রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) কার্যক্রম আজ (বৃহস্পতিবার) স্বাভাবিক নিয়মে চালু থাকতে পা‌রে।

ঢাকার এক‌টি কূটনৈতিক সূত্র জানিয়েছে, আজ স্বাভাবিক নিয়মে আইভেকের কার্যক্রম চালু থাকার কথা।

নিরাপত্তা পরিস্থিতির বিষয়টি সামনে এনে গতকাল যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভেকের কার্যক্রম দুপুর ২টায় বন্ধ হয়। 

জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ছিল গতকাল। 

আইভেকে গতকাল যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদের পরবর্তীতে একটি তারিখে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে বলে জানানো হয়। 

এনআই/এনএফ