চট্টগ্রামের মীরসরাই উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ইটের আঘাতে চাচা আবুল কালাম (৫৭) নিহত হয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম উত্তর সোনাপাহাড় গ্রামের ফজলে রহমান বেপারী বাড়ির ফজলে রহানের চতুর্থ ছেলে। অভিযুক্ত ভাতিজা মো. হেলাল নিহতের ভাই মৃত তাহের আহাম্মদের ছেলে। ঘটনার পর থেকে হেলাল পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবুল কালাম ও তার ভাতিজা হেলালের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে জমির বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাতিজা হেলাল ইট দিয়ে চাচা আবুল কালামের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্ত ভাতিজাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমআর/জেডএস