রাজধানী শ্যামপুর থানার শ্মশানঘাট রশিদ মাস্তান মাজার এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার আরোহী মো. সিয়াম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৩টার দিকে মৃত ঘোষণা করে।

নিহত সিয়াম গেন্ডারিয়া গার্মেন্টস গলির মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ্ আলম জানান, আমরা রাতে খবর পেয়ে শ্যামপুর শ্মশানঘাট রশিদ মাস্তান মাজারের পাশে পাকা রাস্তার ওপরে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত সিয়াম ও পাঁচ বন্ধু মিলে ব্যাটারি চালিত অটোরিকশা করে পোস্তগোলার দিকে ঘুরতে বেরিয়ে ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে সিয়াম অটোরিকশা থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএএ/এমএন