শিল্পকলায় যাত্রাপালা ‘আপন দুলাল’ মঞ্চস্থ হবে আজ
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে খুলনার ‘রূপসা অপেরা’ মঞ্চায়ন করবে যাত্রাপালা ‘আপন-দুলাল’।
আজ (বুধবার) সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে এটি। যাত্রাপালাটির পালাকার আমজাদ হোসেন এবং পরিচালনা করবেন শামীম খন্দকার।
বিজ্ঞাপন
শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঙ্গলবার একাডেমি রেপার্টরি যাত্রা ইউনিট প্রদর্শন করে ঐতিহাসিক যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’। এটির পালাকার এম এ মজিদ এবং পরিচালনায় ছিলেন তানভীর নাহিদ খান।
মাসব্যাপী এই প্রদর্শনীতে নিবন্ধিত ৩৬টি দলের ৩৬টি যাত্রাপালা এবং মহান বিজয় দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রাদলের বিশেষ যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’সহ ৩৭টি যাত্রাপালা মঞ্চায়িত হবে।
বিজ্ঞাপন
যাত্রাপালা প্রদর্শনীর টিকেটের মূল্য ১০০ টাকা। টিকেট বিক্রি হতে প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট যাত্রাদলকে দেওয়া হবে। এ ছাড়াও প্রতিদিন বিকেল ৫টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে থাকছে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট।
উল্লেখ্য, প্রতিদিনের প্রদর্শিত যাত্রাপালাগুলো জুরি বোর্ডের বিচারকদের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে।
এনএফ