদ্ধে মামলা হয়।

কালের কণ্ঠ

এক বছরে ২৫৮ কারখানা বন্ধ, কর্মহীন লক্ষাধিক শ্রমিক

গত এক বছরে দেশে ২৫৮টি কারখানা বন্ধ হয়ে লক্ষাধিক শ্রমিক কর্মহীন হয়েছেন। এতে শুধু শ্রমবাজার নয়, সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর ওপরও বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। প্রযুক্তিগত
রূপান্তর, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বিদ্যমান শ্রম পরিস্থিতির দুর্বলতা মিলিয়ে পোশাকশিল্প এখন এক জটিল সংকটের মুখে।

যুগান্তর

সংস্কারের জন্য বরাদ্দ ১২৪ কোটি টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের জন্য ১২ হাজার ৫৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবহারের অনুপযোগী হয়ে আছে। এর মধ্যে বাউন্ডারি বা সীমানা প্রাচীর নেই অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের। জরাজীর্ণ হয়ে পড়েছে দরজা ও জানালা। ভোটকেন্দ্র হিসাবে এসব শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা রয়েছে। এ অবস্থায় ব্যবহার অনুপযোগী এসব ভোটকেন্দ্র মেরামত ও সংস্কারের জন্য ১২৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। খবর সংশ্লিষ্ট সূত্রের।

সমকাল

ম্যাটস-আইএইচটির ৮০ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) ভর্তি জালিয়াতির ঘটনায় ৮০ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ করেছেন আদালত। একই সঙ্গে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ছয় হাজার ২৫৭ শিক্ষার্থীর দীর্ঘদিনের নিবন্ধন জটিলতার অবসান হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের একাধিক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।