শত কোটি টাকার সম্পদ
পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু
দেশের গ্যাস মজুদের গোপন তথ্য বিদেশিদের কাছে সরবরাহসহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৫ ডিসেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক মো. তানজির বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি অবৈধভাবে গ্যাস সংযোগ/পুনঃসংযোগ ও গ্যাস বিল মওকুফ, নিয়োগ, পদোন্নতি ও ঠিকাদারের বিল প্রদান ও বিদেশিদের দেশের গ্যাস মজুদ সংক্রান্ত তথ্য বিক্রির মাধ্যমে ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয় কমিশন থেকে অনুমোদন দেওয়া হয়েছে।
অভিযোগের জানতে পরিচালক রফিকুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও অফিসিয়াল নম্বর বন্ধ পাওয়া যায়।
বিজ্ঞাপন
দুদকের অভিযোগে বলা হয়েছে, পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলাম বিদেশিদের কাছে দেশের গ্যাস মজুদ সংক্রান্ত গোপন তথ্য বিক্রি করে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তার বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগ প্রদান, বিল মওকুফ, নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম এবং ঠিকাদারদের বিল পরিশোধে দুর্নীতিসহ নানা অভিযোগ দুদকের কাছে জমা পড়েছে। এরই মধ্যে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আরএম/জেডএস