মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী এ অনুষ্ঠানে বিজিবির নিজস্ব অর্কেস্ট্রা ও ব্যান্ডদল সংগীত পরিবেশন করে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক গান, দেশাত্মবোধক সংগীতের পাশাপাশি সমসাময়িক জনপ্রিয় গান ও সুর পরিবেশন করা হয়। সংগীতের প্রতিটি পরিবেশনার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা, বিজয়ের আনন্দ এবং দেশপ্রেমের আবহ ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যে। এ সময় জাতির বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

হাতিরঝিলের মনোরম পরিবেশে আয়োজিত এ সংগীতানুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো দর্শকের সমাগম ঘটে। বিজিবি অর্কেস্ট্রা ও ব্যান্ডদলের নৈপূণ্যময় পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হন। দর্শকদের উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে বিজিবি দেশপ্রেম, জাতীয় চেতনা ও সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে বাহিনীটি।

আরএইচটি/জেডএস