বিজয় দিবস উদযাপন
ঢাকা-কোলকাতায় মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহতদের সফর বিনিময়
মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ১৯৭১ সালের যৌথ আত্মত্যাগকে স্মরণ করে বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে শুরু হয়েছে মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহতদের পারস্পরিক সফর।
বাংলাদেশে বিজয় দিবস উদযাপনে অংশ নিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর আটজন যুদ্ধাহত ও দুইজন কর্মরত কর্মকর্তা ঢাকায় এসেছেন। একই সময়ে বিজয় দিবস উদযাপনে অংশ নিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আটজন বীর মুক্তিযোদ্ধা ও দুইজন কর্মরত কর্মকর্তা রোববার (১৪ ডিসেম্বর) কোলকাতায় পৌঁছেছেন।
বিজ্ঞাপন
সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ভারতীয় হাইকমিশন জানায়, এই সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা ভারতের সেনা, নৌ ও বিমানবাহিনীর যুদ্ধাহত ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
বিজ্ঞাপন
মুক্তিযুদ্ধকালে এসব ভারতীয় কর্মকর্তা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন। একইভাবে, ঢাকায় অবস্থানরত ভারতীয় প্রতিনিধিদলও বাংলাদেশের সেনা, নৌ ও বিমানবাহিনীর মুক্তিযোদ্ধা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানানো হয়।
ভারতীয় হাইকমিশন জানায়, এই পারস্পরিক সফর বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও ভারতের যুদ্ধাহতদের জন্য দুই দেশের মধ্যকার অনন্য বন্ধুত্ব উদযাপনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করেছে। পাশাপাশি এটি মুক্তিযুদ্ধের স্মৃতিকে নতুন করে জাগ্রত করে যে মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার জন্য দখলদারিত্ব, নিপীড়ন ও গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর যৌথ আত্মত্যাগের প্রতীক।
এনআই/এমএন